ETV Bharat / state

Kunal Calls on Governor: দেবীপক্ষে বৈরিতা ভুলে রাজভবনে বোস-ঘোষ 'সৌজন্য সাক্ষাৎ' - তৃণমূল কংগ্রেস

Kunal Ghosh Meets Governor: সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের কুণাল ঘোষ ৷ পরে তিনি জানান, সমালোচনায় যেমন চলবে, পাশাপাশি সৌজন্যতাও থাকবে ৷

Kunal Meets Governor
Kunal Meets Governor
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 7:20 PM IST

Updated : Oct 16, 2023, 7:52 PM IST

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া

কলকাতা, 16 অক্টোবর: রাজনৈতিক দলের মুখপাত্র হওয়ার সুবাদে প্রায় প্রতিদিনই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নানা ভাষায় সমালোচনা করেন তিনি । কিন্তু দুর্গাপুজোর আগে অন্য ছবি দেখা গেল । সোমবার বিকেলে আচমকাই রাজভবনে গেলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ । প্রায় 35 মিনিট রাজ্যপালের সঙ্গে তিনি একান্ত বৈঠক করেছেন । পরে রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের কুণাল ঘোষ বললেন, "একান্তই সৌজন্য সাক্ষাৎ । ব্যক্তিগত আলোচনা । সে বিষয়ে বলব না ।"

একই সঙ্গে তিনি বলেন, "কেরালার ওনাম উৎসবে রাজ্যপাল আমাকে মিষ্টি ও উপহার পাঠিয়েছিলেন । তখনই ওঁকে বলেছিলাম, পুজোর আগে আমাকে সময় দিতে হবে । বাংলার মিষ্টি উপহার দেব রাজ্যপালকে । সেই মতো আজকে ফুল, মিষ্টির পাশাপাশি বই ও জাগোবাংলা পুজোবার্ষিকী উপহার দিয়েছি ।"

কিন্তু বছরভর নানা ইস্যুতে রাজ্যপালকে নিয়ে সমালোচনা করতে দেখা যায় কুণালকে ! সাংবাদিকদের এই প্রশ্ন শাসক দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “বিজেপির পাঠানো রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করলে সমালোচনা তো করবই । কিন্তু তা বলে সৌজন্য দেখাব না, সেটা তো হয় না ।”

তাৎপর্যপূর্ণভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের মধ্যে যখন বৈঠক চলছে, সেই সময়ই শহরে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর করেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেন রাজ্যপালের সাক্ষাৎ হল না, এই নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছে ৷

অন্যদিকে সোমবারই পরপর দু’টো টুইট করে কুণাল দাবি করেছিলেন যে রাজ্যের এক শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে ৷ তবে তিনি কারও নাম প্রকাশ করেননি ৷ এ দিনও এই বিষয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কোনও মন্তব্য করব না ।"

আরও পড়ুন: 'বিজেপির এজেন্ট' রাজ্যপালকে তীব্র আক্রমণ কুণালের

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া

কলকাতা, 16 অক্টোবর: রাজনৈতিক দলের মুখপাত্র হওয়ার সুবাদে প্রায় প্রতিদিনই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নানা ভাষায় সমালোচনা করেন তিনি । কিন্তু দুর্গাপুজোর আগে অন্য ছবি দেখা গেল । সোমবার বিকেলে আচমকাই রাজভবনে গেলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ । প্রায় 35 মিনিট রাজ্যপালের সঙ্গে তিনি একান্ত বৈঠক করেছেন । পরে রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের কুণাল ঘোষ বললেন, "একান্তই সৌজন্য সাক্ষাৎ । ব্যক্তিগত আলোচনা । সে বিষয়ে বলব না ।"

একই সঙ্গে তিনি বলেন, "কেরালার ওনাম উৎসবে রাজ্যপাল আমাকে মিষ্টি ও উপহার পাঠিয়েছিলেন । তখনই ওঁকে বলেছিলাম, পুজোর আগে আমাকে সময় দিতে হবে । বাংলার মিষ্টি উপহার দেব রাজ্যপালকে । সেই মতো আজকে ফুল, মিষ্টির পাশাপাশি বই ও জাগোবাংলা পুজোবার্ষিকী উপহার দিয়েছি ।"

কিন্তু বছরভর নানা ইস্যুতে রাজ্যপালকে নিয়ে সমালোচনা করতে দেখা যায় কুণালকে ! সাংবাদিকদের এই প্রশ্ন শাসক দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “বিজেপির পাঠানো রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করলে সমালোচনা তো করবই । কিন্তু তা বলে সৌজন্য দেখাব না, সেটা তো হয় না ।”

তাৎপর্যপূর্ণভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের মধ্যে যখন বৈঠক চলছে, সেই সময়ই শহরে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর করেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেন রাজ্যপালের সাক্ষাৎ হল না, এই নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছে ৷

অন্যদিকে সোমবারই পরপর দু’টো টুইট করে কুণাল দাবি করেছিলেন যে রাজ্যের এক শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে ৷ তবে তিনি কারও নাম প্রকাশ করেননি ৷ এ দিনও এই বিষয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কোনও মন্তব্য করব না ।"

আরও পড়ুন: 'বিজেপির এজেন্ট' রাজ্যপালকে তীব্র আক্রমণ কুণালের

Last Updated : Oct 16, 2023, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.