ETV Bharat / state

ত্রাণ বণ্টন নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভিডিয়ো বৈঠক তৃণমূলের শীর্ষ নেতৃত্বের - Trinamool

লকডাউনের জন্য ত্রাণ দেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড় বিপর্যয় কবলিত মানুষদের জন্যও ইতিমধ্যেই পথে নেমেছে শাসক দলের নেতাকর্মীরা । এক্ষেত্রেও স্বজনপোষণের অভিযোগ উঠেছে । ঘনিষ্ঠমহলে ত্রাণ বিলি করা হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ তুলেছেন । দলীয় নেতা-কর্মীদের নামে যাতে একটিও অভিযোগ জমা না পড়ে তার জন্য আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ।

Trinamool
কলকাতা
author img

By

Published : Jun 3, 2020, 7:03 AM IST

কলকাতা , 3 জুন : ত্রাণ বণ্টন নিয়ে অভিযোগ রুখতে এবারে দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । গতকাল দলের জেলা সভাপতি, বিধায়ক সহ একাধিক পদাধিকারীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে শীর্ষ নেতারা জানিয়ে দিলেন , "কোনও প্রকারে দলগতভাবে ত্রাণ বণ্টন করা যাবে না । ত্রাণ দেবে রাজ্য প্রশাসন ।"


কোরোনার কারণে লকডাউন জারি হতেই সর্বত্র ত্রাণ বণ্টনের কাজ শুরু করেন শাসক দলের নেতা-কর্মীরা । ত্রাণ দেওয়ার জন্য রেশন দোকানের খাদ্য সামগ্রী কেউ কেউ লুঠ করছেন বলে অভিযোগ ওঠে । যাকে কেন্দ্র করে বিড়ম্বনায় পড়ে শাসক শিবির । ফলে ভাবমূর্তি নষ্ট হয় দলের । এই বিষয়টিকে নিয়ে কার্যত দলীয় নেতা-কর্মীদের সাবধান করে দেওয়ার জন্য আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি , যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় , ফিরহাদ হাকিম , অরূপ বিশ্বাস ও জ্যোতিপ্রিয় মল্লিক । একে একে দলীয় জনপ্রতিনিধিদের বার্তা দেন তাঁরা । যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন , "যেটা সরকারের কাজ সেটা করতে দিন । দলের কেউ ত্রাণ দিতে যাবেন না । ত্রাণ দেবে রাজ্য প্রশাসন ।" জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য , "BJP-র সঙ্গে ত্রাণ দেওয়া নিয়ে কেউ গোলমালে যাবেন না । "

প্রসঙ্গত , লকডাউনের জন্য ত্রাণ দেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড় বিপর্যয় কবলিত মানুষদের জন্যও ইতিমধ্যেই পথে নেমেছে শাসক দলের নেতাকর্মীরা । এক্ষেত্রেও স্বজনপোষণের অভিযোগ উঠেছে । ঘনিষ্ঠমহলে ত্রাণ বিলি করা হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ তুলেছেন । দলীয় নেতা-কর্মীদের নামে যাতে একটিও অভিযোগ জমা না পড়ে তার জন্য আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ।

কলকাতা , 3 জুন : ত্রাণ বণ্টন নিয়ে অভিযোগ রুখতে এবারে দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । গতকাল দলের জেলা সভাপতি, বিধায়ক সহ একাধিক পদাধিকারীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে শীর্ষ নেতারা জানিয়ে দিলেন , "কোনও প্রকারে দলগতভাবে ত্রাণ বণ্টন করা যাবে না । ত্রাণ দেবে রাজ্য প্রশাসন ।"


কোরোনার কারণে লকডাউন জারি হতেই সর্বত্র ত্রাণ বণ্টনের কাজ শুরু করেন শাসক দলের নেতা-কর্মীরা । ত্রাণ দেওয়ার জন্য রেশন দোকানের খাদ্য সামগ্রী কেউ কেউ লুঠ করছেন বলে অভিযোগ ওঠে । যাকে কেন্দ্র করে বিড়ম্বনায় পড়ে শাসক শিবির । ফলে ভাবমূর্তি নষ্ট হয় দলের । এই বিষয়টিকে নিয়ে কার্যত দলীয় নেতা-কর্মীদের সাবধান করে দেওয়ার জন্য আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি , যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় , ফিরহাদ হাকিম , অরূপ বিশ্বাস ও জ্যোতিপ্রিয় মল্লিক । একে একে দলীয় জনপ্রতিনিধিদের বার্তা দেন তাঁরা । যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন , "যেটা সরকারের কাজ সেটা করতে দিন । দলের কেউ ত্রাণ দিতে যাবেন না । ত্রাণ দেবে রাজ্য প্রশাসন ।" জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য , "BJP-র সঙ্গে ত্রাণ দেওয়া নিয়ে কেউ গোলমালে যাবেন না । "

প্রসঙ্গত , লকডাউনের জন্য ত্রাণ দেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড় বিপর্যয় কবলিত মানুষদের জন্যও ইতিমধ্যেই পথে নেমেছে শাসক দলের নেতাকর্মীরা । এক্ষেত্রেও স্বজনপোষণের অভিযোগ উঠেছে । ঘনিষ্ঠমহলে ত্রাণ বিলি করা হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ তুলেছেন । দলীয় নেতা-কর্মীদের নামে যাতে একটিও অভিযোগ জমা না পড়ে তার জন্য আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.