ETV Bharat / state

Derek O'Brien: অনেক হয়েছে মন কি বাত, এবার চাই মণিপুর কি বাত; ডেরেকের নিশানায় মোদি

author img

By

Published : Jul 19, 2023, 8:00 PM IST

সংসদের বাদল অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে মণিপুরে হিংসা নিয়ে বিবৃতি চায় বিরোধীরা ৷ বুধবার এই নিয়ে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ তাঁর বক্তব্য, অনেক হয়েছে মন কি বাত, এবার চাই মণিপুর কি বাত ৷

Derek O'Brien
Derek O'Brien

কলকাতা, 19 জুলাই: আগামিকাল, বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন ৷ বিরোধীরা চাইছে এই অধিবেশনে মণিপুরের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাই অধিবশেন শুরুর আগেরদিনের বিকেলে এই নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন ৷ তিনি বলেন, ‘‘অনেক হয়েছে মন কি বাত ৷ আমরা শুনতে চাই মণিপুর কি বাত ৷’’

মণিপুরে হিংসা: গত 3 মে থেকে মণিপুরের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে ৷ এখনও পর্যন্ত সেখানে প্রাণ গিয়েছে শতাধিক মানুষের ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ মূলত, সেখানকার মেইতে সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্ত করার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন থেকেই মণিপুরের পরিস্থিতি খারাপ হতে শুরু করে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই রাজ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছে, আধা সামরিক বাহিনী নামিয়েও পরিস্থিতি আয়ত্তে আনা যাচ্ছে না ৷ যদিও প্রশাসনের দাবি, পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে ৷

আরও পড়ুন: সংসদে মণিপুর নিয়ে আলোচনা চায় কংগ্রেস, সর্বদলীয় বৈঠকে দাবি অধীরের

প্রধানমন্ত্রীকে মোদিকে আক্রমণ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের: মণিপুরে হিংসা শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করছে বিরোধীরা ৷ কেন্দ্রীয় সরকার মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে উপযুক্ত পদক্ষেপ করছে না বলে বিরোধীদের দাবি ৷ এই পরিস্থিতিতে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে ৷ বুধবার ডেরেক ও’ব্রায়েনের বক্তব্যে স্পষ্ট যে তাঁরা কেন্দ্রকে এই ইস্যুতে কোণঠাসা করতে মরিয়া ৷

এ দিন বিকেলে টুইটারে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন ডেরেক ও’ব্রায়েন ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমরা চাই আপনি লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দিন ৷ আপনাকে সংসদে বিবৃতি দিতেই হবে ৷ অনেক হয়েছে মন কি বাত ৷ আমরা শুনতে চাই মণিপুর কি বাত ৷ যদি আপনি মণিপুর নিয়ে কথা না বলেন, তাহলে সংসদে বিশৃঙ্খলা তৈরির জন্য আপনাকেই অভিযুক্ত করা হবে ৷ আপনি চান না সংসদ চলুক ৷ সেই কারণেই আপনি মণিপুর নিয়ে কোনও কথা বলতে চান না ৷’’

মণিপুরে তৃণমূলের প্রতিনিধি দল: মণিপুরে আগুন জ্বলার পর থেকেই ওই রাজ্যে যেতে চাইছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এই নিয়ে চিঠিও লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ তৃণমূলের অভিযোগ, সেই চিঠির কোনও উত্তর কেন্দ্রের তরফে দেওয়া হয়নি ৷ যদিও জুন মাসে চিঠি লিখেছিলেন মমতা ৷ তার পর জুলাইয়ের গোড়ায় তৃণমূল জানায় যে ওই রাজ্যে যাবে তাদের প্রতিনিধি দল ৷ গত সপ্তাহেই ওই প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল ৷ কিন্তু মণিপুর সরকারের অনুরোধে সেই সফরের দিন নির্ধারিত হয় 19 জুলাই ৷

আরও পড়ুন: হেলিকপ্টার নিয়ে অনিশ্চয়তা, মণিপুরে রওনা তৃণমূলের পাঁচ প্রতিনিধির

সেই মতো প্রতিনিধি দলের সদস্যরা বুধবার মণিপুরে পৌঁছেছেন ৷ তৃণমূলের ওই প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যসভার তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন ও সুস্মিতা দেব এবং লোকসভার দুই সাংসদ কাকলি ঘোষদস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ৷ একটি ভিডিয়ো বার্তায় সুস্মিতা দেব জানিয়েছেন যে তাঁরা মণিপুরে ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষের সঙ্গেই দেখা করতে চান ৷ সাক্ষাৎ করতে চান মণিপুরের রাজ্যপালের সঙ্গেও ৷ তাঁরা মণিপুর সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন, যাতে সুষ্ঠুভাবে তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন ৷

