কলকাতা, 30 সেপ্টেম্বর : নির্বাচনের দিন সকালে ফিরহাদ হাকিমকে খোশমেজাজে চা খেতে দেখা গেল সিপিআইএমের ক্যাম্পে ৷ না, ফিরহাদ হাকিম অবশ্য এটাকে সৌজন্যমূলক সাক্ষাৎকার বলতে নারাজ ৷ তাঁর কথায়, "কেউ সিপিআইএম, কেউ কংগ্রেস, আবার কেউ তৃণমূল ৷ তবে সবার আগে আমরা চেতলার ছেলে ৷ অনেক ছোটবেলা থেকে আমরা সবাই পাড়ার ছেলে ৷ আমরা সবাই বন্ধু ৷ এটাই চেতলার সংস্কৃতি ৷ ওদের সঙ্গে আড্ডা দিয়েছি, ফুটবল খেলেছি ৷ ওরা সিপিআইএম, কংগ্রেস করে বলে তো ঝগড়া করতে যাব না ৷ আমাদের ক্যাম্পের পাশেই ওদের ক্যাম্প ৷ বন্ধুর সঙ্গে দেখা হলে বলব না কেমন আছিস ?"
82 নম্বর ওয়ার্ডে সিপিআইএমের ক্যাম্পে স্থানীয় বন্ধু সিপিআইএম কর্মী মিঠু ঘোষের সঙ্গে চা খেলেন ফিরহাদ হাকিম । এই বিষয়ে সিপিআইএম কর্মী মিঠু ঘোষ বলেন, "চেতলায় কোনওদিন ভোটে গণ্ডগোল হয়নি, আর হবেও না ৷ এখানে শুধু সৌজন্যতার রাজনীতি চলে ৷ ববিদার সঙ্গে আমাদের পারিবারিক একটা সম্পর্ক আছে ৷ আমরা দুজন দুজনকে বহুদিন থেকে চিনি ৷ এখানে কোনও হিংসাত্মক রাজনীতি নেই ৷"
আরও পড়ুন : Samshergunj-Jangipur : বৃষ্টি উপেক্ষা করে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোটের লাইনে জনতা