ETV Bharat / state

Abhishek Banerjee: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ভিডিয়ো টুইট, বিজেপি প্রত্যাখ্যানের ডাক অভিষেকের - বিজেপি

তৃণমূল সরকারের দাবি, বিজেপির নবান্ন অভিযান মেগা ফ্লপ ৷ অন্যদিকে মহাত্মা গান্ধি রোডে পুলিশের গাড়িতে বিজেপি কর্মী, সমর্থকরা আগুন লাগাচ্ছেন ৷ এমন ভিডিয়ো টুইট করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 14, 2022, 8:14 AM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: মিছিল নগরী কলকাতা । অনেকে ভালোবেসে বলেন তিলোত্তমা । মঙ্গলবার নবান্ন অভিযানের হাত ধরে শহর ভয়াবহ রূপ নিল । গেরুয়া শিবিরের 'নবান্ন চলো'র নামে রাজ্য যা দেখল, তাকে রাজনৈতিক তাণ্ডব ছাড়া আর কিই বা বলা চলে ! অভিযোগ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC MP Abhishek Banerjee urges India to reject BJP after Nabanna March) ।

গতকাল দিনের শুরু থেকে শাসকদল নিজেদের সংযত রেখেছে বলে দাবি করেছে । বিরোধী দলের এই কর্মসূচি রুখতে রাজপথে দেখা যায়নি তৃণমূলের কর্মী-সমর্থকদের । পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ-প্রশাসন । 13 সেপ্টেম্বর, দিনের শেষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি নিয়ে বিজেপিকে প্রবল ভাবে কটাক্ষ করেন ।

আরও পড়ুন: নেতাদের ছাড়াই নবান্ন অভিযানে ধুন্ধুমার বাঁধালেন কর্মী-সমর্থকরা

অভিযানের শেষ বেলায় লালবাজারের অনতিদূরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিজেপি সমর্থকেরা ৷ তার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কংগ্রেস সাংসদ টুইট (Abhishek Banerjee tweets over BJP Nabanna Abhijan) করে লিখেছেন,"আজ শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশ বিজেপির কয়েক ঝলক দেখল ! দুষ্কৃতীরা আমাদের সিটি অফ জয়ে কী করতে পারে ! আমাদের এটা ভাবলেও শিহরণ হচ্ছে যে, ওরা ক্ষমতায় এলে কী করবে ৷ পশ্চিমবঙ্গ ওদের (বিজেপি) প্রত্যাখ্যান করেছে, তাই ধন্যবাদ ৷ এবার সেই সময় এসেছে, যখন সারা দেশ ওদের প্রত্যাখ্যান করবে ৷"

  • Today, not just Bengal but the nation saw a glimpse of what @BJP4Bengal hooligans are capable of doing to our City of Joy.

    We shudder to imagine what they would’ve done had they come to power.

    WB, thank you for rejecting them!

    Now, it’s TIME FOR INDIA TO REJECT THEM! pic.twitter.com/zH7IZnEoK1

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নবান্ন অভিযানের ছবি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টুইট করে রাজ্য বিজেপিকে আক্রমণ করেছেন ৷ অন্যদিকে, তাতে কৌশলগতভাবে 2024-এর লোকসভা নির্বাচনের ইঙ্গিতও রয়েছে ।

আরও পড়ুন: মমতার চোখে গুরুত্বহীন বিজেপির নবান্ন অভিযান, মেগা ফ্লপ বলছে তৃণমূল

কলকাতা, 14 সেপ্টেম্বর: মিছিল নগরী কলকাতা । অনেকে ভালোবেসে বলেন তিলোত্তমা । মঙ্গলবার নবান্ন অভিযানের হাত ধরে শহর ভয়াবহ রূপ নিল । গেরুয়া শিবিরের 'নবান্ন চলো'র নামে রাজ্য যা দেখল, তাকে রাজনৈতিক তাণ্ডব ছাড়া আর কিই বা বলা চলে ! অভিযোগ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC MP Abhishek Banerjee urges India to reject BJP after Nabanna March) ।

গতকাল দিনের শুরু থেকে শাসকদল নিজেদের সংযত রেখেছে বলে দাবি করেছে । বিরোধী দলের এই কর্মসূচি রুখতে রাজপথে দেখা যায়নি তৃণমূলের কর্মী-সমর্থকদের । পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ-প্রশাসন । 13 সেপ্টেম্বর, দিনের শেষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি নিয়ে বিজেপিকে প্রবল ভাবে কটাক্ষ করেন ।

আরও পড়ুন: নেতাদের ছাড়াই নবান্ন অভিযানে ধুন্ধুমার বাঁধালেন কর্মী-সমর্থকরা

অভিযানের শেষ বেলায় লালবাজারের অনতিদূরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিজেপি সমর্থকেরা ৷ তার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কংগ্রেস সাংসদ টুইট (Abhishek Banerjee tweets over BJP Nabanna Abhijan) করে লিখেছেন,"আজ শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশ বিজেপির কয়েক ঝলক দেখল ! দুষ্কৃতীরা আমাদের সিটি অফ জয়ে কী করতে পারে ! আমাদের এটা ভাবলেও শিহরণ হচ্ছে যে, ওরা ক্ষমতায় এলে কী করবে ৷ পশ্চিমবঙ্গ ওদের (বিজেপি) প্রত্যাখ্যান করেছে, তাই ধন্যবাদ ৷ এবার সেই সময় এসেছে, যখন সারা দেশ ওদের প্রত্যাখ্যান করবে ৷"

  • Today, not just Bengal but the nation saw a glimpse of what @BJP4Bengal hooligans are capable of doing to our City of Joy.

    We shudder to imagine what they would’ve done had they come to power.

    WB, thank you for rejecting them!

    Now, it’s TIME FOR INDIA TO REJECT THEM! pic.twitter.com/zH7IZnEoK1

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নবান্ন অভিযানের ছবি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টুইট করে রাজ্য বিজেপিকে আক্রমণ করেছেন ৷ অন্যদিকে, তাতে কৌশলগতভাবে 2024-এর লোকসভা নির্বাচনের ইঙ্গিতও রয়েছে ।

আরও পড়ুন: মমতার চোখে গুরুত্বহীন বিজেপির নবান্ন অভিযান, মেগা ফ্লপ বলছে তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.