ETV Bharat / state

শুল্ক দপ্তরের সমন এড়াতে হাইকোর্টে অভিষেকের স্ত্রী, আজ মামলার শুনানি

শুল্ক দপ্তরের পাঠানো সমনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা। আজ এই মামলার শুনানি।

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Apr 4, 2019, 1:25 PM IST

কলকাতা, 4 এপ্রিল : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল শুল্ক দপ্তর। 2 এপ্রিল(মঙ্গলবার) শুল্ক দপ্তরের পাঠানো সমনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন রুজিরা। আজ এই মামলার শুনানি।

ব্যাঙ্কক থেকে কলকাতা ফেরার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ব্যাগ থেকে নাকি দু'কেজি সোনা পাওয়া যায়। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয় রাজ্য-রাজনীতি। সাংবাদিক বৈঠক করে স্ত্রী'র পাশে দাঁড়ান অভিষেক। থাইল্যান্ডের বাসিন্দা রুজিরা পরিচয় গোপন করে ও ভুল তথ্য দিয়ে এদেশের পরিচয়পত্র বানিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ২৯ মার্চ রুজিরাকে শোকজ় নোটিশ পাঠান স্বরাষ্ট্রমন্ত্রকের উপসচিব মনোজ কুমার ঝা।

এদিকে অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে FIR করেছিল শুল্ক দপ্তর। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় শুল্ক আইন ১৯৬২-র ১৮০ ধারায় সমন পাঠানো হয়। সমনের উপর স্থগিতাদেশ করে মামলা করেন রুজিরা। মামলাটি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে ওঠে। গতকাল এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্ত সামান্য শুনানির পর বিচারপতি জানান এই মামলার শুনানি হবে আজ।

কলকাতা, 4 এপ্রিল : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল শুল্ক দপ্তর। 2 এপ্রিল(মঙ্গলবার) শুল্ক দপ্তরের পাঠানো সমনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন রুজিরা। আজ এই মামলার শুনানি।

ব্যাঙ্কক থেকে কলকাতা ফেরার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ব্যাগ থেকে নাকি দু'কেজি সোনা পাওয়া যায়। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয় রাজ্য-রাজনীতি। সাংবাদিক বৈঠক করে স্ত্রী'র পাশে দাঁড়ান অভিষেক। থাইল্যান্ডের বাসিন্দা রুজিরা পরিচয় গোপন করে ও ভুল তথ্য দিয়ে এদেশের পরিচয়পত্র বানিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ২৯ মার্চ রুজিরাকে শোকজ় নোটিশ পাঠান স্বরাষ্ট্রমন্ত্রকের উপসচিব মনোজ কুমার ঝা।

এদিকে অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে FIR করেছিল শুল্ক দপ্তর। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় শুল্ক আইন ১৯৬২-র ১৮০ ধারায় সমন পাঠানো হয়। সমনের উপর স্থগিতাদেশ করে মামলা করেন রুজিরা। মামলাটি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে ওঠে। গতকাল এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্ত সামান্য শুনানির পর বিচারপতি জানান এই মামলার শুনানি হবে আজ।

Intro:হাইকোর্টের নির্দেশের পাচ দিনের মধ্যেই পেনশনের টাকা পেলেন এক প্রতিবন্ধী কলেজ ছা। Body:মানস নস্কর---

হাইকোর্টের নির্দেশের পাচ দিনের মধ্যে প্রতিবন্ধী পেনশন চালু হল এক কলেজ ছাত্রীর

কলকাতা ৩০ মার্চঃ
গত ২৬ মার্চ বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দিয়েছিলেন , আগামী সাতদিনের মধ্যে প্রতিবন্ধী কলেজ ছাত্রীকে পেনশনের টাকা দেওয়া না হলে হাইকোর্ট যতটা কড়া পদক্ষেপ নেওয়ার নেবে। আর এই নির্দেশের কয়েকদিন পেরতে না পেরোতেই আজ সকালে মেয়েটির ব্যাঙ্ক একাউন্টে ঢুকলো পেনশনের টাকা। এবার থেকে প্রতিমাসে তিনি পেনশন পাবেন।এর আগে ২৬ মার্চ সরকারি তরফে আশ্বাস দেওয়ার পরও বিচারপতি জানান,যতক্ষণ মেয়েটি টাকা না পাচ্ছে ততক্ষণ তিনি সন্তুষ্ট নন। সেই জন্য মামলাটির শুনানি এক সপ্তাহের জন্য মুলতুবি করাহল। তার মধ্যে মেয়েটির ব্যাংক একাউন্টে যদি পেনশনের টাকা না ঢোকে যত কড়া পদক্ষেপ নেওয়ার নেওয়া হবে।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর আরাপাচ গ্রামের বাসিন্দা দীপা মণ্ডল ১০০ শতাংশ প্রতিবন্ধী। সোনারপুর কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। মা পূর্ণিমা মণ্ডল সামান্য কাজ করে সংসার চালান।কারন ওর বাবা ওদের দেখাশোনা করে না।পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প আছে যার নাম পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী পেনশন প্রকল্প ২০১০। প্রকল্পে বলা আছে, যারা ৬০ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধী, এবং পারিবারিক মাসিক আয় যদি মাসে ১ হাজার টাকার কম হয়, তাহলে সেই সমস্ত পরিবারের লোকজন এই প্রকল্পের সুবিধা পাবেন।

মামলাকারী পুর্ণিমা মণ্ডলের আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরী জানালেন, "২০১০ থেকেই দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেছেন আমার মক্কেল।BDO,SDO,DMকিন্ত কোন সুরাহা পান নি।অবশেষে ২০১৭ সালের শেষের দিকে হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি দেবাংশু বসাক ২০১৭ সালের ২১ ডিসেম্বর বিডিও সোনারপুরকে নির্দেশ দেন পূর্ণিমা মণ্ডলের সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে যদি উপজুক্ত হন তাহলে এক মাসের মধ্যে প্রয়োজনীয় পেনশনের ব্যাবস্থা করতে।কিন্ত এতদিন হয়ে গেলেও সেটা কার্জকর না করায় চলতি মাসের প্রথম সপ্তাহে পূর্ণিমা মণ্ডল আবার হাইকোর্টের দ্বারস্থ হন।"

২৬ মার্চ মামলাটির শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাকের সিংগল বেঞ্চে। মামলাকারীর তরফে আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরী সমস্ত ঘটনা ও নথিপত্র দেখান।পাশাপাশি সরকারি তরফে আইনজীবী জানান, "আমরা ইতিমধ্যেই সুপারিশ পাঠিয়েছি।সেটা অনুমোদন ও হয়ে গেছে। খুব শীঘ্রই এই পেনশন চালু হবে।" কিন্ত বিচারপতি দেবাংশু বসাক সমস্ত কিছু খতিয়ে দেখার পর জানান, এগুলো সবই হয়েছে মামলা দাখিল হওয়ার পর। তাই যতক্ষণ না মেয়েটি টাকাটা পাচ্ছে ততক্ষণ আমি সন্তুষ্ট নই। এবং এক সপ্তাহের মধ্যে টাকা না পেলে কঠিন ব্যাবস্থা নেওয়া হবে।Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.