কলকাতা , 26 ডিসেম্বর : "কোনও রাষ্ট্রনেতা যদি অসদোপায়ে, উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করেন, তাহলে দেশের অকল্যাণ হয় । মনে রাখতে হবে লম্বা দাড়ি রেখে হলুদ জামা পরলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না । " আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে নাম না করে নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার । পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গুন্ডা ও দুষ্কৃতী বলে আক্রমণ করেন তিনি ।
সম্প্রতি বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি । অন্যদিকে, বিশ্বভারতীর উপাচার্যের স্বাক্ষর করা একটি চিঠি দেখা যাচ্ছে। সেই অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে । সেইসঙ্গে অমর্ত্য সেনের বাড়ি নিয়ে বিতর্ক তৈরি হয় । অমর্ত্য সেন সহ অনেকেই বিশ্বভারতীর জমি দখল করে আছেন ৷ এই অভিযোগে সম্প্রতি রাজ্য সরকারকে একটি চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এর তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী । অমর্ত্য সেনের পাশে থাকার আশ্বাস দেন তিনি ।
অন্যদিকে, দিলীপ ঘোষ অমর্ত্য সেনকে কারও দ্বারা প্রভাবিত না হওয়ার বার্তা দেন । এই বিষয়ে তৃণমূল-বিজেপির মধ্যে তরজা তুঙ্গে। এবার এই বিষয় নিয়ে বিজেপিকে আক্রমণ করে কাকলি ঘোষদস্তিদার বলেন, "মিথ্যাবাদী ভারতীয় জনতা পার্টির নেতারা দেশটাকে একটা হার্মাদ বাহিনীর আস্তানা হিসাবে তৈরি করেছেন । সেটা উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা দেখলেই বোঝা যায় । "
সেইসঙ্গে রাজ্য সরকারের কর্মসূচি "দুয়ারে সরকার"-এর প্রশংসা করেন তিনি । তাঁর দাবি, পশ্চিমবঙ্গেই নারীরা সবথেকে বেশি সুরক্ষিত। কৃষি আইন নিয়ে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন ," ইতিমধ্যেই 45 জন কৃষকের মৃত্যু হয়েছে । গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি । অগণতান্ত্রিকভাবে কৃষি আইন পাস করানো হয় । "
আরও পড়ুন, শুভেন্দুকে ব্লক স্তরের নেতার সঙ্গে তুলনা পার্থর
অন্যদিকে, দিলীপ ঘোষকেও আজ আক্রমণ করেন তিনি । বলেন, "একজন হিংসাশ্রয়ী দলের হিংসাশ্রয়ী মানুষ । লেখাপড়ার সার্টিফিকেট নাকি ভুয়ো । পড়াশোনা জানেন না । সংস্কৃতি জানেন না । তিনি তো একজন গুন্ডা । একজন গুন্ডা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন । উনি প্ররোচনা দিয়ে বাংলায় অশান্তির চেষ্টা করছেন । সবচেয়ে আগে ওঁকে গ্রেপ্তার করা উচিত । যেভাবে খুনের হুমকি দিচ্ছেন , আমি বলতে পারি উনি একজন দুষ্কৃতী । "