ETV Bharat / state

মহার্ঘ জ্বালানি, 11-12 ধর্নায় তৃণমূল; এবারও ভার্চুয়াল একুশে

author img

By

Published : Jul 5, 2021, 6:36 PM IST

Updated : Jul 5, 2021, 6:49 PM IST

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে । সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গতবারের মতো এবারও ভার্চুয়ালিই আয়োজিত হবে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ ।

একুশে জুলাই
একুশে জুলাই

কলকাতা, 5 জুলাই : পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে 10-11 জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস । রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি পেরিয়েছে জ্বালানির দাম । দিন দিন মহার্ঘ হচ্ছে পেট্রোপণ্য । আগুন দামে ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা । এই পরিস্থিতিতে দলের প্রত্যেক বিধায়ক ধর্নায় অংশ নেবেন । করোনা বিধি মেনেই চলবে ধর্না । আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে একথা জানালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

এদিকে গতবারের মতো এবারও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 21 জুলাই ভার্চুয়ালি আয়োজিত হবে । তৃণমূলের কাছে একুশে জুলাইয়ের সমাবেশ প্রতিবছরই আলাদা মাত্রা পেয়ে এসেছে । এমনকি দলের প্রতিষ্ঠা দিবসের থেকেও বড় করে আয়োজিত হয় একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ । কিন্তু করোনার কারণে গতবছর ধর্মতলায় আয়োজিত করা সম্ভব হয়নি শহিদ সমাবেশ ।

আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানান, তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলেছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে । সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গতবারের তুলনায় এবারও ভার্চুয়ালিই আয়োজিত হবে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ ।

রাজ্য করোনা পরিস্থিতির উপর লাগাম টানতে 15 জুলাই পর্যন্ত জারি রয়েছে বিধিনিষেধ । তারপরেও বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । এই পরিস্থিতিতে ভার্চুয়ালিই আয়োজিত হবে শহিদ সমাবেশ ।

কলকাতা, 5 জুলাই : পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে 10-11 জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস । রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি পেরিয়েছে জ্বালানির দাম । দিন দিন মহার্ঘ হচ্ছে পেট্রোপণ্য । আগুন দামে ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা । এই পরিস্থিতিতে দলের প্রত্যেক বিধায়ক ধর্নায় অংশ নেবেন । করোনা বিধি মেনেই চলবে ধর্না । আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে একথা জানালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

এদিকে গতবারের মতো এবারও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 21 জুলাই ভার্চুয়ালি আয়োজিত হবে । তৃণমূলের কাছে একুশে জুলাইয়ের সমাবেশ প্রতিবছরই আলাদা মাত্রা পেয়ে এসেছে । এমনকি দলের প্রতিষ্ঠা দিবসের থেকেও বড় করে আয়োজিত হয় একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ । কিন্তু করোনার কারণে গতবছর ধর্মতলায় আয়োজিত করা সম্ভব হয়নি শহিদ সমাবেশ ।

আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানান, তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলেছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে । সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গতবারের তুলনায় এবারও ভার্চুয়ালিই আয়োজিত হবে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ ।

রাজ্য করোনা পরিস্থিতির উপর লাগাম টানতে 15 জুলাই পর্যন্ত জারি রয়েছে বিধিনিষেধ । তারপরেও বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । এই পরিস্থিতিতে ভার্চুয়ালিই আয়োজিত হবে শহিদ সমাবেশ ।

Last Updated : Jul 5, 2021, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.