ETV Bharat / state

বেনামি হিমঘরে আলু রেখেছেন কয়েকজন তৃণমূল নেতা, অভিযোগ বিরোধীদের

রাজ্যে আলুর মূল্যবৃদ্ধি হয়েছে । সেই সময়ে ঘুরে ফিরে তৃণমূল নেতাদের দিকেই আঙুল তুলল বিরোধী শিবির ।

sujan
sujan
author img

By

Published : Sep 8, 2020, 11:50 AM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : রাজ্যে আলুর মূল্য বৃদ্ধিতে সরব বিরোধীরা । যদিও নবান্নর তরফে আলুর দাম বেঁধে দেওয়া হয়েছে । তাও এই মূল্যবৃদ্ধির জন্য ঘুরে ফিরে শাসকদলকেই দায়ী করল বিরোধী শিবির । রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, শাসক দলের কয়েকজন নেতা বেনামি হিমঘরে আলু সরিয়ে রেখেছেন । মুখ্যমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আবেদনও জানান তিনি । প্রয়োজনে পূর্ণাঙ্গ তালিকা মুখ্যমন্ত্রীকে দিয়ে সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয় ।

আবদুল মান্নানের অভিযোগ, জেলার তৃণমূল নেতারা আলুর কালোবাজারি করছেন । তাই আকাশছোঁয়া দাম নিত্যপ্রয়োজনীয় আলুর । পরিষদীয় দলকে নিয়ে তদন্ত কমিটি গঠনের আবেদন জানান তিনি ।

আলুর মূল্য বৃদ্ধির পাশাপাশি রেশন নিয়ম নজিরবিহীন বেনিয়ম হয়েছে বলে মন্তব্য করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, “রাজ্য সরকার ঘোষিত রেশনের খাদ্য সামগ্রী সাধারণ মানুষ পাচ্ছেন না । কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে সাধারণ মানুষকে বেকায়দায় ফেলেছে । রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ড নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে দুই সরকার । প্রাপ‍্য চালের থেকে অনেক কম পরিমাণে চাল দেওয়া হচ্ছে rksy-1 এবং rksy-2 রেশন কার্ডে ।“

দেশের খাদ্য ভাণ্ডারে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার পরেও কেন গরিব মানুষকে যথাযথ খাদ্য দেওয়া হচ্ছে না, সেই নিয়েও প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী ।

আসন্ন বর্ধিত স্বল্প সময়ের বাজেট অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইবে রাজ্যের বিরোধী দল । বুধবার এবং বৃহস্পতিবার বিধানসভায় হবে স্বল্পকালীন বর্ধিত বাজেট অধিবেশন । দুই দিনেই এই অধিবেশন শেষ হয়ে যাবে ।

কলকাতা, 8 সেপ্টেম্বর : রাজ্যে আলুর মূল্য বৃদ্ধিতে সরব বিরোধীরা । যদিও নবান্নর তরফে আলুর দাম বেঁধে দেওয়া হয়েছে । তাও এই মূল্যবৃদ্ধির জন্য ঘুরে ফিরে শাসকদলকেই দায়ী করল বিরোধী শিবির । রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, শাসক দলের কয়েকজন নেতা বেনামি হিমঘরে আলু সরিয়ে রেখেছেন । মুখ্যমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আবেদনও জানান তিনি । প্রয়োজনে পূর্ণাঙ্গ তালিকা মুখ্যমন্ত্রীকে দিয়ে সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয় ।

আবদুল মান্নানের অভিযোগ, জেলার তৃণমূল নেতারা আলুর কালোবাজারি করছেন । তাই আকাশছোঁয়া দাম নিত্যপ্রয়োজনীয় আলুর । পরিষদীয় দলকে নিয়ে তদন্ত কমিটি গঠনের আবেদন জানান তিনি ।

আলুর মূল্য বৃদ্ধির পাশাপাশি রেশন নিয়ম নজিরবিহীন বেনিয়ম হয়েছে বলে মন্তব্য করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, “রাজ্য সরকার ঘোষিত রেশনের খাদ্য সামগ্রী সাধারণ মানুষ পাচ্ছেন না । কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে সাধারণ মানুষকে বেকায়দায় ফেলেছে । রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ড নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে দুই সরকার । প্রাপ‍্য চালের থেকে অনেক কম পরিমাণে চাল দেওয়া হচ্ছে rksy-1 এবং rksy-2 রেশন কার্ডে ।“

দেশের খাদ্য ভাণ্ডারে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার পরেও কেন গরিব মানুষকে যথাযথ খাদ্য দেওয়া হচ্ছে না, সেই নিয়েও প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী ।

আসন্ন বর্ধিত স্বল্প সময়ের বাজেট অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইবে রাজ্যের বিরোধী দল । বুধবার এবং বৃহস্পতিবার বিধানসভায় হবে স্বল্পকালীন বর্ধিত বাজেট অধিবেশন । দুই দিনেই এই অধিবেশন শেষ হয়ে যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.