ETV Bharat / state

Mahua Moitra: নিউজক্লিকের বিরুদ্ধে তদন্ত নিয়ে বিজেপির সমালোচনায় সরব মহুয়া মৈত্র

TMC MP Mahua Moitra on NewsClick Raids: অর্থের বিনিময়ে চিনের হয়ে প্রচার করার অভিযোগে মঙ্গলবার সকাল থেকে নয়াদিল্লিতে নিউজক্লিকের সদর দফতর-30 জায়গায় তল্লাশি চালায় দিল্লি পুলিশ ৷ এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷

Mahua Moitra
Mahua Moitra
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 6:51 PM IST

কলকাতা, 3 অক্টোবর: নিউজক্লিকের দফতর-সহ একাধিক জায়গায় দিল্লি পুলিশের তল্লাশি অভিযানের সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার সকাল থেকে দিল্লির বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান হয় ৷ এই নিয়ে কৃষ্ণনগরের সাংসদের বক্তব্য, ‘‘নতুন ভারত সংবাদমাধ্যমকে গুরুত্ব দিয়ে দেখছে ৷’’

উল্লেখ্য, নিউজক্লিকের বিরুদ্ধে অভিযোগ যে তারা অর্থের বিনিময়ে চিনের হয়ে প্রচার করেছে ৷ সেই কারণে ওই সংস্থা ও সংস্থার সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সন্ত্রাস বিরোধী আইন ইউএপিএ-তে ৷ সেই মামলায় মঙ্গলবার সকাল থেকে দিল্লির 30টি জায়গায় তল্লাশি হয় ৷ ঊর্মিলেশ ও অভিসার শর্মা-সহ একাধিক সাংবাদিককে দিল্লির লোধি রোডের স্পেশাল সেলে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় তাঁদের ৷

এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন মহুয়া মৈত্র ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "প্রবীণ সাংবাদিকদের অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে । তাদের ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে । নিউ ইন্ডিয়া প্রেসকে গুরুত্ব সহকারে নিচ্ছে ।"

Mahua Moitra
নিউজক্লিকের বিরুদ্ধে তদন্ত নিয়ে বিজেপির সমালোচনায় সরব মহুয়া মৈত্র

এ দিন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সরকারি বাসভবনেও তল্লাশি চালায় দিল্লি পুলিশ ৷ নিউজক্লিকের ঘটনায় এক জড়িত সেখানে থাকতেন বলে অভিযোগ ৷ সেই কারণেই তাঁর বাসভবনে তল্লাশি চালানো হয় ৷ সাতসকালে খবরটি সামনে আসার পর হইচই পড়ে অনেকেই এই নিয়ে সমালোচনায় সরব হয় ৷

বিরোধীদের ইন্ডিয়া জোটেও এই নিয়ে সমালোচনায় সরব হয় ৷ তারা এই অভিযানকে কেন্দ্রের জবরদস্তিমূলক পদক্ষেপ বলে অভিযোগ জানানো হয়েছে ৷ বিরোধীদের দাবি, যারা সত্যি বলে তাদের উপর এমন পদক্ষেপ করা হয় ৷ আর যারা বিভাজন ও বিদ্বেষ ছড়ায়, তাদের সঙ্গে এমন করা হয় না ৷

এ দিকে এই তদন্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "তদন্তকারী সংস্থাগুলি তাদের কাজ করছে । সংস্থাগুলি যদি ব্যবস্থা নেয়, তাহলে অবশ্যই তারা উপলব্ধ প্রমাণের ভিত্তিতে তা করবে ।"

  • VIDEO | "The investigative agencies are doing their work. If the agencies are taking actions, then certainly they would have done so on the basis of evidences available," says Union minister @ianuragthakur on Delhi Police action against 'NewsClick'. pic.twitter.com/XZaOmNgrJQ

    — Press Trust of India (@PTI_News) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: নিউজক্লিকে চিনা অর্থের ব্যবহার নিয়ে তদন্তে সীতারাম ইয়েচুরির বাসভবনে দিল্লি পুলিশ

কলকাতা, 3 অক্টোবর: নিউজক্লিকের দফতর-সহ একাধিক জায়গায় দিল্লি পুলিশের তল্লাশি অভিযানের সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার সকাল থেকে দিল্লির বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান হয় ৷ এই নিয়ে কৃষ্ণনগরের সাংসদের বক্তব্য, ‘‘নতুন ভারত সংবাদমাধ্যমকে গুরুত্ব দিয়ে দেখছে ৷’’

উল্লেখ্য, নিউজক্লিকের বিরুদ্ধে অভিযোগ যে তারা অর্থের বিনিময়ে চিনের হয়ে প্রচার করেছে ৷ সেই কারণে ওই সংস্থা ও সংস্থার সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সন্ত্রাস বিরোধী আইন ইউএপিএ-তে ৷ সেই মামলায় মঙ্গলবার সকাল থেকে দিল্লির 30টি জায়গায় তল্লাশি হয় ৷ ঊর্মিলেশ ও অভিসার শর্মা-সহ একাধিক সাংবাদিককে দিল্লির লোধি রোডের স্পেশাল সেলে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় তাঁদের ৷

এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন মহুয়া মৈত্র ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "প্রবীণ সাংবাদিকদের অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে । তাদের ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে । নিউ ইন্ডিয়া প্রেসকে গুরুত্ব সহকারে নিচ্ছে ।"

Mahua Moitra
নিউজক্লিকের বিরুদ্ধে তদন্ত নিয়ে বিজেপির সমালোচনায় সরব মহুয়া মৈত্র

এ দিন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সরকারি বাসভবনেও তল্লাশি চালায় দিল্লি পুলিশ ৷ নিউজক্লিকের ঘটনায় এক জড়িত সেখানে থাকতেন বলে অভিযোগ ৷ সেই কারণেই তাঁর বাসভবনে তল্লাশি চালানো হয় ৷ সাতসকালে খবরটি সামনে আসার পর হইচই পড়ে অনেকেই এই নিয়ে সমালোচনায় সরব হয় ৷

বিরোধীদের ইন্ডিয়া জোটেও এই নিয়ে সমালোচনায় সরব হয় ৷ তারা এই অভিযানকে কেন্দ্রের জবরদস্তিমূলক পদক্ষেপ বলে অভিযোগ জানানো হয়েছে ৷ বিরোধীদের দাবি, যারা সত্যি বলে তাদের উপর এমন পদক্ষেপ করা হয় ৷ আর যারা বিভাজন ও বিদ্বেষ ছড়ায়, তাদের সঙ্গে এমন করা হয় না ৷

এ দিকে এই তদন্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "তদন্তকারী সংস্থাগুলি তাদের কাজ করছে । সংস্থাগুলি যদি ব্যবস্থা নেয়, তাহলে অবশ্যই তারা উপলব্ধ প্রমাণের ভিত্তিতে তা করবে ।"

  • VIDEO | "The investigative agencies are doing their work. If the agencies are taking actions, then certainly they would have done so on the basis of evidences available," says Union minister @ianuragthakur on Delhi Police action against 'NewsClick'. pic.twitter.com/XZaOmNgrJQ

    — Press Trust of India (@PTI_News) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: নিউজক্লিকে চিনা অর্থের ব্যবহার নিয়ে তদন্তে সীতারাম ইয়েচুরির বাসভবনে দিল্লি পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.