ETV Bharat / state

Tathagata Roy's Tweet : ‘পুঁই শাকের ক্যাশ মেমো’, তথাগতর টুইটের পাল্টা খোঁচা তাপসের - কুণাল ঘোষ

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করার টুইট করে তাকে গোরুর গাড়ির হেডলাইট বলে কটাক্ষ করেন বিজেপি নেতা তথাগত রায় ৷ পাল্টা কুণাল ঘোষ, তাপস রায়রা তাঁকে বিজেপিতে গুরুত্বহীন এবং পুঁই শাকের ক্যাশ মেমো বলে কটাক্ষ করলেন ৷

তথাগতর টুইটের পাল্টা খোঁচা তাপসের
তথাগতর টুইটের পাল্টা খোঁচা তাপসের
author img

By

Published : Jun 6, 2021, 10:34 PM IST

কলকাতা, 6 জুন : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করার পর ঘাসফুল শিবিরকে খোঁচা দিয়ে এদিন সকালেই একটি টুইট করেন তথাগত রায় (Tathagata Roy) ৷ তৃণমূল কংগ্রেস দলে সর্বভারতীয় পদ ঘোষণা করায় তথাগত তাকে গোরুর গাড়ির হেডলাইট বলে কটাক্ষ করেন ৷ তবে তৃণমূল নেতারা যে ছেড়ে কথা বলেছেন তা নয় ৷ কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁর প্রতিক্রিয়ায় পুঁই শাকের ক্যাশ মেমো বলে কটাক্ষ করেন ৷ তার পরপরই তাপস রায়ও (Tapas Roy) তাঁর প্রতিক্রিয়ায় তথাগতকে খোঁচা দিতে ছাড়েননি ৷

রবিবার সাতসকালে টুইটে তথাগত লেখেন, "গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের বেশ কিছু সর্বভারতীয় পদের ঘোষণা হল । আমার একটা বহুদিন আগে দেখা নাটকের কথা মনে পড়ে গেল ! গোরুর গাড়ির হেডলাইট !" এদিন কুণাল ঘোষের সঙ্গে সুর মিলিয়ে তৃণমূলের মুখপাত্র তাপস রায়ও পাল্টা আক্রমণ করলেন ৷ তিনি বলেন, "দলের মধ্যেই গুরুত্বহীন তথাগতবাবু । যাঁকে নিজের দলের লোকেরাও গুরুত্ব দেন না, তাঁর কথার কি গুরুত্ব রয়েছে ? কুণাল ঘোষ ঠিকই বলেছেন, পুঁইশাকের আবার ক্যাশ মেমো ! ওঁর কথা যত কম বলা যায় ততই ভাল ।"

  • গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের বেশ কিছু সর্বভারতীয় পদের ঘোষণা হল।

    আমার একটা বহুদিন আগে দেখা নাটকের কথা মনে পড়ে গেল !

    “গরুর গাড়ির হেডলাইট” !
    🤣🤣🤣 https://t.co/N7J4CtRf0M

    — Tathagata Roy (@tathagata2) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বোমার কারখানা এখন পশ্চিমবঙ্গের কুটির শিল্প, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

কলকাতা, 6 জুন : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করার পর ঘাসফুল শিবিরকে খোঁচা দিয়ে এদিন সকালেই একটি টুইট করেন তথাগত রায় (Tathagata Roy) ৷ তৃণমূল কংগ্রেস দলে সর্বভারতীয় পদ ঘোষণা করায় তথাগত তাকে গোরুর গাড়ির হেডলাইট বলে কটাক্ষ করেন ৷ তবে তৃণমূল নেতারা যে ছেড়ে কথা বলেছেন তা নয় ৷ কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁর প্রতিক্রিয়ায় পুঁই শাকের ক্যাশ মেমো বলে কটাক্ষ করেন ৷ তার পরপরই তাপস রায়ও (Tapas Roy) তাঁর প্রতিক্রিয়ায় তথাগতকে খোঁচা দিতে ছাড়েননি ৷

রবিবার সাতসকালে টুইটে তথাগত লেখেন, "গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের বেশ কিছু সর্বভারতীয় পদের ঘোষণা হল । আমার একটা বহুদিন আগে দেখা নাটকের কথা মনে পড়ে গেল ! গোরুর গাড়ির হেডলাইট !" এদিন কুণাল ঘোষের সঙ্গে সুর মিলিয়ে তৃণমূলের মুখপাত্র তাপস রায়ও পাল্টা আক্রমণ করলেন ৷ তিনি বলেন, "দলের মধ্যেই গুরুত্বহীন তথাগতবাবু । যাঁকে নিজের দলের লোকেরাও গুরুত্ব দেন না, তাঁর কথার কি গুরুত্ব রয়েছে ? কুণাল ঘোষ ঠিকই বলেছেন, পুঁইশাকের আবার ক্যাশ মেমো ! ওঁর কথা যত কম বলা যায় ততই ভাল ।"

  • গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের বেশ কিছু সর্বভারতীয় পদের ঘোষণা হল।

    আমার একটা বহুদিন আগে দেখা নাটকের কথা মনে পড়ে গেল !

    “গরুর গাড়ির হেডলাইট” !
    🤣🤣🤣 https://t.co/N7J4CtRf0M

    — Tathagata Roy (@tathagata2) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বোমার কারখানা এখন পশ্চিমবঙ্গের কুটির শিল্প, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.