কলকাতা, 20 জানুয়ারি: ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections) ঘোষণা হতেই সেখানকার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসতে চলেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC Meeting on Tripura Election)। যতদূর জানা যাচ্ছে, আজ অর্থাৎ শুক্রবারই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যেতে পারে । বিকেল সাড়ে চারটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা ৷ বৈঠকে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস, স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার দায়িত্বে থাকা সুস্মিতা দেব-সহ সকলেই উপস্থিত থাকবেন ।
2021 সালে ত্রিপুরায় যখন তৃণমূল কংগ্রেস নতুন করে সংগঠন তৈরি করেছিল, তখনই দলের তরফে ঘোষণা করা হয়েছিল যে সব আসনেই প্রার্থী দেবে তৃণমূল । পৌর নির্বাচনে দেখা গিয়েছে শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কংগ্রেস । তবে এরপর বিভিন্ন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল আশানুরূপ হয়নি । এরপর আজকের বৈঠক থেকে ত্রিপুরার বিধানসভা নির্বাচনের জন্য কতগুলি আসনে প্রার্থী দেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সে ক্ষেত্রে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোটের ভাবনাচিন্তা রয়েছে কি না, সবটাই স্পষ্ট হবে এ দিনের বৈঠকে ।
সূত্রের খবর, ফেব্রুয়ারি-মার্চ জুড়েই তৃণমূল মেঘালয় এবং ত্রিপুরাকে বাড়তি গুরুত্ব দিয়ে প্রচারে নামছে । সে ক্ষেত্রে আগামী মাসের শুরুতেই ত্রিপুরায় বড় সভা করতে চলেছে এ রাজ্যের শাসক দল । এ ক্ষেত্রে যতদূর জানা যাচ্ছে, যতগুলি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিক না কেন, বাকি আসনগুলিতে এ রাজ্যের শাসক দল অন্য রাজনৈতিক দলকে সমর্থন জানাতে পারে । আর সবটা নিয়েই এ দিন বিকেলের বৈঠক অনুষ্ঠিত হবে ।
আরও পড়ুন: ত্রিপুরায় শান্তিপূর্ণ ভোট করানোর প্রতিশ্রুতি মুখ্য নির্বাচন কমিশনারের
জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই বৈঠকে উপস্থিত থাকবেন । সে ক্ষেত্রে নির্বাচনকে সামনে রেখে দলের চলার পথ কী হতে চলেছে, তাও ঠিক করে দিতে পারেন তিনি । এখনও পর্যন্ত যা খবর তাতে আগামী মাসের শুরুতেই ত্রিপুরায় প্রচার যেতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিনের বৈঠক থেকে প্রচার সভার প্রস্তুতির বিষয়েও নির্দেশ দেওয়া হতে পারে ।