কলকাতা, 19 জুলাই: আগামিকাল, বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন ৷ বিরোধীরা চাইছে এই অধিবেশনে মণিপুরের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাই অধিবশেন শুরুর আগেরদিনের বিকেলে এই নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন ৷ তিনি বলেন, ‘‘অনেক হয়েছে মন কি বাত ৷ আমরা শুনতে চাই মণিপুর কি বাত ৷’’

মণিপুরে হিংসা: গত 3 মে থেকে মণিপুরের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে ৷ এখনও পর্যন্ত সেখানে প্রাণ গিয়েছে শতাধিক মানুষের ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ মূলত, সেখানকার মেইতে সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্ত করার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন থেকেই মণিপুরের পরিস্থিতি খারাপ হতে শুরু করে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই রাজ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছে, আধা সামরিক বাহিনী নামিয়েও পরিস্থিতি আয়ত্তে আনা যাচ্ছে না ৷ যদিও প্রশাসনের দাবি, পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে ৷

আরও পড়ুন: সংসদে মণিপুর নিয়ে আলোচনা চায় কংগ্রেস, সর্বদলীয় বৈঠকে দাবি অধীরের

প্রধানমন্ত্রীকে মোদিকে আক্রমণ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের: মণিপুরে হিংসা শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করছে বিরোধীরা ৷ কেন্দ্রীয় সরকার মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে উপযুক্ত পদক্ষেপ করছে না বলে বিরোধীদের দাবি ৷ এই পরিস্থিতিতে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে ৷ বুধবার ডেরেক ও’ব্রায়েনের বক্তব্যে স্পষ্ট যে তাঁরা কেন্দ্রকে এই ইস্যুতে কোণঠাসা করতে মরিয়া ৷

এ দিন বিকেলে টুইটারে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন ডেরেক ও’ব্রায়েন ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমরা চাই আপনি লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দিন ৷ আপনাকে সংসদে বিবৃতি দিতেই হবে ৷ অনেক হয়েছে মন কি বাত ৷ আমরা শুনতে চাই মণিপুর কি বাত ৷ যদি আপনি মণিপুর নিয়ে কথা না বলেন, তাহলে সংসদে বিশৃঙ্খলা তৈরির জন্য আপনাকেই অভিযুক্ত করা হবে ৷ আপনি চান না সংসদ চলুক ৷ সেই কারণেই আপনি মণিপুর নিয়ে কোনও কথা বলতে চান না ৷’’

মণিপুরে তৃণমূলের প্রতিনিধি দল: মণিপুরে আগুন জ্বলার পর থেকেই ওই রাজ্যে যেতে চাইছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এই নিয়ে চিঠিও লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ তৃণমূলের অভিযোগ, সেই চিঠির কোনও উত্তর কেন্দ্রের তরফে দেওয়া হয়নি ৷ যদিও জুন মাসে চিঠি লিখেছিলেন মমতা ৷ তার পর জুলাইয়ের গোড়ায় তৃণমূল জানায় যে ওই রাজ্যে যাবে তাদের প্রতিনিধি দল ৷ গত সপ্তাহেই ওই প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল ৷ কিন্তু মণিপুর সরকারের অনুরোধে সেই সফরের দিন নির্ধারিত হয় 19 জুলাই ৷

আরও পড়ুন: হেলিকপ্টার নিয়ে অনিশ্চয়তা, মণিপুরে রওনা তৃণমূলের পাঁচ প্রতিনিধির

সেই মতো প্রতিনিধি দলের সদস্যরা বুধবার মণিপুরে পৌঁছেছেন ৷ তৃণমূলের ওই প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যসভার তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন ও সুস্মিতা দেব এবং লোকসভার দুই সাংসদ কাকলি ঘোষদস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ৷ একটি ভিডিয়ো বার্তায় সুস্মিতা দেব জানিয়েছেন যে তাঁরা মণিপুরে ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষের সঙ্গেই দেখা করতে চান ৷ সাক্ষাৎ করতে চান মণিপুরের রাজ্যপালের সঙ্গেও ৷ তাঁরা মণিপুর সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন, যাতে সুষ্ঠুভাবে তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.