ETV Bharat / state

Kolkata Corporation Election 2021: পরিবারতন্ত্রের অভিযোগ, পৌর নির্বাচনের প্রার্থী তালিকা ঘিরে ক্ষোভ তৃণমূলের অন্দরে - TMC One Party One Position Rule

দীর্ঘ অপেক্ষার পর যখন প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল, তাকে ঘিরে পরিবারতন্ত্রের (Allegation of Dynasty Politics) অভিযোগ উঠছে দলের অন্দরেই । পৌরনিগম নির্বাচনের (Kolkata Corporation Election 2021) প্রার্থী তালিকায় নেতা-মন্ত্রীর ছেলেমেয়ে এবং আত্মীয়দের আধিক্য বলে অভিযোগ ।

TMC faces Allegations of Dynasty Politics for Kolkata Corporation Election 2021 candidate list
পৌর নির্বাচনে আগে পরিবারতন্ত্রের অভিযোগে বিদ্ধ তৃণমূল ।
author img

By

Published : Nov 27, 2021, 1:32 PM IST

কলকাতা, 27 নভেম্বর: শুধুমাত্র পদ আঁকড়ে পড়ে থাকা চলবে না । সংগঠনের কাজে যুক্ত হতে হবে । শুক্রবার পৌরনিগম নির্বাচনের (Kolkata Corporation Election 2021) প্রার্থী তালিকা ঘোষণা করার আগে এমনই বার্তা দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব (TMC Candidate List for Municipal Election) । কিন্তু দীর্ঘ অপেক্ষার পর যখন প্রার্থীদের নাম ঘোষণা হল, তাকে ঘিরে পরিবারতন্ত্রের (Allegation of Dynasty Politics) অভিযোগ উঠছে দলের অন্দরেই ।

শুক্রবার প্রার্থী ঘোষণার সময় 39 জনকে টিকিট দেওয়া হচ্ছে না বলে জানায় তৃণমূল নেতৃত্ব । তালিকা বেরোতে দেখা যায়, শান্তনু সেন, সুদর্শনা মুখোপাধ্যায়, রতন দে, রতন মালাকরদের নাম নেই । কিন্তু একঝাঁক নয়া প্রার্থী আনার যে দাবি করেছিল তৃণমূল, তালিকা বেরোতে দেখা যায়, তাতে দলের নেতা-মন্ত্রীদের ছেলেমেয়ে এবং পরিবারের সদস্যদেরই আধিক্য ।

রাজনীতিতে সে ভাবে সক্রিয় নন তবে তৃণমূল নেতার পরিবার-আত্মীয়, এই তালিকায় প্রথমেই নাম উঠে আসছে পূজা পাঁজার । রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজার মেয়ে তিনি । তাঁকে 8 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে । 58 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহাকে ৷ 68 নম্বর ওয়ার্ডে সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল ৷ শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন প্রার্থী হচ্ছেন 2 নম্বর ওয়ার্ডে ৷

আরও পড়ুন: Kolkata Corporation Election 2021 : কলকাতায় ফিরহাদ-সহ 6 বিধায়ককে ফের প্রার্থী করল তৃণমূল

তালিকায় অন্যতম উল্লেখযোগ্য নাম কাজরী বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তিনি ৷ তাঁকে 73 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে ৷ কলকাতা পুরসভার দীর্ঘদিনের মেয়র পারিষদ তারক সিংয়ের ছেলে এবং মেয়ে উভয়েই টিকিট পেয়েছেন ৷ 118 নম্বর ওয়ার্ডের প্রার্থী তারক সিং । তাঁর ছেলে টিকিট পেয়েছেন 117 নম্বর ওয়ার্ড থেকে। মেয়ে কৃষ্ণা সিং 116 নম্বর ওয়ার্ডের প্রার্থী । এ ছাড়া প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী তথা বিধায়ক রত্না চট্টোপাধ্যায় টিকিট পেয়েছেন 131 নম্বর ওয়ার্ডে, আগে যেটি তাঁর স্বামীর ওয়ার্ড ছিল ৷

তাতেই পরিবারতন্ত্র কায়েম রাখার অভিযোগ উঠছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷ দলের অন্দরেই ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে ৷ তাঁদের বক্তব্য, পৌর নির্বাচনের প্রার্থী ঠিক করতে ম্যারাথন বৈঠক হয় কালীঘাটে ৷ তাতে ভোটকুশলী প্রশান্ত কিশোরের শলা-পরামর্শও নেয় দলীয় নেতৃত্ব ৷ তার পরেও প্রার্থী তালিকায় ঠাসা নেতা-মন্ত্রীদের ছেলেমেয়ে এবং আত্মীয়তে ৷

অন্য দিকে, ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি থেকে সরে এসে দলের 6 বিধায়ক, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার, পরেশ পাল এবং রত্না চট্টোপাধ্যায়কেও পৌর নির্বাচনের প্রার্থী তালিকায় রাখা হয়েছে ৷ সাংসদ মালা রায়ও পৌর নির্বাচনে টিকিট পেয়েছেন ৷ রাজ্যসভার সাংসদ শান্তনু সেন টিকিট না পেলেও, তাঁর স্ত্রী কাকলিকে টিকিট দিয়েছে তৃণমূল ৷

আরও পড়ুন: Kolkata Corporation Election 2021 : দ্বিতীয় হওয়ার লক্ষ্য নিয়ে পুরো ভোটে বামেরা, খোলা রাখল জোটের জানালা

