ETV Bharat / state

Kunal on Niti Aayog: মমতার দেখানো পথেই হাঁটছে বিরোধীরা, নীতি আয়োগের বৈঠক নিয়ে দাবি কুণালের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নীতি আয়োগের বৈঠক বয়কট নিয়ে বিরোধীরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছেন বলে শনিবার দাবি করেছেন কুণাল ঘোষ ৷ এই নিয়ে তিনি বিজেপি, সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে একযোগে তোপ দেগেছেন ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : May 27, 2023, 7:49 PM IST

Updated : May 27, 2023, 8:27 PM IST

মমতার দেখানো পথেই হাঁটছে বিরোধীরা, নীতি আয়োগের বৈঠক নিয়ে দাবি কুণালের

কলকাতা, 27 মে: নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মতো আরও কয়েকটি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এদিনের বৈঠকে যোগ দেননি । আর যা নিয়ে শনিবার বিজেপি-সিপিএম এবং কংগ্রেসের কড়া সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ।

কুণাল ঘোষের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হেঁটেছেন সিপিএম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন-সহ অন্যান্য মুখ্যমন্ত্রীরা । তাই, মমতা যখন নীতি আয়াগের বৈঠকে যোগ দেবেন না বলার পরে সিপিআই, কংগ্রেস সমালোচনা করে তা কখনোই উচিত নয় বলে মনে করেন কুণাল । রাজ্যের বিজেপির সঙ্গে সিপিএম-কংগ্রেসের আতাঁত আছে বলেও মনে করেন তিনি । সিপিএম-কংগ্রেস বিজেপির ভাই বলেই মনে করেন তৃণমূলের এই রাজ্য সাধারণ সম্পাদক ।

শনিবার তিনি বলেন, "নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না তো আগেই জানিয়েছিলেন । এখন দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে দশজনেরও বেশি বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দিচ্ছেন না । বয়কট করছেন । গতকাল পর্যন্ত বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কথা বলছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান সাহেব তিনি বয়কট করছেন । কংগ্রেসের মুখ্যমন্ত্রীরাও বয়কট করছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের যে পথ দেখিয়েছেন, সেই পথেই তো হাঁটছেন বাকিরা ।"

এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন নীতি আয়োগ বৈঠকে যাননি, সেই ব্যাখ্যা দেন তিনি কুণাল ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কেন নীতি আয়োগের বৈঠকে যাবেন ? রাজ্যের এক লক্ষ আঠারো হাজার কোটি ন্যায্য টাকা পাওনা রয়েছে । বকেয়া আছে । আমাদের টাকা দিচ্ছে না । ওখানে মিটিং করে কী হবে ? মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন । সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে চিঠি লেখার দরকার, তা লিখেছেন । সমস্ত রকম ভাবে চেষ্টা করা হচ্ছে ।’’

আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠক এড়ালেন মমতা-সহ 11 মুখ্যমন্ত্রী

তাঁর প্রশ্ন, ‘‘মিটিং করে কী হবে । মিটিং করে ছবি তুলে হবেটা কী ? মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, আগামিদিনে গোটা ভারতের বিরোধীদের তা ভাবতে হয়, তা আবারও প্রমাণিত হয়ে গেল ।"

মমতার দেখানো পথেই হাঁটছে বিরোধীরা, নীতি আয়োগের বৈঠক নিয়ে দাবি কুণালের

কলকাতা, 27 মে: নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মতো আরও কয়েকটি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এদিনের বৈঠকে যোগ দেননি । আর যা নিয়ে শনিবার বিজেপি-সিপিএম এবং কংগ্রেসের কড়া সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ।

কুণাল ঘোষের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হেঁটেছেন সিপিএম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন-সহ অন্যান্য মুখ্যমন্ত্রীরা । তাই, মমতা যখন নীতি আয়াগের বৈঠকে যোগ দেবেন না বলার পরে সিপিআই, কংগ্রেস সমালোচনা করে তা কখনোই উচিত নয় বলে মনে করেন কুণাল । রাজ্যের বিজেপির সঙ্গে সিপিএম-কংগ্রেসের আতাঁত আছে বলেও মনে করেন তিনি । সিপিএম-কংগ্রেস বিজেপির ভাই বলেই মনে করেন তৃণমূলের এই রাজ্য সাধারণ সম্পাদক ।

শনিবার তিনি বলেন, "নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না তো আগেই জানিয়েছিলেন । এখন দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে দশজনেরও বেশি বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দিচ্ছেন না । বয়কট করছেন । গতকাল পর্যন্ত বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কথা বলছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান সাহেব তিনি বয়কট করছেন । কংগ্রেসের মুখ্যমন্ত্রীরাও বয়কট করছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের যে পথ দেখিয়েছেন, সেই পথেই তো হাঁটছেন বাকিরা ।"

এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন নীতি আয়োগ বৈঠকে যাননি, সেই ব্যাখ্যা দেন তিনি কুণাল ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কেন নীতি আয়োগের বৈঠকে যাবেন ? রাজ্যের এক লক্ষ আঠারো হাজার কোটি ন্যায্য টাকা পাওনা রয়েছে । বকেয়া আছে । আমাদের টাকা দিচ্ছে না । ওখানে মিটিং করে কী হবে ? মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন । সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে চিঠি লেখার দরকার, তা লিখেছেন । সমস্ত রকম ভাবে চেষ্টা করা হচ্ছে ।’’

আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠক এড়ালেন মমতা-সহ 11 মুখ্যমন্ত্রী

তাঁর প্রশ্ন, ‘‘মিটিং করে কী হবে । মিটিং করে ছবি তুলে হবেটা কী ? মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, আগামিদিনে গোটা ভারতের বিরোধীদের তা ভাবতে হয়, তা আবারও প্রমাণিত হয়ে গেল ।"

Last Updated : May 27, 2023, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.