ETV Bharat / state

Firhad Hakim : "চেতলায় শুধু সৌজন্য"; সিপিআইএম ক্যাম্পে চা-পান ফিরহাদের - chetla

সিপিআইএমের ক্যাম্পে বন্ধু সিপিআইএম কর্মীর সঙ্গে চা খেলেন ফিরহাদ হাকিম ৷ বললেন, সৌজন্যমূলক সাক্ষাৎকার নয় ৷ ছোটবেলার বন্ধু, দেখা হলে বলব না কেমন আছিস ? রাজনীতির আগে আমরা সবাই চেতলার ছেলে ৷

চেতলায় শুধু সৌজন্যতা
চেতলায় শুধু সৌজন্যতা
author img

By

Published : Sep 30, 2021, 11:52 AM IST

Updated : Sep 30, 2021, 12:17 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর : নির্বাচনের দিন সকালে ফিরহাদ হাকিমকে খোশমেজাজে চা খেতে দেখা গেল সিপিআইএমের ক্যাম্পে ৷ না, ফিরহাদ হাকিম অবশ্য এটাকে সৌজন্যমূলক সাক্ষাৎকার বলতে নারাজ ৷ তাঁর কথায়, "কেউ সিপিআইএম, কেউ কংগ্রেস, আবার কেউ তৃণমূল ৷ তবে সবার আগে আমরা চেতলার ছেলে ৷ অনেক ছোটবেলা থেকে আমরা সবাই পাড়ার ছেলে ৷ আমরা সবাই বন্ধু ৷ এটাই চেতলার সংস্কৃতি ৷ ওদের সঙ্গে আড্ডা দিয়েছি, ফুটবল খেলেছি ৷ ওরা সিপিআইএম, কংগ্রেস করে বলে তো ঝগড়া করতে যাব না ৷ আমাদের ক্যাম্পের পাশেই ওদের ক্যাম্প ৷ বন্ধুর সঙ্গে দেখা হলে বলব না কেমন আছিস ?"

চেতলায় শুধু সৌজন্যতা, সিপিআইএম কর্মীর সঙ্গে চা খেতে খেতে বললেন ফিরহাদ হাকিম

82 নম্বর ওয়ার্ডে সিপিআইএমের ক্যাম্পে স্থানীয় বন্ধু সিপিআইএম কর্মী মিঠু ঘোষের সঙ্গে চা খেলেন ফিরহাদ হাকিম । এই বিষয়ে সিপিআইএম কর্মী মিঠু ঘোষ বলেন, "চেতলায় কোনওদিন ভোটে গণ্ডগোল হয়নি, আর হবেও না ৷ এখানে শুধু সৌজন্যতার রাজনীতি চলে ৷ ববিদার সঙ্গে আমাদের পারিবারিক একটা সম্পর্ক আছে ৷ আমরা দুজন দুজনকে বহুদিন থেকে চিনি ৷ এখানে কোনও হিংসাত্মক রাজনীতি নেই ৷"

আরও পড়ুন : Samshergunj-Jangipur : বৃষ্টি উপেক্ষা করে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোটের লাইনে জনতা

কলকাতা, 30 সেপ্টেম্বর : নির্বাচনের দিন সকালে ফিরহাদ হাকিমকে খোশমেজাজে চা খেতে দেখা গেল সিপিআইএমের ক্যাম্পে ৷ না, ফিরহাদ হাকিম অবশ্য এটাকে সৌজন্যমূলক সাক্ষাৎকার বলতে নারাজ ৷ তাঁর কথায়, "কেউ সিপিআইএম, কেউ কংগ্রেস, আবার কেউ তৃণমূল ৷ তবে সবার আগে আমরা চেতলার ছেলে ৷ অনেক ছোটবেলা থেকে আমরা সবাই পাড়ার ছেলে ৷ আমরা সবাই বন্ধু ৷ এটাই চেতলার সংস্কৃতি ৷ ওদের সঙ্গে আড্ডা দিয়েছি, ফুটবল খেলেছি ৷ ওরা সিপিআইএম, কংগ্রেস করে বলে তো ঝগড়া করতে যাব না ৷ আমাদের ক্যাম্পের পাশেই ওদের ক্যাম্প ৷ বন্ধুর সঙ্গে দেখা হলে বলব না কেমন আছিস ?"

চেতলায় শুধু সৌজন্যতা, সিপিআইএম কর্মীর সঙ্গে চা খেতে খেতে বললেন ফিরহাদ হাকিম

82 নম্বর ওয়ার্ডে সিপিআইএমের ক্যাম্পে স্থানীয় বন্ধু সিপিআইএম কর্মী মিঠু ঘোষের সঙ্গে চা খেলেন ফিরহাদ হাকিম । এই বিষয়ে সিপিআইএম কর্মী মিঠু ঘোষ বলেন, "চেতলায় কোনওদিন ভোটে গণ্ডগোল হয়নি, আর হবেও না ৷ এখানে শুধু সৌজন্যতার রাজনীতি চলে ৷ ববিদার সঙ্গে আমাদের পারিবারিক একটা সম্পর্ক আছে ৷ আমরা দুজন দুজনকে বহুদিন থেকে চিনি ৷ এখানে কোনও হিংসাত্মক রাজনীতি নেই ৷"

আরও পড়ুন : Samshergunj-Jangipur : বৃষ্টি উপেক্ষা করে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোটের লাইনে জনতা

Last Updated : Sep 30, 2021, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.