কলকাতা, 16 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় তৃণমূলকে দায়ি করে CCTV ফুটেজ প্রকাশের দাবি জানালেন যোগী আদিত্যনাথ । বলেন, "এ ব্যাপারে কোনও সন্দেহ নেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পিছনে তৃণমূলের হাত রয়েছে । যদি তৃণমূলের একটুও সাহস থাকে তাহলে এই ঘটনার CCTV ফুটেজ প্রকাশ করুক ।"
রাজ্যে নির্বাচনী প্রচারে এসে গতকাল সাংবাদিক বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "অমিত শাহের রোড শো-তে BJP-র উপর যেভাবে হামলা করা হয়েছে তা গণতন্ত্রের জন্য একটা কলো অধ্যায়ের সূচনা করেছে । আর তৃণমূল সরকারের যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে । আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গের 6 দফা নির্বাচনেই ব্যাপক হিংসা হয়েছে । কিন্তু উত্তরপ্রদেশে 6 দফা ভোটই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ।"
রাজ্য সরকারকে আক্রমণ করে যোগী বলেন, "গণতন্ত্রে এধরনের অরাজকতার কোনও স্থান হওয়া উচিত নয় । কিন্তু নিজের এই ধরনের অরাজক গতিবিধিকে লোকানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদি যেভাবে মিথ্যের আশ্রয় নিচ্ছেন তাতে উনি প্রমাণ করতে চাইছেন যে একটা মিথ্যেকে 100 বার বললে তা সত্যি হয়ে যায় । BJP-র কার্যকর্তাদের কার্যক্রম করতে আটকানোর চেষ্টা প্রথমবার নয় । এর আগেও BJP-র কার্যকর্তাদের কার্যক্রম আটকানোর জন্য সরকার নিজের অধিকারের অপব্যবহার করেছে । কখনও হেলিপ্যাডের অনুমতি দেয় না । ল্যান্ডিংয়ের অনুমতি দেয় না । কার্যক্রমের অনুমতি দেয় না । কালকের রোড শো-তেও একইরকম পরিস্থিতি ছিল ।"
তিনি বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা প্রসঙ্গে বলেন, "এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পিছনে তৃণমূলের হাত রয়েছে । যদি তৃণমূলের একটুও ক্ষমতা থাকে তাহলে কালকের ঘটনার CCTV ফুটেজ প্রকাশ করুক । যাদের কলেজের ছাত্র বলছে তারা তৃণমূলের যুব মোর্চার গুন্ডা । তারাই অমিত শাহের রোড শো-তে হামলা করেছে । আর বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে ।"
তৃণমূলকে আক্রমণ করে বলেন, "পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যে গণতন্ত্রের ক্ষতি করছে তার অনেক উদাহরণ আছে । বিশেষ করে নিজের ব্যর্থতা লুকানোর জন্য এই কাজগুলি করা হচ্ছে । হতাশায় নেওয়া এইসব সিদ্ধান্ত ওনার সরকারের জন্যই ক্ষতিকর প্রমাণিত হবে । আমারও একটা সভার প্রথমে অনুমতি দেওয়া হয় । তারপর বাতিল করে দেওয়া হয় ।"