কলকাতা, 27 অগাস্ট: এবারে দলীয় সংগঠনে তপশিলি জাতি ও উপজাতির গুরুত্ব বাড়ছে জোড়াফুলে ৷ তৃণমূল সূত্রের খবর, প্রতি বিধানসভা এলাকা থেকে 5 জন তপশিলি জাতি (SC), 5জন তপশিলি উপজাতি (ST) শ্রেণিভুক্ত দক্ষ কর্মী নিয়োগ করতে চাইছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কর্মীরা তপশিলি জাতি ও উপজাতি সমাজের অভাব, অভিযোগ ও সমস্যার কথা দলীয় নেতৃত্বের সামনে তুলে ধরবেন।
লোকসভা নির্বাচনে রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি সমাজ একপ্রকার মুখ ফিরিয়েই নিয়েছিল তৃণমূলের থেকে । তপশিলি জাতি ও উপজাতিদের বড় অংশের ভোট পড়েছিল ভারতীয় জনতা পার্টির ঝুলিতে ৷ রাজ্য থেকে তিন জন তপশিলি জাতি - উপজাতি সাংসদ BJPর টিকিটে নির্বাচিত হয়েছেন । রাজ্যের দুটি SC ও ST সংরক্ষিত আসনেই বিপুল ভোটে জয় লাভ করেছে BJP ।
সমর্থন পেয়েই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দক্ষিণের জঙ্গলমহল তো হাতছাড়া হয়েইছে সেই সঙ্গে মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ ফেলেছে মতুয়া সম্প্রদায়ের গড় বনগাঁ লোকসভায় BJP-র বিপুল জয় ৷ এছাড়াও বনগাঁ সংলগ্ন রানাঘাটেও ফুটেছে পদ্ম ৷ 2021 বিধানসভা ভোটের আগে এই হারানো জমি পুনরূদ্ধার করতে না পারলে যে বাংলার মসনদ ধরে রাখা যাবেনা তা ভালোমতই বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই যেন তেন প্রকারেণ SC ও ST-ভোটারদের সমর্থন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল সুপ্রিমো ৷
তৃণমূল সূত্রের খবর, কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে SC,ST কর্মীদের তথ্য পাঠানোর জন্য দলের প্রতিটি বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়াও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে SC ও ST শ্রেণিভুক্তদের নিয়ে বিধানসভাভিত্তিক কমিটি গড়ারও সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব ।