ETV Bharat / state

Mahua Slams Shah: রাষ্ট্র গীতের রচয়িতাকে চেনেন না অমিত শাহ, কটাক্ষ মহুয়ার - রবীন্দ্রনাথ ঠাকুর

মঙ্গলবার পেট্রাপোল সীমান্তে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি দুই দেশের জাতীয় সঙ্গীত লেখেন ৷ কিন্তু তিনি জাতীয় সঙ্গীতের বদলে জাতীয় গান কথাটি উল্লেখ করেন ৷ এই নিয়ে শাহকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷

Mahua Slams Shah
Mahua Slams Shah
author img

By

Published : May 9, 2023, 8:55 PM IST

কলকাতা, 9 মে: দেশের জাতীয় গান বা রাষ্ট্রীয় গীত কে লিখেছেন, তা অমিত শাহ জানেন না বলে কটাক্ষ করলেন মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার একটি টুইট করে তৃণমূল কংগ্রেসের এই সাংসদ এই বিষয়ে কটাক্ষ ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে ৷ একই সঙ্গে অমিত শাহকে তাঁর পরামর্শ, ‘‘দয়া করে আবার স্কুলে ভর্তি হোন ৷’’

প্রসঙ্গত, দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সোমবার তিনি কলকাতায় পৌঁছান ৷ মঙ্গলবার সকালে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্য়ে হাজির হন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ৷ সেখানে তিনি রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান ৷ ওই অনুষ্ঠান সেরে তিনি চলে যান উত্তর 24 পরগনার বনগাঁ ৷ সেখানে পেট্রাপোল সীমান্তে স্থলবন্দর কর্তৃপক্ষ ও বিএসএফের একটি অনুষ্ঠানে যোগদান করেন ৷

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র টুইটারে ওই অনুষ্ঠানের একটি ক্লিপিংস পোস্ট করেছেন ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে শোনা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্বে একমাত্র ব্যক্তি যিনি দু’টি দেশের রাষ্ট্রীয় গীত লিখেছিলেন ৷

এই ভিডিয়ো পোস্ট করেই মহুয়া লিখেছেন, ভারতের জাতীয় গান বা রাষ্ট্রীয় গীত হল বন্দেমাতরম ৷ যা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৷ আর বাংলাদেশের আমার সোনার বাংলা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর৷ শেষে মহুয়া মৈত্রর কটাক্ষ, ‘‘ঠাকুর শুনলে আপনাকে বলত ‘যা তা’ ৷ দয়া করে আবার স্কুলে ভর্তি হোন ৷’’

  • Errr…sorry Hon’ble @AmitShah ji but India’s राष्‍ट्रीय गीत is Vande Mataram composed by Bankim Ch Chatterjee while Bangladesh’s is Amar Sonar Bangla by Rabindranath Tagore.

    Tagore would call you a “ যা তা ”. Please go back to school. pic.twitter.com/9CXHxkuSHz

    — Mahua Moitra (@MahuaMoitra) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, বন্দেমাতরম ভারতের জাতীয় গান ৷ আর জাতীয় সঙ্গীত হল জনগণমন ৷ যা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ৷ ওয়াকিবহাল মহলের মতে, জাতীয় সঙ্গীতের বিষয়টিই অমিত শাহ বলতে চেয়েছিলেন ৷ কারণ, ভারত ও বাংলাদেশ উভয় দেশের জাতীয় সঙ্গীতই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ৷ আর সেটা বলতে গিয়েই জাতীয় সঙ্গীতের বদলে জাতীয় গান বলে ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের, অমিত শাহ দেশের অন্যতম হেভিওয়েট নেতা ৷ তার উপর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাই তাঁর এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছিল না ৷ এখন মুখ ফসকে বলে ফেলেছেন ৷ বিতর্ক তো হবেই৷ এ দিন মহুয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসও অমিত শাহকে বিঁধে এই নিয়ে টুইট করে ৷

আরও পড়ুন: ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না, বললেন অমিত শাহ

কলকাতা, 9 মে: দেশের জাতীয় গান বা রাষ্ট্রীয় গীত কে লিখেছেন, তা অমিত শাহ জানেন না বলে কটাক্ষ করলেন মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার একটি টুইট করে তৃণমূল কংগ্রেসের এই সাংসদ এই বিষয়ে কটাক্ষ ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে ৷ একই সঙ্গে অমিত শাহকে তাঁর পরামর্শ, ‘‘দয়া করে আবার স্কুলে ভর্তি হোন ৷’’

প্রসঙ্গত, দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সোমবার তিনি কলকাতায় পৌঁছান ৷ মঙ্গলবার সকালে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্য়ে হাজির হন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ৷ সেখানে তিনি রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান ৷ ওই অনুষ্ঠান সেরে তিনি চলে যান উত্তর 24 পরগনার বনগাঁ ৷ সেখানে পেট্রাপোল সীমান্তে স্থলবন্দর কর্তৃপক্ষ ও বিএসএফের একটি অনুষ্ঠানে যোগদান করেন ৷

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র টুইটারে ওই অনুষ্ঠানের একটি ক্লিপিংস পোস্ট করেছেন ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে শোনা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্বে একমাত্র ব্যক্তি যিনি দু’টি দেশের রাষ্ট্রীয় গীত লিখেছিলেন ৷

এই ভিডিয়ো পোস্ট করেই মহুয়া লিখেছেন, ভারতের জাতীয় গান বা রাষ্ট্রীয় গীত হল বন্দেমাতরম ৷ যা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৷ আর বাংলাদেশের আমার সোনার বাংলা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর৷ শেষে মহুয়া মৈত্রর কটাক্ষ, ‘‘ঠাকুর শুনলে আপনাকে বলত ‘যা তা’ ৷ দয়া করে আবার স্কুলে ভর্তি হোন ৷’’

  • Errr…sorry Hon’ble @AmitShah ji but India’s राष्‍ट्रीय गीत is Vande Mataram composed by Bankim Ch Chatterjee while Bangladesh’s is Amar Sonar Bangla by Rabindranath Tagore.

    Tagore would call you a “ যা তা ”. Please go back to school. pic.twitter.com/9CXHxkuSHz

    — Mahua Moitra (@MahuaMoitra) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, বন্দেমাতরম ভারতের জাতীয় গান ৷ আর জাতীয় সঙ্গীত হল জনগণমন ৷ যা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ৷ ওয়াকিবহাল মহলের মতে, জাতীয় সঙ্গীতের বিষয়টিই অমিত শাহ বলতে চেয়েছিলেন ৷ কারণ, ভারত ও বাংলাদেশ উভয় দেশের জাতীয় সঙ্গীতই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ৷ আর সেটা বলতে গিয়েই জাতীয় সঙ্গীতের বদলে জাতীয় গান বলে ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের, অমিত শাহ দেশের অন্যতম হেভিওয়েট নেতা ৷ তার উপর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাই তাঁর এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছিল না ৷ এখন মুখ ফসকে বলে ফেলেছেন ৷ বিতর্ক তো হবেই৷ এ দিন মহুয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসও অমিত শাহকে বিঁধে এই নিয়ে টুইট করে ৷

আরও পড়ুন: ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না, বললেন অমিত শাহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.