ETV Bharat / state

TMC Spokespersons: তৃণমূলের জাতীয়, রাজ্যস্তরের মুখপাত্রদের তালিকা প্রকাশ

তৃণমূলের জাতীয় স্তরের মুখপাত্রদের তালিকায় 20 জনের নাম রয়েছে। অন্য়দিকে, রাজ্য স্তরের তালিকায় নাম রয়েছে 40 জনের (TMC spokespersons List)। সেই তালিকায় নাম নেই, রাজ্য়ের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের ৷

Etv Bharat
জাতীয় ও রাজ্য় স্তরের মুখপাত্রদের তালিকা প্রকাশ তৃণমূলের
author img

By

Published : Mar 25, 2023, 11:04 PM IST

কলকাতা, 25 মার্চ: জাতীয় ও রাজ্য় স্তরের মুখপাত্রদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস ৷ তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নাম নেই, রাজ্য়ের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের ৷ যা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ দলের অন্দরেই অনেকে বলছেন, ফিরহাদকে ফের একবার বার্তা দিতে চাইলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তবে এবার আর মুখে নয়, রীতিমতো হাতে কলমে ফিরহাদকে শিক্ষা দিলেন তিনি ৷ তৃণমূল দলীয় সূত্রে খবর, দু'দিন আগেই পৌরনিগম ছাড়া অন্য় কোনও বিষয়ে মুখ খুলতে ফিরহাদকে কঠোরভাবে নিষেধ করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেই মতোই চলছিলেন ফিরহাদ নিজেও ৷ কিন্তু ফের শনিবার উদয়ন গুহকে নিয়ে বেফাঁস মন্তব্য় করায় কী তাঁর উপর খাঁড়ার ঘা নামা এল ?

তৃণমূলের জাতীয় স্তরের মুখপাত্রদের তালিকায় 20 জনের নাম রয়েছে। অন্য়দিকে, রাজ্য স্তরের তালিকায় নাম রয়েছে 40 জনের। জাতীয় স্তরের মুখপাত্রদের তালিকায় উল্লেখযোগ্য়ভাবে উত্তরপ্রদেশ, মেঘালয়া সহ অন্য়ান্য় রাজ্যের নেতাদের নামও স্থান পেয়েছে ৷ কীর্তি আজাদ, ললিতেশ ত্রিপাঠী, মুকুল সাংমা, রিপুন বোরা, সুস্মিতা দেবের যেমন নাম রয়েছে, তেমনই এ রাজ্যের অমিত মিত্র, বাবুল সুপ্রিয়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও ব্রায়ান, কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্রদের নামও রয়েছে। রাজ্য স্তরে এই প্রথম বার জায়গা পেয়েছেন নেত্রী দোলা সেন। অন্য়দিকে তৃণমূলের যুব কমিটি থেকে বাদ যাওয়া সুপ্রিয় চন্দের নামও এবার কাটা গিয়েছে (TMC spokespersons List)৷

  • AlTC under the guidance of Hon’ble Chairperson Smt. @MamataOfficial is pleased to announce the list of National Spokespersons and Spokespersons for the state of West Bengal. pic.twitter.com/n0jLvMpxMj

    — All India Trinamool Congress (@AITCofficial) March 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তিহাড় থেকে আসানসোল সংশোধনাগারে ফিরতে চেয়ে আদালতে অনুব্রত

তবে কলকাতার পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের নাম তালিকায় না থাকায় দলের অনেকেই বিস্মিত হয়েছেন ৷ তবে তৃণমূল সূত্রে খবর, এর আগেও কখনও মুখপাত্রদের তালিকায় ফিরহাদের নাম ছিল না ৷ তেমনই এখানেও নেই ৷ কিন্তু বরাবরই নেত্রীর আস্থাভাজন বলেই পরিচিত ফিরহাদ এবং অরূপ ৷ কিন্তু মুখপাত্রদের তালিকায় কেন এঁদের দু'জনের নাম নেই এখন তাই কালীঘাটের অলিন্দে লাখ টাকার প্রশ্ন ৷

কলকাতা, 25 মার্চ: জাতীয় ও রাজ্য় স্তরের মুখপাত্রদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস ৷ তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নাম নেই, রাজ্য়ের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের ৷ যা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ দলের অন্দরেই অনেকে বলছেন, ফিরহাদকে ফের একবার বার্তা দিতে চাইলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তবে এবার আর মুখে নয়, রীতিমতো হাতে কলমে ফিরহাদকে শিক্ষা দিলেন তিনি ৷ তৃণমূল দলীয় সূত্রে খবর, দু'দিন আগেই পৌরনিগম ছাড়া অন্য় কোনও বিষয়ে মুখ খুলতে ফিরহাদকে কঠোরভাবে নিষেধ করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেই মতোই চলছিলেন ফিরহাদ নিজেও ৷ কিন্তু ফের শনিবার উদয়ন গুহকে নিয়ে বেফাঁস মন্তব্য় করায় কী তাঁর উপর খাঁড়ার ঘা নামা এল ?

তৃণমূলের জাতীয় স্তরের মুখপাত্রদের তালিকায় 20 জনের নাম রয়েছে। অন্য়দিকে, রাজ্য স্তরের তালিকায় নাম রয়েছে 40 জনের। জাতীয় স্তরের মুখপাত্রদের তালিকায় উল্লেখযোগ্য়ভাবে উত্তরপ্রদেশ, মেঘালয়া সহ অন্য়ান্য় রাজ্যের নেতাদের নামও স্থান পেয়েছে ৷ কীর্তি আজাদ, ললিতেশ ত্রিপাঠী, মুকুল সাংমা, রিপুন বোরা, সুস্মিতা দেবের যেমন নাম রয়েছে, তেমনই এ রাজ্যের অমিত মিত্র, বাবুল সুপ্রিয়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও ব্রায়ান, কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্রদের নামও রয়েছে। রাজ্য স্তরে এই প্রথম বার জায়গা পেয়েছেন নেত্রী দোলা সেন। অন্য়দিকে তৃণমূলের যুব কমিটি থেকে বাদ যাওয়া সুপ্রিয় চন্দের নামও এবার কাটা গিয়েছে (TMC spokespersons List)৷

  • AlTC under the guidance of Hon’ble Chairperson Smt. @MamataOfficial is pleased to announce the list of National Spokespersons and Spokespersons for the state of West Bengal. pic.twitter.com/n0jLvMpxMj

    — All India Trinamool Congress (@AITCofficial) March 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তিহাড় থেকে আসানসোল সংশোধনাগারে ফিরতে চেয়ে আদালতে অনুব্রত

তবে কলকাতার পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের নাম তালিকায় না থাকায় দলের অনেকেই বিস্মিত হয়েছেন ৷ তবে তৃণমূল সূত্রে খবর, এর আগেও কখনও মুখপাত্রদের তালিকায় ফিরহাদের নাম ছিল না ৷ তেমনই এখানেও নেই ৷ কিন্তু বরাবরই নেত্রীর আস্থাভাজন বলেই পরিচিত ফিরহাদ এবং অরূপ ৷ কিন্তু মুখপাত্রদের তালিকায় কেন এঁদের দু'জনের নাম নেই এখন তাই কালীঘাটের অলিন্দে লাখ টাকার প্রশ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.