ETV Bharat / state

WB Recruitment Scam: অন্তত 20 কোটির মালিক শান্তনু ও তাঁর স্ত্রী ! সম্পত্তির বহর দেখে চোখ কপালে গোয়েন্দাদের - এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট

কত সম্পত্তি রয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের (Santanu Banerjee Property) ? নিয়োগ দুর্নীতির (WB Recruitment Scam) তদন্তে নেমে আপাতত তারই উত্তর খুঁজছেন ইডি আধিকারিকরা (ED) ৷ এখনও পর্যন্ত শান্তনু ও তাঁর স্ত্রীর নামে অন্তত 20 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে ৷

TMC Leader Santanu Banerjee has huge Property worth at least Rs 20 Crore
ফাইল ছবি
author img

By

Published : Mar 13, 2023, 1:38 PM IST

কলকাতা, 13 মার্চ: নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) কাণ্ডে ধৃত হুগলির বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর স্ত্রীর সম্পত্তির (Santanu Banerjee Property) বহর দেখে চোখ কপালে ওঠার জোগাড় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) আধিকারিকদের ৷ এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, সেই অনুসারে শান্তনু বন্দ্যোপাধ্য়ায় অন্তত 20 কোটি টাকার সম্পত্তির মালিক ! কিন্তু, এত সম্পত্তি তিনি কীভাবে তৈরি করলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷

ইতিমধ্যেই ইডি তার রিমান্ড লেটারে শান্তনুর বিপুল সম্পত্তির উল্লেখ করেছে ৷ তাতে 20 কোটির সম্পত্তির কথা বলা হয়েছে ৷ সূত্রের খবর, আগামী দিনে এই পরিমাণটা আরও বাড়তে পারে ! তবে এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, তা হল, ইডির উল্লেখ করা সম্পত্তিগুলি হয় শান্তনুর নামে রয়েছে, নয়তো তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্য়ায়ের নামে ৷ বন্দ্যোপাধ্য়ায় দম্পতি যৌথভাবেও একাধিক সম্পত্তির মালিক বলে জানা গিয়েছে ৷

এই বিপুল সম্পত্তির হালহকিকত জানতে ইডির পক্ষ থেকে প্রিয়াঙ্কাকে সমন পাঠানো হয়েছে ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনুকে গ্রেফতারির পর তাঁকে জেরা যেমন অনেক তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা, তেমনই আরও অনেক তথ্য জানা বাকি রয়ে গিয়েছে ৷ কারণ, শান্তনু সব প্রশ্নের উত্তর দিচ্ছেন না ! তাছাড়া, তিনি তাঁর সম্পত্তি সম্পর্কে এখনও পর্যন্ত যেটুকু বলেছেন, তার সবটা সত্যি কিনা, সেটাও ইডিকে যাচাই করে দেখতে হচ্ছে ৷ এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে মনে করছেন ইডি আধিকারিকরা ৷ সেই কারণেই তাঁকে ইডির সিজিও কমপ্লেক্সের কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে ৷ এর পাশাপাশি, সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসগুলির সঙ্গেও যোগাযোগ করছেন গোয়েন্দারা ৷ শান্তনুর সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য সেখান থেকেও সংগ্রহ করা হচ্ছে ৷ প্রসঙ্গত, সস্ত্রীক শান্তনুর বিপুল সম্পত্তির মধ্য়ে রয়েছে একাধিক বাড়ি, বাংলো, ফ্ল্যাট, রেস্তোরাঁ, হুক্কা বার, রিসর্ট, হোম স্টে, ধাবা !

