ETV Bharat / state

TMC fact finding team at Prayagraj: 'যোগীর হাতে রক্তের দাগ', প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম - প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

'যোগীর হাতে রক্তের দাগ', প্রয়াগরাজে (Dola Sen says to Yogi Adityanath) গিয়ে এ ভাবেই যোগী আদিত্যনাথের প্রশাসনকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য দোলা সেন (TMC fact finding team at Prayagraj)৷

tmc-fact-finding-team-reaches-prayagraj-you-have-blood-on-your-hand-dola-sen-says-to-yogi-adityanath
'যোগীর হাতে রক্তের দাগ', প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
author img

By

Published : Apr 24, 2022, 3:40 PM IST

কলকাতা, 24 এপ্রিল: এ বার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছে গেল তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম (TMC fact finding team at Prayagraj)। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকালই এই সফরের কথা ঘোষণা করা হয়েছিল । এর আগে দিল্লির জাহাঙ্গিরপুরীতে বিশেষ প্রতিনিধি দল পাঠায় ঘাসফুল শিবির । তবে যোগীরাজ্যে তৃণমূলের প্রতিনিধি দলের যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ । যেখানে একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংস ভাবে খুন করা হয়েছে ।

প্রয়াগরাজে রওনা হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন (Dola Sen says to Yogi Adityanath) বলেন, "আমরা পাঁচজন প্রয়াগরাজে যাব, তারপর খেবরাজপুরে যাব । নিহতদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলব । তারপর বিষয়টি আমাদের দলকে জানাব । দেশবাসীকেও ঘটনার সত্যতার বিষয়ে অবগত করব । নিহতের আত্মীয়েরা কেমন আছেন ? কী চাইছেন ? সেইসব জানতেই আমরা সেখানে যাচ্ছি । আমরা আমাদের সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়াব ।" টুইটারে সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে দোলা (You have blood on your hand) বলেছেন, "আপনার হাতে রক্তের দাগ ৷ গোটা দেশ কিন্তু দেখছে ৷"

tmc-fact-finding-team-reaches-prayagraj-you-have-blood-on-your-hand-dola-sen-says-to-yogi-adityanath
প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

আরও পড়ুন: TMC fact finding team visiting Delhi: কাকলির নেতৃত্বে দিল্লির জাহাঙ্গিরপুরীতে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

এর আগে হাথরস কাণ্ডের সময়ও যোগীরাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তাঁদের ঢুকতে দেয়নি যোগী আদিত্যনাথের প্রশাসন । কিন্তু এ বার তাঁরা প্রয়াগরাজের ওই এলাকায় ঢুকতে গিয়ে কোনও বাধার মুখে পড়েননি । প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ দোলা সেন, মমতাবালা ঠাকুর, উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠি ও দলের প্রাক্তন সাংসদ উমা সোরেন ।

তৃণমূল প্রতিনিধি দলের সদস্য সাকেত বলেছেন, "প্রয়াগরাজে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক । বিজেপি নিজের রাষ্ট্রশক্তির ক্ষমতা দিয়ে সমস্ত সংবাদমাধ্যমের মুখ বন্ধ করে দিয়েছে । তাই ঘটনাটির ভয়াবহতা প্রকাশ্যে আসেনি । উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার এবং বিজেপি যে রাজ্য শাসনে ব্যর্থ হয়েছে, সে কথাই জনসমক্ষে তুলে ধরব আমরা ।"

আরও পড়ুন: Bjp Fact Finding Team Visit Hanskhali: হাঁসখালিতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা

এ দিন উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর দাবি করেছেন, "যোগীরাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই । আইনের শাসন তাদের কাছে আশা করাই মুর্খতা । আমরা গোটা পরিস্থিতি দেখে যাচ্ছি । সবটাই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরব । এরপর তিনি জনগণকে জানাবেন, যোগীর ডবল ইঞ্জিন সরকারে কতটা ভালো আছে উত্তরপ্রদেশের মানুষ ।"

কলকাতা, 24 এপ্রিল: এ বার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছে গেল তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম (TMC fact finding team at Prayagraj)। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকালই এই সফরের কথা ঘোষণা করা হয়েছিল । এর আগে দিল্লির জাহাঙ্গিরপুরীতে বিশেষ প্রতিনিধি দল পাঠায় ঘাসফুল শিবির । তবে যোগীরাজ্যে তৃণমূলের প্রতিনিধি দলের যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ । যেখানে একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংস ভাবে খুন করা হয়েছে ।

প্রয়াগরাজে রওনা হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন (Dola Sen says to Yogi Adityanath) বলেন, "আমরা পাঁচজন প্রয়াগরাজে যাব, তারপর খেবরাজপুরে যাব । নিহতদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলব । তারপর বিষয়টি আমাদের দলকে জানাব । দেশবাসীকেও ঘটনার সত্যতার বিষয়ে অবগত করব । নিহতের আত্মীয়েরা কেমন আছেন ? কী চাইছেন ? সেইসব জানতেই আমরা সেখানে যাচ্ছি । আমরা আমাদের সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়াব ।" টুইটারে সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে দোলা (You have blood on your hand) বলেছেন, "আপনার হাতে রক্তের দাগ ৷ গোটা দেশ কিন্তু দেখছে ৷"

tmc-fact-finding-team-reaches-prayagraj-you-have-blood-on-your-hand-dola-sen-says-to-yogi-adityanath
প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

আরও পড়ুন: TMC fact finding team visiting Delhi: কাকলির নেতৃত্বে দিল্লির জাহাঙ্গিরপুরীতে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

এর আগে হাথরস কাণ্ডের সময়ও যোগীরাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তাঁদের ঢুকতে দেয়নি যোগী আদিত্যনাথের প্রশাসন । কিন্তু এ বার তাঁরা প্রয়াগরাজের ওই এলাকায় ঢুকতে গিয়ে কোনও বাধার মুখে পড়েননি । প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ দোলা সেন, মমতাবালা ঠাকুর, উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠি ও দলের প্রাক্তন সাংসদ উমা সোরেন ।

তৃণমূল প্রতিনিধি দলের সদস্য সাকেত বলেছেন, "প্রয়াগরাজে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক । বিজেপি নিজের রাষ্ট্রশক্তির ক্ষমতা দিয়ে সমস্ত সংবাদমাধ্যমের মুখ বন্ধ করে দিয়েছে । তাই ঘটনাটির ভয়াবহতা প্রকাশ্যে আসেনি । উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার এবং বিজেপি যে রাজ্য শাসনে ব্যর্থ হয়েছে, সে কথাই জনসমক্ষে তুলে ধরব আমরা ।"

আরও পড়ুন: Bjp Fact Finding Team Visit Hanskhali: হাঁসখালিতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা

এ দিন উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর দাবি করেছেন, "যোগীরাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই । আইনের শাসন তাদের কাছে আশা করাই মুর্খতা । আমরা গোটা পরিস্থিতি দেখে যাচ্ছি । সবটাই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরব । এরপর তিনি জনগণকে জানাবেন, যোগীর ডবল ইঞ্জিন সরকারে কতটা ভালো আছে উত্তরপ্রদেশের মানুষ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.