কলকাতা, 4 এপ্রিল : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল শুল্ক দপ্তর। 2 এপ্রিল(মঙ্গলবার) শুল্ক দপ্তরের পাঠানো সমনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন রুজিরা। আজ এই মামলার শুনানি।
ব্যাঙ্কক থেকে কলকাতা ফেরার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ব্যাগ থেকে নাকি দু'কেজি সোনা পাওয়া যায়। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয় রাজ্য-রাজনীতি। সাংবাদিক বৈঠক করে স্ত্রী'র পাশে দাঁড়ান অভিষেক। থাইল্যান্ডের বাসিন্দা রুজিরা পরিচয় গোপন করে ও ভুল তথ্য দিয়ে এদেশের পরিচয়পত্র বানিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ২৯ মার্চ রুজিরাকে শোকজ় নোটিশ পাঠান স্বরাষ্ট্রমন্ত্রকের উপসচিব মনোজ কুমার ঝা।
এদিকে অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে FIR করেছিল শুল্ক দপ্তর। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় শুল্ক আইন ১৯৬২-র ১৮০ ধারায় সমন পাঠানো হয়। সমনের উপর স্থগিতাদেশ করে মামলা করেন রুজিরা। মামলাটি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে ওঠে। গতকাল এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্ত সামান্য শুনানির পর বিচারপতি জানান এই মামলার শুনানি হবে আজ।