ETV Bharat / state

Kunal Reaction over Partha: নীরব মোদির বাজেয়াপ্ত অর্থ নিয়ে নিয়ে কি বিজেপি প্রতিক্রিয়া দেবে ? পালটা প্রশ্ন কুণালের - Partha Chatterjee ED siezes 21 crore

এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি ৷ এই গ্রেফতারি এবং পার্থর 'ঘনিষ্ঠের' ফ্ল্যাট থেকে 21 কোটি টাকা উদ্ধার হওয়া নিয়ে কী বলল তৃণমূল(Kunal Reaction over Partha) ?

Kunal on Partha Arrest
পার্থর গ্রেফতারি নিয়ে কুণাল
author img

By

Published : Jul 23, 2022, 1:59 PM IST

কলকাতা, 23 জুলাই: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির তিন ঘণ্টা বাদে নীরবতা ভাঙলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তবে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে পলাতক ব্যবসায়ী নীরব মোদির প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে পালটা আক্রমণ করলেন তিনি ৷ সংবাদমাধ্যমে তিনি জানান, দল গোটা পরিস্থিতির উপর নজর রাখছে । সঠিক সময়েই সামগ্রিক বিষয়ে প্রতিক্রিয়া জানাবে । একইসঙ্গে তাঁর সংযোজন, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 21 কোটি টাকা পাওয়া গিয়েছে ৷ এর দায় তৃণমূল কংগ্রেস নেবে না । যে টাকার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই তা নিয়ে কীভাবে দল প্রতিক্রিয়া দেব ? (TMC spokesperson Kunal Ghosh claims TMC has no connection with Partha-Arpita) ।

এই সুযোগে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ। তিনি বলেন, "গতকাল নীরব মোদির যে অর্থ ইডি বাজেয়াপ্ত করেছে তা নিয়ে কি বিজেপি প্রতিক্রিয়া দেবে ? বহু ভালো কাজ হয় ৷ আবার কখনও কখনও খারাপ ঘটনা নিশ্চিত ভাবে নজরে চলে আসে ।"

আরও পড়ুন: "হিম্মত থাকলে সিজিও কমপ্লেক্সে ধরনায় বসুন মুখ্যমন্ত্রী", মমতাকে আক্রমণ সুজনের

তৃণমূল নেতার আশ্বাস, কে ঘটালেন এবং কেন ঘটালেন, নিশ্চিতভাবে তার তদন্ত হবে । বিরোধী দলগুলির দিকে নিশানা করে তিনি বলেন, "গত পরশুদিন এই বিরোধীদের তরফ থেকে সেটিং এর কথা বলা হচ্ছিল । কাল থেকে আবার অন্য কথা বলা হচ্ছে । বুদ্ধদেব ভট্টাচার্য একসময় বলেছিলেন, 'আমি চোরেদের সরকারে থাকি না' ৷ তিনি এই জুলাই-অগস্ট মাসেই পদত্যাগ করে চলে গিয়েছিলেন। কে কার কথা বলছে, অসংখ্য কেলেঙ্কারির ঘটনা রয়েছে । তবে আমি কোনও ঘটনা দিয়ে কোনও কিছুকেই জাস্টিফাই করতে চাই না ।"

ইডির 21 কোটি টাকা পাওয়া প্রসঙ্গে তিনি জানান, বেআইনি টাকা উদ্ধার হয়ে থাকলে, যাঁরা এই কাজ করেছেন এবং এটা যাঁদের সম্পত্তি তাঁরা ব্যাখ্যা দেবেন । তাঁদের আইনজীবীরা ব্যাখ্যা দেবেন ৷ এ বিষয়ে দলের কোনও বক্তব্য নেই ।

আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে গ্রেফতার পার্থ, কীভাবে গোটানো হল তদন্তের জাল ?

কলকাতা, 23 জুলাই: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির তিন ঘণ্টা বাদে নীরবতা ভাঙলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তবে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে পলাতক ব্যবসায়ী নীরব মোদির প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে পালটা আক্রমণ করলেন তিনি ৷ সংবাদমাধ্যমে তিনি জানান, দল গোটা পরিস্থিতির উপর নজর রাখছে । সঠিক সময়েই সামগ্রিক বিষয়ে প্রতিক্রিয়া জানাবে । একইসঙ্গে তাঁর সংযোজন, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 21 কোটি টাকা পাওয়া গিয়েছে ৷ এর দায় তৃণমূল কংগ্রেস নেবে না । যে টাকার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই তা নিয়ে কীভাবে দল প্রতিক্রিয়া দেব ? (TMC spokesperson Kunal Ghosh claims TMC has no connection with Partha-Arpita) ।

এই সুযোগে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ। তিনি বলেন, "গতকাল নীরব মোদির যে অর্থ ইডি বাজেয়াপ্ত করেছে তা নিয়ে কি বিজেপি প্রতিক্রিয়া দেবে ? বহু ভালো কাজ হয় ৷ আবার কখনও কখনও খারাপ ঘটনা নিশ্চিত ভাবে নজরে চলে আসে ।"

আরও পড়ুন: "হিম্মত থাকলে সিজিও কমপ্লেক্সে ধরনায় বসুন মুখ্যমন্ত্রী", মমতাকে আক্রমণ সুজনের

তৃণমূল নেতার আশ্বাস, কে ঘটালেন এবং কেন ঘটালেন, নিশ্চিতভাবে তার তদন্ত হবে । বিরোধী দলগুলির দিকে নিশানা করে তিনি বলেন, "গত পরশুদিন এই বিরোধীদের তরফ থেকে সেটিং এর কথা বলা হচ্ছিল । কাল থেকে আবার অন্য কথা বলা হচ্ছে । বুদ্ধদেব ভট্টাচার্য একসময় বলেছিলেন, 'আমি চোরেদের সরকারে থাকি না' ৷ তিনি এই জুলাই-অগস্ট মাসেই পদত্যাগ করে চলে গিয়েছিলেন। কে কার কথা বলছে, অসংখ্য কেলেঙ্কারির ঘটনা রয়েছে । তবে আমি কোনও ঘটনা দিয়ে কোনও কিছুকেই জাস্টিফাই করতে চাই না ।"

ইডির 21 কোটি টাকা পাওয়া প্রসঙ্গে তিনি জানান, বেআইনি টাকা উদ্ধার হয়ে থাকলে, যাঁরা এই কাজ করেছেন এবং এটা যাঁদের সম্পত্তি তাঁরা ব্যাখ্যা দেবেন । তাঁদের আইনজীবীরা ব্যাখ্যা দেবেন ৷ এ বিষয়ে দলের কোনও বক্তব্য নেই ।

আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে গ্রেফতার পার্থ, কীভাবে গোটানো হল তদন্তের জাল ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.