ETV Bharat / state

Kunal Ghosh : সারদা কাণ্ডে জামিন কুণাল ঘোষের - সারদা কান্ড

সম্প্রতি সারদা কাণ্ডে চার্জশিট জমা দেয় ইডি । সেখানে নাম ছিল কুণাল ঘোষের । বলা হয় 20 সেপ্টেম্বরের মধ্যে তাঁকে ইডির বিশেষ আদালতে হাজির হতে হবে । সেইমতো তিনি আজ হাজির হন । সেখানেই আজ 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে ৷

কুণাল ঘোষ
কুণাল ঘোষ
author img

By

Published : Sep 9, 2021, 3:49 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : দীর্ঘদিন টালবাহানার পর অবশেষে স্বস্তি ৷ সারদা কাণ্ডে ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । আইনজীবীদের দীর্ঘ সওয়াল-জবাবের পর অবশেষে জামিন পেলেন কুণাল ঘোষ ।

সম্প্রতি সারদা কাণ্ডে চার্জশিট জমা দেয় ইডি । সেখানে নাম ছিল কুণাল ঘোষের । বলা হয় 20 সেপ্টেম্বরের মধ্যে তাঁকে আদালতে হাজির হতে হবে । সেইমতো তিনি আজ হাজির হন । কিন্তু ইডির তরফে বলা হয় তিনি প্রভাবশালী । কিন্তু কুণাল ঘোষের আইনজীবীর তরফে বলা হয়, সারদা কাণ্ড দীর্ঘদিন ধরে চলছে । তদন্ত চলাকালীন তিনি পূর্ণ সাহায্য করেছেন ইডিকে । তাছাড়াও তিনি কোনও প্রকারের প্রভাব বিস্তার করেননি । ফলে তাঁকে জামিন দেওয়া হোক ।

আরও পড়ুন, Saradha Scam : সারদা নিয়ে চিঠির জবাব দিয়েছেন অমিত শাহ, টুইট কুণালের

এরপরেই ইডির বিশেষ আদালতের তরফে 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয় । তাছাড়াও আদালতের তরফে জানানো হয়, তদন্তের জন্য যখনই ইডি তাঁকে ডাকবে, তখনই ইডিকে তাঁকে পূর্ণ সহযোগিতা করতে হবে ।

কলকাতা, 9 সেপ্টেম্বর : দীর্ঘদিন টালবাহানার পর অবশেষে স্বস্তি ৷ সারদা কাণ্ডে ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । আইনজীবীদের দীর্ঘ সওয়াল-জবাবের পর অবশেষে জামিন পেলেন কুণাল ঘোষ ।

সম্প্রতি সারদা কাণ্ডে চার্জশিট জমা দেয় ইডি । সেখানে নাম ছিল কুণাল ঘোষের । বলা হয় 20 সেপ্টেম্বরের মধ্যে তাঁকে আদালতে হাজির হতে হবে । সেইমতো তিনি আজ হাজির হন । কিন্তু ইডির তরফে বলা হয় তিনি প্রভাবশালী । কিন্তু কুণাল ঘোষের আইনজীবীর তরফে বলা হয়, সারদা কাণ্ড দীর্ঘদিন ধরে চলছে । তদন্ত চলাকালীন তিনি পূর্ণ সাহায্য করেছেন ইডিকে । তাছাড়াও তিনি কোনও প্রকারের প্রভাব বিস্তার করেননি । ফলে তাঁকে জামিন দেওয়া হোক ।

আরও পড়ুন, Saradha Scam : সারদা নিয়ে চিঠির জবাব দিয়েছেন অমিত শাহ, টুইট কুণালের

এরপরেই ইডির বিশেষ আদালতের তরফে 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয় । তাছাড়াও আদালতের তরফে জানানো হয়, তদন্তের জন্য যখনই ইডি তাঁকে ডাকবে, তখনই ইডিকে তাঁকে পূর্ণ সহযোগিতা করতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.