ETV Bharat / state

TMC on Manipur Issue: মণিপুর নিয়ে সোমবার বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল, থাকতে পারেন মমতা - বিজনেস অ্যাডভাইসারি কমিটি

মণিপুর নিয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনছে ৷ আগামী সোমবার বিধানসভায় রাজ্যের শাসকদল সেই প্রস্তাব আনছে বলে বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে ঠিক হয়েছে ৷

Etv Bharat
মণিপুর নিয়ে সোমবার বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল
author img

By

Published : Jul 26, 2023, 3:21 PM IST

Updated : Jul 26, 2023, 4:18 PM IST

কলকাতা, 26 জুলাই: মণিপুর নিয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল ৷ জানা গিয়েছে, সোমবার 31 জুলাই পশ্চিমবঙ্গ বিধানসভায় মণিপুর নিয়ে এই প্রস্তাব পেশ করবে রাজ্যের শাসকদল ৷ বুধবার বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে মণিপুর নিয়ে প্রস্তাব পেশের তারিখ চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে, ওইদিন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে ৷

এদিন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় জানান, মণিপুর নিয়ে যে প্রস্তাব বিধানসভায় আনা হচ্ছে, তাকে নিন্দা প্রস্তাব হিসাবে বলা ঠিক হবে না ৷ তাঁর কথায়, "মণিপুরে মানুষের নিরাপত্তা যাতে দ্রুত ফিরিয়ে আনা যায়, শিশুদের নিরাপত্তা ফিরিয়ে আনা যায়, সেখানে যাতে শান্তি ফিরে আসে, তা নিয়ে আলোচনা হবে ৷" একইসঙ্গে, মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তেমন কোনও পদক্ষেপ দেখা যায়নি বলেও অভিযোগ করেন শোভনদেব ৷

এদিন তিনি বলেন, "গোটা বিশ্বে এই ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে ৷ এই বিধানসভায় যদি তা নিয়ে আলোচনা না হয়, তবে অন্যায় হবে ৷ আমাদের প্রতিনিধিদল মণিপুরে গিয়েছিল, তাদের দেওয়া রিপোর্টও তুলে ধরা হবে ৷" শোভনদেবের অভিযোগ, প্রধানমন্ত্রী 'মন কি বাত'-এ কথা বলেন, কিন্তু এই বিষয় নিয়ে একটিও কথা বলছেন না ৷ যাকে 'দুর্ভাগ্য' বলেও এদিন তীব্র কটাক্ষ করেন পরিষদীয় মন্ত্রী ৷ সেই সব প্রশ্নও যে বিধানসভার অধিবেশনে উঠে আসবে বলেও জানান তিনি ৷

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে অনুমতি দিলেন অধ্যক্ষ ওম বিড়লা

এর আগে, মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর ছিল ৷ তবে বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকের পরই সিদ্ধান্ত গৃহিত হয়েছে ৷ তবে নিন্দাপ্রস্তাব নয়, মণিপুর নিয়ে শুধুমাত্র প্রস্তাবই আনছে সরকার ৷ একইসঙ্গে, সেইদিন মণিপুর নিয়ে প্রস্তাব এবং প্রশ্নোত্তর পর্বে বিধানসভায় হাজির থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এমনটাই তৃণমূল সূত্রে খবর ৷

কলকাতা, 26 জুলাই: মণিপুর নিয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল ৷ জানা গিয়েছে, সোমবার 31 জুলাই পশ্চিমবঙ্গ বিধানসভায় মণিপুর নিয়ে এই প্রস্তাব পেশ করবে রাজ্যের শাসকদল ৷ বুধবার বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে মণিপুর নিয়ে প্রস্তাব পেশের তারিখ চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে, ওইদিন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে ৷

এদিন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় জানান, মণিপুর নিয়ে যে প্রস্তাব বিধানসভায় আনা হচ্ছে, তাকে নিন্দা প্রস্তাব হিসাবে বলা ঠিক হবে না ৷ তাঁর কথায়, "মণিপুরে মানুষের নিরাপত্তা যাতে দ্রুত ফিরিয়ে আনা যায়, শিশুদের নিরাপত্তা ফিরিয়ে আনা যায়, সেখানে যাতে শান্তি ফিরে আসে, তা নিয়ে আলোচনা হবে ৷" একইসঙ্গে, মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তেমন কোনও পদক্ষেপ দেখা যায়নি বলেও অভিযোগ করেন শোভনদেব ৷

এদিন তিনি বলেন, "গোটা বিশ্বে এই ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে ৷ এই বিধানসভায় যদি তা নিয়ে আলোচনা না হয়, তবে অন্যায় হবে ৷ আমাদের প্রতিনিধিদল মণিপুরে গিয়েছিল, তাদের দেওয়া রিপোর্টও তুলে ধরা হবে ৷" শোভনদেবের অভিযোগ, প্রধানমন্ত্রী 'মন কি বাত'-এ কথা বলেন, কিন্তু এই বিষয় নিয়ে একটিও কথা বলছেন না ৷ যাকে 'দুর্ভাগ্য' বলেও এদিন তীব্র কটাক্ষ করেন পরিষদীয় মন্ত্রী ৷ সেই সব প্রশ্নও যে বিধানসভার অধিবেশনে উঠে আসবে বলেও জানান তিনি ৷

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে অনুমতি দিলেন অধ্যক্ষ ওম বিড়লা

এর আগে, মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর ছিল ৷ তবে বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকের পরই সিদ্ধান্ত গৃহিত হয়েছে ৷ তবে নিন্দাপ্রস্তাব নয়, মণিপুর নিয়ে শুধুমাত্র প্রস্তাবই আনছে সরকার ৷ একইসঙ্গে, সেইদিন মণিপুর নিয়ে প্রস্তাব এবং প্রশ্নোত্তর পর্বে বিধানসভায় হাজির থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এমনটাই তৃণমূল সূত্রে খবর ৷

Last Updated : Jul 26, 2023, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.