ETV Bharat / state

Mahua Moitra: চব্বিশের প্রচারে ইসরো এখন বিজেপির নির্বাচনী-অস্ত্র, মোদির দলকে নিশানা মহুয়ার - চব্বিশের প্রচারে ইসরো এখন বিজেপির নির্বাচনী অস্ত্র

TMC MP Mahua Moitra slams BJP: বুধবার সন্ধ্যায় প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে ভারত ৷ ইসরোর এই সাফল্যে গর্বিত সারা দেশ ৷ শনিবার বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে ইসরোর দফতরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর অভিযোগ, বিজেপি ইসরোকে নির্বাচনী প্রচারের হাতিয়ার করতে চায় ৷

TMC MP Mahua Moitra slams BJP
মোদির দলকে নিশানা মহুয়ার
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 7:26 PM IST

Updated : Aug 26, 2023, 7:40 PM IST

কলকাতা, 26 অগস্ট: বিদেশ সফর থেকে ফিরে শনিবার সকালে সরাসরি ইসরোর দফতরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চন্দ্রযান-3 মিশনের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান ৷ এই নিয়ে সকাল থেকেই বিজেপি বিরোধী শিবির মোদির বিরুদ্ধে চন্দ্রযানের সাফল্যের কৃতিত্ব হাইজ্যাক করার অভিযোগ তুলেছে ৷ কিন্তু বিকেলের দিকে আরও একধাপ এগিয়ে এই নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর অভিযোগ, বিজেপি এখন ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রচারের হাতিয়ার করতে চায় ৷

সোশাল মিডিয়ায় মহুয়া মৈত্র লিখেছেন, ‘‘ইসরো এখন বিজেপির 2024-এর প্রচারের হাতিয়ার । নির্বাচনের আগে জাতীয়তাবাদী উন্মাদনাকে দৃঢ় করার জন্য প্রতিটি মিশন ব্যবহার করা হবে । মোদি হ্যায় তো মুমকিন হ্যায় ম্যাজিক হিসাবে কয়েক দশক ধরে ভারতীয় বৈজ্ঞানিক গবেষণা প্যাকেজ করার জন্য ভক্ত ও ট্রোল আর্মি সারাক্ষণ কাজ করছে ।’’

শনিবার বিকেল 4টে 58 মিনিটে এই পোস্টটি করেন কৃষ্ণনগরের সাংসদ ৷ সেখানে তিনি আরও একটা লাইন লিখেছেন ৷ সেই লাইনে তিনি বিজেপির এই কৌশলের বিরুদ্ধে ভারতকে সজাগ হওয়ার কথা বলেছেন ৷ একই সঙ্গে স্পষ্ট করেছেন, ‘‘আমি দেশবিরোধী নই ।’’

  • ISRO is now BJP’s 2024 campaign tool. Every mission will be used to whip up nationalistic frenzy before elections.
    Bhakt & troll army working 24-7 to package decades of Indian scientific research as Modi Hai Toh Mumkin Hai magic.

    Wake up, India. And no, I am not anti-national.

    — Mahua Moitra (@MahuaMoitra) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির চেয়ে এখন মহাকাশ বিজ্ঞানের গবেষণায় খরচ কম, দাবি মোদির

তবে শুধু বিকেলের পোস্টেই তিনি বিজেপিকে নিশানা করেননি, এ দিন সকালের দিকেও সোশাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেন ৷ সেখানেও একই ইস্যুতে তিনি বিজেপির সমালোচনা করেছিলেন ৷ সকাল 10টা 7 মিনিটে করা সেই পোস্টে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ করে আক্রমণ করেছিলেন ৷

মহুয়া মৈত্র লেখেন, ‘‘হ্যাঁ, চাঁদে ইসরোর একটি ল্যান্ডার রয়েছে । তাও প্রথমবার নয় । আমরা যেন বিজেপিকে মনে করিয়ে দিতে পারি যে নরেন্দ্র মোদি চাঁদে অবতরণ করেননি । বিজেপি আইটি সেল চন্দ্রযানের জন্য গবেষণা করেনি ।’’

এইটুকু লেখার পর শুধু দু’টো শব্দে বিজেপি ও প্রধানমন্ত্রীকে মোদিকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই সাংসদ ৷ ওই পোস্টের শেষে তিনি লেখেন, ‘‘এমনি বলছি ৷’’

  • Yes, ISRO has a lander on the moon. Not the first time too.
    May we remind BJP that Narendra Modi has not landed on the moon. Nor has BJP IT Cell produced the research behind Chandrayaan.

