ETV Bharat / state

লক্ষ্য 2021, তপশিলিদের মন জিততে নয়া ভাবনা তৃণমূলের

author img

By

Published : Aug 27, 2019, 2:12 AM IST

Updated : Aug 27, 2019, 10:02 AM IST

লোকসভা নির্বাচনে রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি সমাজ একপ্রকার মুখ ফিরিয়েই নিয়েছিল তৃণমূলের থেকে । 2021 বিধানসভা ভোটের আগে যেনতেন প্রকারেণ SC ও ST-ভোটারদের সমর্থন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল সুপ্রিমো ৷

মমতা

কলকাতা, 27 অগাস্ট: এবারে দলীয় সংগঠনে তপশিলি জাতি ও উপজাতির গুরুত্ব বাড়ছে জোড়াফুলে ৷ তৃণমূল সূত্রের খবর, প্রতি বিধানসভা এলাকা থেকে 5 জন তপশিলি জাতি (SC), 5জন তপশিলি উপজাতি (ST) শ্রেণিভুক্ত দক্ষ কর্মী নিয়োগ করতে চাইছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কর্মীরা তপশিলি জাতি ও উপজাতি সমাজের অভাব, অভিযোগ ও সমস্যার কথা দলীয় নেতৃত্বের সামনে তুলে ধরবেন।

লোকসভা নির্বাচনে রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি সমাজ একপ্রকার মুখ ফিরিয়েই নিয়েছিল তৃণমূলের থেকে । তপশিলি জাতি ও উপজাতিদের বড় অংশের ভোট পড়েছিল ভারতীয় জনতা পার্টির ঝুলিতে ৷ রাজ্য থেকে তিন জন তপশিলি জাতি - উপজাতি সাংসদ BJPর টিকিটে নির্বাচিত হয়েছেন । রাজ্যের দুটি SC ও ST সংরক্ষিত আসনেই বিপুল ভোটে জয় লাভ করেছে BJP ।

সমর্থন পেয়েই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দক্ষিণের জঙ্গলমহল তো হাতছাড়া হয়েইছে সেই সঙ্গে মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ ফেলেছে মতুয়া সম্প্রদায়ের গড় বনগাঁ লোকসভায় BJP-র বিপুল জয় ৷ এছাড়াও বনগাঁ সংলগ্ন রানাঘাটেও ফুটেছে পদ্ম ৷ 2021 বিধানসভা ভোটের আগে এই হারানো জমি পুনরূদ্ধার করতে না পারলে যে বাংলার মসনদ ধরে রাখা যাবেনা তা ভালোমতই বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই যেন তেন প্রকারেণ SC ও ST-ভোটারদের সমর্থন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল সুপ্রিমো ৷

তৃণমূল সূত্রের খবর, কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে SC,ST কর্মীদের তথ্য পাঠানোর জন্য দলের প্রতিটি বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়াও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে SC ও ST শ্রেণিভুক্তদের নিয়ে বিধানসভাভিত্তিক কমিটি গড়ারও সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব ।

কলকাতা, 27 অগাস্ট: এবারে দলীয় সংগঠনে তপশিলি জাতি ও উপজাতির গুরুত্ব বাড়ছে জোড়াফুলে ৷ তৃণমূল সূত্রের খবর, প্রতি বিধানসভা এলাকা থেকে 5 জন তপশিলি জাতি (SC), 5জন তপশিলি উপজাতি (ST) শ্রেণিভুক্ত দক্ষ কর্মী নিয়োগ করতে চাইছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কর্মীরা তপশিলি জাতি ও উপজাতি সমাজের অভাব, অভিযোগ ও সমস্যার কথা দলীয় নেতৃত্বের সামনে তুলে ধরবেন।

