ETV Bharat / state

Abhishek Banerjee: দিল্লিতে পুলিশি হেনস্তা, লক্ষ্মীবারে এক লক্ষ কর্মী-সমর্থক নিয়ে রাজভবন অভিযানের ডাক অভিষেকের - সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

2 ও 3 অক্টোবর দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূলের মন্ত্রী, সাংসদ, নেতা, কর্মীদের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে রাজভবন অভিযানের ডাক দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক অভিষেকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 7:33 AM IST

Updated : Oct 4, 2023, 8:42 AM IST

কলকাতা, 4 অক্টোবর: আগে থেকে ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ বাতিল করেন ৷ এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির কৃষিভবনে বিক্ষোভ দেখাতে থাকেন বাংলার শাসকদলের নেতা-মন্ত্রী থেকে শুরু করে সাংসদ ও বিধায়করা ৷ সেখান থেকে তাঁদের গায়ের জোরে প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ ৷ এই আচরণ সম্পর্কে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালকে নিজেদের অভাব-অভিযোগ জানাবার সিদ্ধান্ত নিল তৃণমূল ৷ গতকাল রাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেন, লক্ষ্মীবারে এক লক্ষ কর্মী-সমর্থক নিয়ে রাজভবন অভিযান করবে তৃণমূল ৷ বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ এই কর্মসূচি শুরু হওয়ার কথা ৷

একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা-সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকার দাবি দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি করে তৃণমূল ৷ 2-3 অক্টোবর দু'দিনের এই প্রতিবাদে চরম হেনস্থার মুখে পড়তে হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলকে ৷ এদিন কৃষিভবনে ঢুকতে না-পেরে কার্যত বিশ্বাস ভাঙনের অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

বুধবার দু'ঘণ্টারও বেশি সময় ধরে তৃণমূলের বিক্ষোভকারীদের আটক করে দিল্লি পুলিশ ৷ এরপর ছাড়া পেয়ে সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, "যা ঘটেছে, তা আপনারা সবাই দেখেছে ৷ গত দু'বছর ধরে বাংলার প্রতি যে বঞ্চনা হয়েছে, তার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে রাজঘাটে পৌঁছেছিলাম ৷ সেখানে আমরা দু'ঘণ্টা শান্তিপূর্ণ ধরনায় অংশ নিয়েছিলাম ৷ আজ সকাল দশটায় যন্তরমন্তরে কর্মসূচি ছিল ৷ বেলা একটা থেকে যন্তরমন্তরে আমরা সভা করি ৷ এরপর বাংলার 50 লক্ষ চিঠি নিয়ে আমরা হেঁটে কৃষিভবনে যাই ৷ আমাদের প্রতিনিধি দলে 42 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে 8 জন ছিলেন, যাঁদের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে ৷ আমরা 6টার সময় কৃষিভবনে পৌঁছে যাই ৷ সেখানে আমাদের বসতে দেওয়া হয় ৷ কথা ছিল প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করব ৷"

অভিষেক আরও বলেন, "শুধুমাত্র তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদেরই কৃষিভবনে প্রবেশ করতে দেওয়া হয় ৷ প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর ডেরেক ও'ব্রায়েন এবং মহুয়া মৈত্র প্রতিমন্ত্রীর সচিবের কাছে যান ৷ তখন তাঁদের বলা হয়, ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মন্ত্রী দেখা করবেন না ৷ তখন আমরা বলি, অন্তত বাঁকুড়ায় পরিবারগুলির শিশুরা দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছে, সেই চার জনের সঙ্গে অন্তত দেখা করুন ৷ কিন্তু প্রায় তিন ঘণ্টা ধরে অপেক্ষা করিয়ে মন্ত্রী পালিয়ে যান ৷"

আরও পড়ুন: গণতন্ত্রের কালো দিন, অভিষেকদের আটকানোয় দিল্লি পুলিশকে তোপ মমতার

কলকাতা, 4 অক্টোবর: আগে থেকে ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ বাতিল করেন ৷ এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির কৃষিভবনে বিক্ষোভ দেখাতে থাকেন বাংলার শাসকদলের নেতা-মন্ত্রী থেকে শুরু করে সাংসদ ও বিধায়করা ৷ সেখান থেকে তাঁদের গায়ের জোরে প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ ৷ এই আচরণ সম্পর্কে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালকে নিজেদের অভাব-অভিযোগ জানাবার সিদ্ধান্ত নিল তৃণমূল ৷ গতকাল রাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেন, লক্ষ্মীবারে এক লক্ষ কর্মী-সমর্থক নিয়ে রাজভবন অভিযান করবে তৃণমূল ৷ বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ এই কর্মসূচি শুরু হওয়ার কথা ৷

একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা-সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকার দাবি দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি করে তৃণমূল ৷ 2-3 অক্টোবর দু'দিনের এই প্রতিবাদে চরম হেনস্থার মুখে পড়তে হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলকে ৷ এদিন কৃষিভবনে ঢুকতে না-পেরে কার্যত বিশ্বাস ভাঙনের অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

বুধবার দু'ঘণ্টারও বেশি সময় ধরে তৃণমূলের বিক্ষোভকারীদের আটক করে দিল্লি পুলিশ ৷ এরপর ছাড়া পেয়ে সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, "যা ঘটেছে, তা আপনারা সবাই দেখেছে ৷ গত দু'বছর ধরে বাংলার প্রতি যে বঞ্চনা হয়েছে, তার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে রাজঘাটে পৌঁছেছিলাম ৷ সেখানে আমরা দু'ঘণ্টা শান্তিপূর্ণ ধরনায় অংশ নিয়েছিলাম ৷ আজ সকাল দশটায় যন্তরমন্তরে কর্মসূচি ছিল ৷ বেলা একটা থেকে যন্তরমন্তরে আমরা সভা করি ৷ এরপর বাংলার 50 লক্ষ চিঠি নিয়ে আমরা হেঁটে কৃষিভবনে যাই ৷ আমাদের প্রতিনিধি দলে 42 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে 8 জন ছিলেন, যাঁদের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে ৷ আমরা 6টার সময় কৃষিভবনে পৌঁছে যাই ৷ সেখানে আমাদের বসতে দেওয়া হয় ৷ কথা ছিল প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করব ৷"

অভিষেক আরও বলেন, "শুধুমাত্র তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদেরই কৃষিভবনে প্রবেশ করতে দেওয়া হয় ৷ প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর ডেরেক ও'ব্রায়েন এবং মহুয়া মৈত্র প্রতিমন্ত্রীর সচিবের কাছে যান ৷ তখন তাঁদের বলা হয়, ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মন্ত্রী দেখা করবেন না ৷ তখন আমরা বলি, অন্তত বাঁকুড়ায় পরিবারগুলির শিশুরা দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছে, সেই চার জনের সঙ্গে অন্তত দেখা করুন ৷ কিন্তু প্রায় তিন ঘণ্টা ধরে অপেক্ষা করিয়ে মন্ত্রী পালিয়ে যান ৷"

আরও পড়ুন: গণতন্ত্রের কালো দিন, অভিষেকদের আটকানোয় দিল্লি পুলিশকে তোপ মমতার

Last Updated : Oct 4, 2023, 8:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.