    Just saying.

    — Mahua Moitra (@MahuaMoitra) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিক্রমের অবতরণ-স্থলের নাম দিলেন 'শিবশক্তি', ইসরোয় বিজ্ঞানীদের শুভেচ্ছা মোদির

কলকাতা, 26 অগস্ট: বিদেশ সফর থেকে ফিরে শনিবার সকালে সরাসরি ইসরোর দফতরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চন্দ্রযান-3 মিশনের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান ৷ এই নিয়ে সকাল থেকেই বিজেপি বিরোধী শিবির মোদির বিরুদ্ধে চন্দ্রযানের সাফল্যের কৃতিত্ব হাইজ্যাক করার অভিযোগ তুলেছে ৷ কিন্তু বিকেলের দিকে আরও একধাপ এগিয়ে এই নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর অভিযোগ, বিজেপি এখন ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রচারের হাতিয়ার করতে চায় ৷

সোশাল মিডিয়ায় মহুয়া মৈত্র লিখেছেন, ‘‘ইসরো এখন বিজেপির 2024-এর প্রচারের হাতিয়ার । নির্বাচনের আগে জাতীয়তাবাদী উন্মাদনাকে দৃঢ় করার জন্য প্রতিটি মিশন ব্যবহার করা হবে । মোদি হ্যায় তো মুমকিন হ্যায় ম্যাজিক হিসাবে কয়েক দশক ধরে ভারতীয় বৈজ্ঞানিক গবেষণা প্যাকেজ করার জন্য ভক্ত ও ট্রোল আর্মি সারাক্ষণ কাজ করছে ।’’

শনিবার বিকেল 4টে 58 মিনিটে এই পোস্টটি করেন কৃষ্ণনগরের সাংসদ ৷ সেখানে তিনি আরও একটা লাইন লিখেছেন ৷ সেই লাইনে তিনি বিজেপির এই কৌশলের বিরুদ্ধে ভারতকে সজাগ হওয়ার কথা বলেছেন ৷ একই সঙ্গে স্পষ্ট করেছেন, ‘‘আমি দেশবিরোধী নই ।’’

  • ISRO is now BJP’s 2024 campaign tool. Every mission will be used to whip up nationalistic frenzy before elections.
    Bhakt & troll army working 24-7 to package decades of Indian scientific research as Modi Hai Toh Mumkin Hai magic.

    Wake up, India. And no, I am not anti-national.

    — Mahua Moitra (@MahuaMoitra) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির চেয়ে এখন মহাকাশ বিজ্ঞানের গবেষণায় খরচ কম, দাবি মোদির

তবে শুধু বিকেলের পোস্টেই তিনি বিজেপিকে নিশানা করেননি, এ দিন সকালের দিকেও সোশাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেন ৷ সেখানেও একই ইস্যুতে তিনি বিজেপির সমালোচনা করেছিলেন ৷ সকাল 10টা 7 মিনিটে করা সেই পোস্টে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ করে আক্রমণ করেছিলেন ৷

মহুয়া মৈত্র লেখেন, ‘‘হ্যাঁ, চাঁদে ইসরোর একটি ল্যান্ডার রয়েছে । তাও প্রথমবার নয় । আমরা যেন বিজেপিকে মনে করিয়ে দিতে পারি যে নরেন্দ্র মোদি চাঁদে অবতরণ করেননি । বিজেপি আইটি সেল চন্দ্রযানের জন্য গবেষণা করেনি ।’’

এইটুকু লেখার পর শুধু দু’টো শব্দে বিজেপি ও প্রধানমন্ত্রীকে মোদিকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই সাংসদ ৷ ওই পোস্টের শেষে তিনি লেখেন, ‘‘এমনি বলছি ৷’’

  • Yes, ISRO has a lander on the moon. Not the first time too.
    May we remind BJP that Narendra Modi has not landed on the moon. Nor has BJP IT Cell produced the research behind Chandrayaan.

    Just saying.

    — Mahua Moitra (@MahuaMoitra) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিক্রমের অবতরণ-স্থলের নাম দিলেন 'শিবশক্তি', ইসরোয় বিজ্ঞানীদের শুভেচ্ছা মোদির

Last Updated : Aug 26, 2023, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.