লোকসভা নির্বাচনে রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি সমাজ একপ্রকার মুখ ফিরিয়েই নিয়েছিল তৃণমূলের থেকে । তপশিলি জাতি ও উপজাতিদের বড় অংশের ভোট পড়েছিল ভারতীয় জনতা পার্টির ঝুলিতে ৷ রাজ্য থেকে তিন জন তপশিলি জাতি - উপজাতি সাংসদ BJPর টিকিটে নির্বাচিত হয়েছেন । রাজ্যের দুটি SC ও ST সংরক্ষিত আসনেই বিপুল ভোটে জয় লাভ করেছে BJP ।

সমর্থন পেয়েই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দক্ষিণের জঙ্গলমহল তো হাতছাড়া হয়েইছে সেই সঙ্গে মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ ফেলেছে মতুয়া সম্প্রদায়ের গড় বনগাঁ লোকসভায় BJP-র বিপুল জয় ৷ এছাড়াও বনগাঁ সংলগ্ন রানাঘাটেও ফুটেছে পদ্ম ৷ 2021 বিধানসভা ভোটের আগে এই হারানো জমি পুনরূদ্ধার করতে না পারলে যে বাংলার মসনদ ধরে রাখা যাবেনা তা ভালোমতই বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই যেন তেন প্রকারেণ SC ও ST-ভোটারদের সমর্থন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল সুপ্রিমো ৷

তৃণমূল সূত্রের খবর, কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে SC,ST কর্মীদের তথ্য পাঠানোর জন্য দলের প্রতিটি বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়াও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে SC ও ST শ্রেণিভুক্তদের নিয়ে বিধানসভাভিত্তিক কমিটি গড়ারও সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব ।

Intro:


প্রতি বিধানসভায় ১০ জন করে এসসি-এসটি কর্মী চাইছে তৃণমূল

কলকাতা, ২৬ অগাষ্ট: এবারে দলীয় সংগঠনে এসসি-এসটিদের গুরুত্ব দিতে চলেছে রাজ্যের শাসক দল। সূত্রের খবর, প্রতি বিধানসভা এলাকা থেকে ৫ জন এসসি এবং ৫ জন এসটি সম্প্রদায়ের দক্ষ কর্মী চাইছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এই কর্মীরা তফশিলি জাতি ও উপজাতি সমাজের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলবে। তফশিলি জাতি - উপজাতির বিভিন্ন অভাব, অভিযোগ ও সমস্যার কথা দলীয় নেতৃত্বের সামনে তুলে ধরবেন তাঁরা।

Body:

লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় তপশিলি জাতি ও উপজাতিরা একপ্রকার মুখ ফিরিয়ে নিয়েছিল তৃণমূলের থেকে । তপশিলি জাতি ও উপজাতিদের একাংশ ভোট পড়েছিল বিজেপিতে। কার্যত তপশিলি জাতি -উপজাতিদের সমর্থন পেয়েই উত্তরবঙ্গ জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের মতুয়া সম্প্রদায় প্রবণ এলাকাগুলোতে ভালো ফল করেছে বিজেপি। সেকারণে এবারে এসসি ও এসটিদের সমর্থন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে জোড়া ফুল শিবির। সেই লক্ষ্যমাত্রা নিয়েই দলীয় সংগঠনে তফশিলি জাতি ও উপজাতিদের গুরুত্ব বাড়াতে তৎপর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই মতো প্রতি বিধানসভা এলাকা থেকে ৫ জন এসসি ও ৫ জন এসটি দক্ষ কর্মী চাইছেন তাঁরা। তৃণমূল সূত্রের খবর, কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসসি, এসটি কর্মীদের বায়োডাটা পাঠানোর জন্য দলের প্রতিটি বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে। এই কর্মীরা তপশিলি জাতি উপজাতি সমাজের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখবেন। তপশিলি জাতি ও উপজাতিদের সমস্যার কথা দলের নেতৃত্বের নজরে আনবেন।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসসি ও এসটিদের নিয়ে বিধানসভা ভিত্তিক কমিটি গড়ারও সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
Conclusion:
Last Updated : Aug 27, 2019, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.