ETV Bharat / state

Saugata Roy: পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন তৃণমূলের সৌগত - সৌগত রায়

মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়কে বুধবার স্বাগত জানিয়েছেন দমদমের সাংসদ তৃণমূলের সৌগত রায় ৷ তাঁর দাবি, কমিশনেই আস্থা রেখে বিরোধীদের মূল দাবি খারিজ করে দিয়েছে আদালত ৷

Saugata Roy
Saugata Roy
author img

By

Published : Jun 14, 2023, 1:13 PM IST

Updated : Jun 14, 2023, 2:40 PM IST

কলকাতা, 14 জুন: পঞ্চায়েত নির্বাচন নিয়ে মঙ্গলবার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বুধবার সেই রায়কে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় ৷ তাঁর কথায়, ‘‘এটা ভালো নির্দেশ ৷’’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয় ৷ আগামী 9 জুলাই ভোটগ্রহণ ৷ গত শুক্রবারই শুরু হয় মনোনয়ন প্রক্রিয়া ৷ কিন্তু মনোনয়নের সময়সীমা বৃদ্ধি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক দাবি নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ মঙ্গলবার সেই মামলার রায় দেয় আদালত ৷ ভোটের নির্ঘণ্ট নিয়ে আদালত কোনও আপত্তি তোলেনি ৷ রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা মতোই ভোট হবে বলে জানিয়ে দিয়েছে ৷

  • #WATCH | Kolkata: "Calcutta High Court order on state panchayat election is good. We have always said that we're prepared to have the central forces to supervise the elections...CCTV cameras will be installed in the election booths and civil volunteers won't be deployed for… pic.twitter.com/l8ODgsyzCG

    — ANI (@ANI) June 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর আদালতের এই সিদ্ধান্তকে কমিশনের জয় হিসেবেই দেখছেন দমদমের সাংসদ ৷ তাঁর কথায়, ‘‘মূল আবেদনকারী অধীর চৌধুরী ও শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন বৃদ্ধির দাবি আদালত খারিজ করে দিয়েছে ৷ আদালত ভোট পিছিয়ে দেওয়ার আবেদনও খারিজ করে দিয়েছে ৷ এটা নির্বাচন কমিশনকেই আসলে সমর্থন করা হয়েছে ৷ এটা ভালো ব্যাপার ৷’’

যদিও আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে ৷ স্পর্শকাতর জেলাগুলিতে এই বাহিনী মোতায়েন করতে হবে বলে আদালত জানিয়েছে ৷ এই নিয়ে সৌগত রায়ের বক্তব্য, ‘‘আমরা সবসময় বলেছি যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোটের জন্য আমরা সবসময় প্রস্তুত ৷ এখন নির্দেশ দেওয়া হয়েছে যে সাতটি স্পর্শকাতর জেলায় মোতায়েনের জন্য ৷ হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কমিশন মনে করলে আরও জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে ৷’’

Saugata Roy
পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেসের সৌগত রায়ের বক্তব্য

যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল, সেই মামলায় সব বুথে সিসিটিভি বসানো ও সিভিক ভলান্টিয়ারদের ব্যবহারে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয় ৷ সেই আবেদনে মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ সম্মতি দিয়েছে ৷ এই নিয়ে সৌগত রায়ের বক্তব্য, ‘‘সব বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হবে ৷ সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হবে না ৷’’

আরও পড়ুন: মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের

কলকাতা, 14 জুন: পঞ্চায়েত নির্বাচন নিয়ে মঙ্গলবার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বুধবার সেই রায়কে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় ৷ তাঁর কথায়, ‘‘এটা ভালো নির্দেশ ৷’’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয় ৷ আগামী 9 জুলাই ভোটগ্রহণ ৷ গত শুক্রবারই শুরু হয় মনোনয়ন প্রক্রিয়া ৷ কিন্তু মনোনয়নের সময়সীমা বৃদ্ধি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক দাবি নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ মঙ্গলবার সেই মামলার রায় দেয় আদালত ৷ ভোটের নির্ঘণ্ট নিয়ে আদালত কোনও আপত্তি তোলেনি ৷ রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা মতোই ভোট হবে বলে জানিয়ে দিয়েছে ৷

  • #WATCH | Kolkata: "Calcutta High Court order on state panchayat election is good. We have always said that we're prepared to have the central forces to supervise the elections...CCTV cameras will be installed in the election booths and civil volunteers won't be deployed for… pic.twitter.com/l8ODgsyzCG

    — ANI (@ANI) June 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর আদালতের এই সিদ্ধান্তকে কমিশনের জয় হিসেবেই দেখছেন দমদমের সাংসদ ৷ তাঁর কথায়, ‘‘মূল আবেদনকারী অধীর চৌধুরী ও শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন বৃদ্ধির দাবি আদালত খারিজ করে দিয়েছে ৷ আদালত ভোট পিছিয়ে দেওয়ার আবেদনও খারিজ করে দিয়েছে ৷ এটা নির্বাচন কমিশনকেই আসলে সমর্থন করা হয়েছে ৷ এটা ভালো ব্যাপার ৷’’

যদিও আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে ৷ স্পর্শকাতর জেলাগুলিতে এই বাহিনী মোতায়েন করতে হবে বলে আদালত জানিয়েছে ৷ এই নিয়ে সৌগত রায়ের বক্তব্য, ‘‘আমরা সবসময় বলেছি যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোটের জন্য আমরা সবসময় প্রস্তুত ৷ এখন নির্দেশ দেওয়া হয়েছে যে সাতটি স্পর্শকাতর জেলায় মোতায়েনের জন্য ৷ হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কমিশন মনে করলে আরও জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে ৷’’

Saugata Roy
পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেসের সৌগত রায়ের বক্তব্য

যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল, সেই মামলায় সব বুথে সিসিটিভি বসানো ও সিভিক ভলান্টিয়ারদের ব্যবহারে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয় ৷ সেই আবেদনে মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ সম্মতি দিয়েছে ৷ এই নিয়ে সৌগত রায়ের বক্তব্য, ‘‘সব বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হবে ৷ সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হবে না ৷’’

আরও পড়ুন: মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের

Last Updated : Jun 14, 2023, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.