কলকাতা, 19 ডিসেম্বর: ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই ইঙ্গিত দিয়েছিলেন মঙ্গলে আসন সমঝোতাতে বাড়তি গুরুত্ব দেবেন তিনি । সেইমতো বৈঠকে আসন সমঝোতার জন্য সময় বেঁধে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার দিল্লির অশোকা হোটেলে উপস্থিত মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে । নতুন বছর শুরু হওয়ার আগেই সমস্ত রাজ্যের শরিকদের সঙ্গে বসে আসন বণ্টন চূড়ান্ত করতে হবে । সঙ্গে তৃণমূল নেত্রী এও জানান, অক্টোবরের মধ্যেই এই আসন রফার বিষয়টি চূড়ান্ত করে ফেলা দরকার ছিল ৷ অহেতুক বিষয়টি যেন ঝুলিয়ে রাখা না হয় ।
সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন খোলা মনেই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিচ্ছেন তিনি । আলোচনায় দীর্ঘসূত্রতা কংগ্রেসের দীর্ঘদিনের অভ্যাস । সেসব বাধা কাটিয়ে দ্রুত আসল বিন্যাস চূড়ান্ত করার পক্ষে তিনি । আলোচনায় সেই মতো আলোচনায় তিনি বাড়তি গুরুত্ব দেন আসন বোঝাপড়ার উপর । যদিও এরপরেও 31 ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতার বিষয়টি কতটা ঐক্যমতে পৌঁছানো যাবে তা নিয়ে প্রশ্ন থাকছে ।
সূত্রের খবর, এদিন 245টি আসন শরিকদের ছেড়ে দেওয়ার কথা কংগ্রেসের কাছে এদিন প্রস্তাব করেছেন মমতা । তার প্রস্তাব কংগ্রেস 300টি আসনে লড়াই করুক, বাকি 245টি আসন শরিকদের জন্য ছেড়ে দিক । এটাও জানা যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন, যেখানে যে শক্তিশালী সেখানে সেই দলের নেতৃত্বে লড়াই করুক জোট । যেমন উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি, দিল্লি ও পঞ্জাবে আপ এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস । সূত্রের খবর অনুযায়ী, তিনি কংগ্রেসকে পশ্চিমবঙ্গে দু'টি আসন ছাড়তে রাজি । মেঘালয়ে একটি আসনে তৃণমূল লড়াইয়ের কথা বলেছে । কিন্তু এখানেই উঠছে প্রশ্ন । এই দাবি মেনে আসন রফা কি আদৌ সম্ভব হবে ? সময়ই তার উত্তর দেবে ৷
আরও পড়ুন :
1 '5 রাজ্যে তো কেউ 'ইন্ডিয়া' থেকে ভোটে দাঁড়াল না, এটা কোনও নির্বাচনী জোটই নয়;' কটাক্ষ সেলিমের
2 কোটি-কোটি টাকা উদ্ধার ইস্যুতে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে একহাত নিলেন অমিত শাহ
3 বৃহত্তর স্বার্থে 'ইন্ডিয়া' জোট, রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নয়: ইয়েচুরি