কলকাতা, 5 এপ্রিল : রাত ন'টায় ন'মিনিটের জন্য প্রধানমন্ত্রী মোমবাতি-প্রদীপ জ্বালাতে বলেছিলেন ৷ কোরোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য দেশবাসীর কাছে আবেদন ছিল তাঁর ৷ কিন্তু তাঁর এই আহ্বানকে প্রত্যাখ্যান করলেন তৃণমূলের নেতা-নেত্রীরা ৷ বাড়িতে বৈদ্যুতিন আলো জ্বালিয়ে মোদির এই উদ্যোগের উলটো পথে হাঁটলেন তাঁরা ৷ মোমবাতি না জ্বালানোর কথা একে একে জানালেন তৃণমূল নেতা তাপস রায়, পরেশ পাল, পূর্ণেন্দু বসু, দোলা সেন, তপন দাশগুপ্ত-সহ অন্যান্যরা ।
প্রধানমন্ত্রীর বাতি জ্বালানো কর্মসূচিকে রাজ্যের শাসক দল অবাস্তব এবং অবৈজ্ঞানিক বলে ইতিমধ্যেই আখ্যা দিয়েছে । তবে বাতি না জ্বালানোর জন্য দলের নেতা-কর্মীদের প্রতি কোনও নিদান দেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কর্মসূচিতে সামিল হলেন না তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা । কর্মসূচিকে কার্যত প্রত্যাখ্যান করলেন তাঁরা । বাতি না জ্বালিয়ে আলো ঝলমলে রাখলেন বাড়িগুলিকে ।
তৃণমূল নেতা পরেশ পাল বলেন, "এসব নরেন্দ্র মোদির বুজরুকি । আমরা এই বুজরুকিতে শামিল হইনি ।" রাজ্যের কৃষি-বিপণনমন্ত্রী তথা তৃণমূল নেতা তপন দাশগুপ্ত বলেন, "যখন বাতি জ্বালানোর কথা বলেছেন মোদি, সেসময় দুস্থ মানুষদের মধ্যে চাল, আলু বিলি করছিলাম ।" রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু সাফ জানিয়ে দেন, "বাতি না জ্বালিয়ে আলোময় রেখেছিলাম বাড়িকে ।" এভাবেই একে একে বাতি না জ্বালিয়ে নিজের নিজের কর্মসূচিতে ব্যস্ত থাকার কথা শোনালেন তৃণমূলের নেতা-নেত্রীরা ।