কলকাতা, 10 মে: দুঃখ প্রকাশ করে খুড়তুতো ভাইয়ের বাড়িতে রেশন পৌঁছে দিলেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ দেব । আজ কেশপুরের মহিষদা গ্রামের কাকার পরিবারের কাছে রেশন পৌঁছে দেওয়ার ছবি টুইট করেন এই অভিনেতা-সাংসদ । দেবের প্রয়াত কাকা বিষ্ণুপদ অধিকারীর ছেলে বিক্রম ত্রাণ পাননি বলে অভিযোগ করেছিলেন । বলেছিলেন তৃণমূলের পরিবর্তে CPI(M) কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে ত্রাণ দিয়েছেন । এই খবর চাউর হতেই ঘাটালের সাংসদ তথা জ্যাঠতুতো দাদা দেব নড়েচড়ে বসেন । ব্যবস্থা করেন ত্রাণ পৌঁছে দেওয়ার ।
তবে এ প্রসঙ্গে দেব কোনও বিতর্কে যেতে চাননি । বরং প্রতিনিধি পাঠিয়ে কাকার বাড়িতে খাবার পৌঁছে দিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি । এমনকী সেই ছবিও সকলের কাছে তুলে ধরেছেন দেব । প্রসঙ্গত, 2014 সাল থেকে ঘাটালের সাংসদ রয়েছেন দেব । প্রথমবার ভোটে দাঁড়িয়ে কাকার বাড়িতে গিয়েছিলেন তিনি । কাকা ও কাকিমাকে প্রণাম করেছিলেন । স্থানীয় CPM নেতৃত্বকে বার্তা দিয়েছিলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার । এবারে যখন কাকার ছেলে ত্রাণ নিয়ে অসহযোগিতার অভিযোগ তুললেন তখনও বিতর্ক এড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দেব ।