ETV Bharat / state

Anubrata Mandal Writes To CBI : সিবিআইয়ের কাছে গরু-পাচারকাণ্ডে চার সপ্তাহ সময় চাইলেন অনুব্রত মণ্ডল

author img

By

Published : Apr 6, 2022, 5:33 PM IST

Updated : Apr 6, 2022, 6:47 PM IST

সিবিআইয়ের কলকাতা সদর দফতর নিজাম প্যালেসে হাজিরার জন্য 4 সপ্তাহ সময় চাইলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal Writes To CBI)। এই বিষয়ে তাঁর আইনজীবীরা সিবিআইয়ের অফিস থেকে একটি চিঠি রিসিভ করিয়ে নিয়ে যান ৷

Anubrata Mandal Writes To CBI
সিবিআইয়ের কাছে গরু-পাচারকাণ্ডে চার সপ্তাহ সময় চাইলেন অনুব্রত মণ্ডল

কলকাতা, 6 এপ্রিল : বুকে ব্যথা, উচ্চরক্তচাপ-সহ একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএমের উডবার্ন ব্লকে ইতিমধ্যেই ভর্তি রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal Writes To CBI)। এরপরেই দেখা যায় অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা এবং সঞ্জীব দাঁ আজ সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে নিজাম প্যালেসে আসেন। সঙ্গে একটি চিঠি সিবিআইকে দিয়ে তারা রিসিভ করিয়ে নিয়ে যান ৷

অনুব্রত মণ্ডলের আইনজীবীর সেই চিঠিতে উল্লেখ রয়েছে যবে থেকে অনুব্রত মণ্ডল এসএসকেএমের উডর্বান ব্লকে ভর্তি হলেন অর্থাৎ আজ থেকে 4 সপ্তাহ তাঁকে সময় দেওয়া হোক। যদিও অনুব্রত মণ্ডলের সেই আর্জি সিবিআইয়ের তরফ থেকে মঞ্জুর করা হবে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি। নিজাম প্যালেস সূত্রের খবর, এরপর সিবিআই লিগাল টিমের সঙ্গে কথা বলবে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: সিবিআই-অনুব্রত-উডবার্ন, এরপর ?

আজ সিবিআইয়ের কলকাতা সদর দফতর নিজাম প্যালেসে আসার কথা ছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ৷ তেমনটাই কথা ছিল ৷ এ নিয়ে চতুর্থ বার তাঁকে সমন পাঠিয়েছিল সিবিআইয়ের আধিকারিকরা ৷ গরুপাচার-কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদের কথা ছিল নিজাম প্যালেসে ৷ কিন্তু শেষমেশ তাঁর গাড়ি পৌঁছল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷ প্রতিবারের মতো আজও সিবিআই কর্তাদের সামনাসামনি হওয়ার আগে অসুস্থ হয়ে পড়লেন তিনি ৷

কলকাতা, 6 এপ্রিল : বুকে ব্যথা, উচ্চরক্তচাপ-সহ একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএমের উডবার্ন ব্লকে ইতিমধ্যেই ভর্তি রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal Writes To CBI)। এরপরেই দেখা যায় অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা এবং সঞ্জীব দাঁ আজ সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে নিজাম প্যালেসে আসেন। সঙ্গে একটি চিঠি সিবিআইকে দিয়ে তারা রিসিভ করিয়ে নিয়ে যান ৷

অনুব্রত মণ্ডলের আইনজীবীর সেই চিঠিতে উল্লেখ রয়েছে যবে থেকে অনুব্রত মণ্ডল এসএসকেএমের উডর্বান ব্লকে ভর্তি হলেন অর্থাৎ আজ থেকে 4 সপ্তাহ তাঁকে সময় দেওয়া হোক। যদিও অনুব্রত মণ্ডলের সেই আর্জি সিবিআইয়ের তরফ থেকে মঞ্জুর করা হবে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি। নিজাম প্যালেস সূত্রের খবর, এরপর সিবিআই লিগাল টিমের সঙ্গে কথা বলবে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: সিবিআই-অনুব্রত-উডবার্ন, এরপর ?

আজ সিবিআইয়ের কলকাতা সদর দফতর নিজাম প্যালেসে আসার কথা ছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ৷ তেমনটাই কথা ছিল ৷ এ নিয়ে চতুর্থ বার তাঁকে সমন পাঠিয়েছিল সিবিআইয়ের আধিকারিকরা ৷ গরুপাচার-কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদের কথা ছিল নিজাম প্যালেসে ৷ কিন্তু শেষমেশ তাঁর গাড়ি পৌঁছল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷ প্রতিবারের মতো আজও সিবিআই কর্তাদের সামনাসামনি হওয়ার আগে অসুস্থ হয়ে পড়লেন তিনি ৷

Last Updated : Apr 6, 2022, 6:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.