ETV Bharat / state

নারদকাণ্ডে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ; CBI দপ্তরে প্রসূন, হাজিরা এড়ালেন শোভন - সিবিআই দপ্তরে প্রসূন

আজ হাজির হননি শোভন চট্টোপাধ্যায় । সূত্র জানাচ্ছে, তিনি CBI-কে জানিয়েছেন, ডিভোর্স মামলার আইনি পরামর্শ নিতে তিনি দিল্লিতে রয়েছেন । তাই আজ তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয় ।

প্রসূন ব্যানার্জি
author img

By

Published : Aug 31, 2019, 3:06 PM IST

কলকাতা, 31 অগাস্ট : নারদকাণ্ডে ইতিমধ্যেই 10 জন অভিযুক্তকে তলব করেছে CBI। সেই সূত্রে আজ নিজাম প্যালেসে এলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । তবে হাজিরা এড়ালেন প্রাক্তন মেয়র তথা সদ্য BJP-তে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় । তিনি তদন্তকারীদের কাছে দূত মারফত চিঠি পাঠিয়েছেন ।

নারদ তদন্তে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগেই । আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর CBI প্রথম জেরা করে নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলকে৷ তারপর ডাকা হয় পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে ৷ তদন্তের শুরুর দিকে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদকেও ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অভিযুক্তদের মধ্যে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার ও আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের বাড়ি গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা ৷ CBI সূত্রে খবর, তদন্তের জাল এখন অনেকখানি গুটিয়ে আনা গেছে । শুরু হয়েছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ । আজ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় । তাঁকে কিছু জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে CBI সূত্রে খবর ।

তবে আজ হাজির হননি শোভন চট্টোপাধ্যায় । সূত্র জানাচ্ছে, তিনি CBI-কে জানিয়েছেন, ডিভোর্স মামলার আইনি পরামর্শ নিতে তিনি দিল্লিতে রয়েছেন । তাই আজ তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয় । CBI সূত্রে খবর, আগামী সোম ও মঙ্গলবারও কয়েকজনকে ঢাকা হয়েছে নিজাম প্যালেসে ।

কলকাতা, 31 অগাস্ট : নারদকাণ্ডে ইতিমধ্যেই 10 জন অভিযুক্তকে তলব করেছে CBI। সেই সূত্রে আজ নিজাম প্যালেসে এলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । তবে হাজিরা এড়ালেন প্রাক্তন মেয়র তথা সদ্য BJP-তে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় । তিনি তদন্তকারীদের কাছে দূত মারফত চিঠি পাঠিয়েছেন ।

নারদ তদন্তে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগেই । আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর CBI প্রথম জেরা করে নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলকে৷ তারপর ডাকা হয় পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে ৷ তদন্তের শুরুর দিকে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদকেও ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অভিযুক্তদের মধ্যে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার ও আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের বাড়ি গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা ৷ CBI সূত্রে খবর, তদন্তের জাল এখন অনেকখানি গুটিয়ে আনা গেছে । শুরু হয়েছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ । আজ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় । তাঁকে কিছু জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে CBI সূত্রে খবর ।

তবে আজ হাজির হননি শোভন চট্টোপাধ্যায় । সূত্র জানাচ্ছে, তিনি CBI-কে জানিয়েছেন, ডিভোর্স মামলার আইনি পরামর্শ নিতে তিনি দিল্লিতে রয়েছেন । তাই আজ তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয় । CBI সূত্রে খবর, আগামী সোম ও মঙ্গলবারও কয়েকজনকে ঢাকা হয়েছে নিজাম প্যালেসে ।

Intro:কলকাতা, ৩১ অগাস্ট: নারদ কাণ্ডে ইতিমধ্যেই 10 অভিযুক্তকে তলব করেছে সিবিআই। সেই সূত্রে আজ নিজাম প্যালেসে এলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তবে হাজিরা এড়ালেন প্রাক্তন মেয়র সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়। তিনি তদন্তকারীদের কাছে দূত মারফত চিঠি পাঠালেন।Body:নারদ তদন্তে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগেই। আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর CBI প্রথম জেরা করে নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলকে৷ তারপর ডাকা হয় পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে৷ তদন্তের শুরুর দিকে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদকেও ডেকে পাঠায় সিবিআই৷ অভিযুক্তের মধ্যে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার এবং আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার মাত্র দু’জনের বাড়ি গিয়ে তদন্তকারীরা তাঁদের বয়ান রেকর্ড করেন৷ এঁরা ৷ সিবিআই সূত্রে খবর, তদন্তের জাল এখন অনেকখানি গুটিয়ে আনা গেছে। শুরু হয়েছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ। আজ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর এর নমুনা সংগ্রহ করা হয়। তাকে কিছু জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।Conclusion:তবে আজ হাজির হননি শোভন চট্টোপাধ্যায়। সূত্র জানাচ্ছে, তিনি CBIকে জানিয়েছেন, ডিভোর্স মামলার আইনি পরামর্শ নিতে তিনি দিল্লিতে রয়েছেন। তাই আজ তার পক্ষে যাওয়া সম্ভব নয়। CBI সূত্রে খবর, আগামী সোম এবং মঙ্গলবারও বেশ কয়েকজনকে ঢাকা হয়েছে নিজাম প্যালেসে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.