ETV Bharat / state

নাগরিকত্ব বিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ - তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র

নাগরিকত্ব সংশোধন আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ৷

Mahua Maitra
মহুয়া মৈত্র
author img

By

Published : Dec 13, 2019, 11:20 AM IST

Updated : Dec 13, 2019, 1:05 PM IST

দিল্লি,13 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধন আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই আবেদনের দ্রুত শুনানির আর্জি প্রত্যাখ্যান করেছে । বিষয়টি সুপ্রিম কোর্টের মেনশনিং অফিসারের কাছে জানাতে বলা হয়েছে মহুয়া মৈত্রর আইনজীবীকে ৷

সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয় ৷ এরপর বুধবার বিলটি পাশ হয় রাজ্যসভায় ৷ গতকাল বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ অসম, ত্রিপুরায় নাগরিকত্ব বিলের বিরোধিতায় রাস্তায় নেমেছে মানুষ ৷ গতকাল অসমে পুলিশের গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে ৷

এই অবস্থায় নাগরিকত্ব সংশোধনী বিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল এই সাংসদ ৷ তাঁর আইনজীবী আবেদনটির দ্রুত শুনানির আর্জি জানান ৷ তবে সেই আর্জি খারিজ করেন প্রধান বিচারপতি ৷ তার পরিবর্তে আবেদনের শুনানির তারিখ পেতে মেনশনিং অফিসারের সঙ্গে কথা বলতে বলেন ৷

এর আগে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ৷

দিল্লি,13 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধন আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই আবেদনের দ্রুত শুনানির আর্জি প্রত্যাখ্যান করেছে । বিষয়টি সুপ্রিম কোর্টের মেনশনিং অফিসারের কাছে জানাতে বলা হয়েছে মহুয়া মৈত্রর আইনজীবীকে ৷

সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয় ৷ এরপর বুধবার বিলটি পাশ হয় রাজ্যসভায় ৷ গতকাল বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ অসম, ত্রিপুরায় নাগরিকত্ব বিলের বিরোধিতায় রাস্তায় নেমেছে মানুষ ৷ গতকাল অসমে পুলিশের গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে ৷

এই অবস্থায় নাগরিকত্ব সংশোধনী বিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল এই সাংসদ ৷ তাঁর আইনজীবী আবেদনটির দ্রুত শুনানির আর্জি জানান ৷ তবে সেই আর্জি খারিজ করেন প্রধান বিচারপতি ৷ তার পরিবর্তে আবেদনের শুনানির তারিখ পেতে মেনশনিং অফিসারের সঙ্গে কথা বলতে বলেন ৷

এর আগে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ৷

New Delhi, Dec 12 (ANI): Union Minister of State for Development of North Eastern Region Jitendra Singh attacked the Congress for fanning violence in the Northeast states. He said, "Misleading statements made by Rahul Gandhi yesterday tend to fish in troubled waters of Brahmaputra and trying to seek crutches of some of disgruntled elements to revive their fortune." Earlier, Congress leader Rahul Gandhi had tweeted, 'The CAB is an attempt by Modi-Shah Government to ethnically cleanse the North East. It is a criminal attack on the North East, their way of life and the idea of India'.
Last Updated : Dec 13, 2019, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.