কলকাতা, 29 জুলাই : আজ নজরুল মঞ্চে দলের জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জনপ্রতিনিধিদের এই বৈঠক থেকে দেওয়া হবে বিশেষ নির্দেশিকা ৷ চালু হচ্ছে টোল ফ্রি নম্বর ৷ সেই নম্বরে ফোন করে জনপ্রতিনিধিরা জানাতে পারেন কোনও অভিযোগ বা সমস্যার কথা ৷ ইতিমধ্যেই সেই টোল ফ্রি নম্বর জনপ্রতিনিধিদের জানাতে হোর্ডিং লাগানো হয়েছে নজরুল মঞ্চে ।
এদিকে সংগঠনে জোর দিতে গ্রামে গ্রামে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করবে তৃণমূল ৷ গ্রামের মানুষের অভাব-অভিযোগের কথা শুনবেন এই পর্যবেক্ষকরা ৷ সেই কথা তাঁরা পৌঁছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷
আজ নজরুল মঞ্চের বৈঠকের সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের হাতে ৷ তাঁর সংস্থার কর্মীরা বিশেষ ইউনিফর্ম পরে থাকবে নজরুল মঞ্চের ভিতরে ৷