আরও পড়ুন: অন্তত 30 জন অযোগ্যকে চাকরি পাইয়ে দিয়েছিলেন শান্তনু ! দাবি ইডির

ইডির হাতে আসা তথ্য বলছে, শুধুমাত্র বেআইনি নিয়োগ নয়, সরকারি চাকুরেদের পছন্দসই জায়গায় বদলি করিয়ে দেওয়ারও 'বিশেষ কারিগর' ছিলেন এই শান্তনু ৷ সেই 'পরিষেবা'র বিনিময়েও মোটা টাকা নিতে তিনি ! এই সংক্রান্ত নথি ইতিমধ্যেই ইডির হাতে এসেছে ৷ শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এমন অনেক নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা ৷ যদিও এতকিছুর পরও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে শান্তনু নিজেকে 'নির্দোষ' বলে দাবি করেছেন ৷

কলকাতা, 13 মার্চ: নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) কাণ্ডে ধৃত হুগলির বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর স্ত্রীর সম্পত্তির (Santanu Banerjee Property) বহর দেখে চোখ কপালে ওঠার জোগাড় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) আধিকারিকদের ৷ এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, সেই অনুসারে শান্তনু বন্দ্যোপাধ্য়ায় অন্তত 20 কোটি টাকার সম্পত্তির মালিক ! কিন্তু, এত সম্পত্তি তিনি কীভাবে তৈরি করলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷

ইতিমধ্যেই ইডি তার রিমান্ড লেটারে শান্তনুর বিপুল সম্পত্তির উল্লেখ করেছে ৷ তাতে 20 কোটির সম্পত্তির কথা বলা হয়েছে ৷ সূত্রের খবর, আগামী দিনে এই পরিমাণটা আরও বাড়তে পারে ! তবে এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, তা হল, ইডির উল্লেখ করা সম্পত্তিগুলি হয় শান্তনুর নামে রয়েছে, নয়তো তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্য়ায়ের নামে ৷ বন্দ্যোপাধ্য়ায় দম্পতি যৌথভাবেও একাধিক সম্পত্তির মালিক বলে জানা গিয়েছে ৷

এই বিপুল সম্পত্তির হালহকিকত জানতে ইডির পক্ষ থেকে প্রিয়াঙ্কাকে সমন পাঠানো হয়েছে ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনুকে গ্রেফতারির পর তাঁকে জেরা যেমন অনেক তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা, তেমনই আরও অনেক তথ্য জানা বাকি রয়ে গিয়েছে ৷ কারণ, শান্তনু সব প্রশ্নের উত্তর দিচ্ছেন না ! তাছাড়া, তিনি তাঁর সম্পত্তি সম্পর্কে এখনও পর্যন্ত যেটুকু বলেছেন, তার সবটা সত্যি কিনা, সেটাও ইডিকে যাচাই করে দেখতে হচ্ছে ৷ এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে মনে করছেন ইডি আধিকারিকরা ৷ সেই কারণেই তাঁকে ইডির সিজিও কমপ্লেক্সের কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে ৷ এর পাশাপাশি, সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসগুলির সঙ্গেও যোগাযোগ করছেন গোয়েন্দারা ৷ শান্তনুর সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য সেখান থেকেও সংগ্রহ করা হচ্ছে ৷ প্রসঙ্গত, সস্ত্রীক শান্তনুর বিপুল সম্পত্তির মধ্য়ে রয়েছে একাধিক বাড়ি, বাংলো, ফ্ল্যাট, রেস্তোরাঁ, হুক্কা বার, রিসর্ট, হোম স্টে, ধাবা !

আরও পড়ুন: অন্তত 30 জন অযোগ্যকে চাকরি পাইয়ে দিয়েছিলেন শান্তনু ! দাবি ইডির

ইডির হাতে আসা তথ্য বলছে, শুধুমাত্র বেআইনি নিয়োগ নয়, সরকারি চাকুরেদের পছন্দসই জায়গায় বদলি করিয়ে দেওয়ারও 'বিশেষ কারিগর' ছিলেন এই শান্তনু ৷ সেই 'পরিষেবা'র বিনিময়েও মোটা টাকা নিতে তিনি ! এই সংক্রান্ত নথি ইতিমধ্যেই ইডির হাতে এসেছে ৷ শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এমন অনেক নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা ৷ যদিও এতকিছুর পরও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে শান্তনু নিজেকে 'নির্দোষ' বলে দাবি করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.