এ নিয়েও তীব্র সমালোচনা শুরু হয়েছে ৷ যদিও প্রকাশ্যে কেউই মুখ খুলতে রাজি নন ৷ দলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের পর ঘটা করে এক ব্যক্তি এক পদ চালু করার কথা বলে বেড়াচ্ছিল দলীয় নেতৃত্ব ৷ কিন্তু দলনেত্রীর উপস্থিতিতে পৌর নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হলেও, সেই অবস্থান ধরে রাখা গেল না ৷ তৃণমূল নেত্রীর পরিবার থেকে এত দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সক্রিয় রাজীনতিতে যুক্ত ছিলেন ৷ এখন আবার মমতা ভ্রাতৃবধূকে কেন টিকিট দিলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে ৷ তালিকায় নেতা-মন্ত্রীর ছেলেমেয়ে এবং আত্মীয়স্বজনদের প্রাধান্য দিয়ে তৃণমূল নেতৃত্ব আসলে বিজেপিকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণের সুযোগ করে দিচ্ছে বলেও মত দলের একাংশের ৷

কলকাতা, 27 নভেম্বর: শুধুমাত্র পদ আঁকড়ে পড়ে থাকা চলবে না । সংগঠনের কাজে যুক্ত হতে হবে । শুক্রবার পৌরনিগম নির্বাচনের (Kolkata Corporation Election 2021) প্রার্থী তালিকা ঘোষণা করার আগে এমনই বার্তা দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব (TMC Candidate List for Municipal Election) । কিন্তু দীর্ঘ অপেক্ষার পর যখন প্রার্থীদের নাম ঘোষণা হল, তাকে ঘিরে পরিবারতন্ত্রের (Allegation of Dynasty Politics) অভিযোগ উঠছে দলের অন্দরেই ।

শুক্রবার প্রার্থী ঘোষণার সময় 39 জনকে টিকিট দেওয়া হচ্ছে না বলে জানায় তৃণমূল নেতৃত্ব । তালিকা বেরোতে দেখা যায়, শান্তনু সেন, সুদর্শনা মুখোপাধ্যায়, রতন দে, রতন মালাকরদের নাম নেই । কিন্তু একঝাঁক নয়া প্রার্থী আনার যে দাবি করেছিল তৃণমূল, তালিকা বেরোতে দেখা যায়, তাতে দলের নেতা-মন্ত্রীদের ছেলেমেয়ে এবং পরিবারের সদস্যদেরই আধিক্য ।

রাজনীতিতে সে ভাবে সক্রিয় নন তবে তৃণমূল নেতার পরিবার-আত্মীয়, এই তালিকায় প্রথমেই নাম উঠে আসছে পূজা পাঁজার । রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজার মেয়ে তিনি । তাঁকে 8 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে । 58 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহাকে ৷ 68 নম্বর ওয়ার্ডে সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল ৷ শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন প্রার্থী হচ্ছেন 2 নম্বর ওয়ার্ডে ৷

আরও পড়ুন: Kolkata Corporation Election 2021 : কলকাতায় ফিরহাদ-সহ 6 বিধায়ককে ফের প্রার্থী করল তৃণমূল

তালিকায় অন্যতম উল্লেখযোগ্য নাম কাজরী বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তিনি ৷ তাঁকে 73 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে ৷ কলকাতা পুরসভার দীর্ঘদিনের মেয়র পারিষদ তারক সিংয়ের ছেলে এবং মেয়ে উভয়েই টিকিট পেয়েছেন ৷ 118 নম্বর ওয়ার্ডের প্রার্থী তারক সিং । তাঁর ছেলে টিকিট পেয়েছেন 117 নম্বর ওয়ার্ড থেকে। মেয়ে কৃষ্ণা সিং 116 নম্বর ওয়ার্ডের প্রার্থী । এ ছাড়া প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী তথা বিধায়ক রত্না চট্টোপাধ্যায় টিকিট পেয়েছেন 131 নম্বর ওয়ার্ডে, আগে যেটি তাঁর স্বামীর ওয়ার্ড ছিল ৷

তাতেই পরিবারতন্ত্র কায়েম রাখার অভিযোগ উঠছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷ দলের অন্দরেই ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে ৷ তাঁদের বক্তব্য, পৌর নির্বাচনের প্রার্থী ঠিক করতে ম্যারাথন বৈঠক হয় কালীঘাটে ৷ তাতে ভোটকুশলী প্রশান্ত কিশোরের শলা-পরামর্শও নেয় দলীয় নেতৃত্ব ৷ তার পরেও প্রার্থী তালিকায় ঠাসা নেতা-মন্ত্রীদের ছেলেমেয়ে এবং আত্মীয়তে ৷

অন্য দিকে, ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি থেকে সরে এসে দলের 6 বিধায়ক, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার, পরেশ পাল এবং রত্না চট্টোপাধ্যায়কেও পৌর নির্বাচনের প্রার্থী তালিকায় রাখা হয়েছে ৷ সাংসদ মালা রায়ও পৌর নির্বাচনে টিকিট পেয়েছেন ৷ রাজ্যসভার সাংসদ শান্তনু সেন টিকিট না পেলেও, তাঁর স্ত্রী কাকলিকে টিকিট দিয়েছে তৃণমূল ৷

আরও পড়ুন: Kolkata Corporation Election 2021 : দ্বিতীয় হওয়ার লক্ষ্য নিয়ে পুরো ভোটে বামেরা, খোলা রাখল জোটের জানালা

এ নিয়েও তীব্র সমালোচনা শুরু হয়েছে ৷ যদিও প্রকাশ্যে কেউই মুখ খুলতে রাজি নন ৷ দলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের পর ঘটা করে এক ব্যক্তি এক পদ চালু করার কথা বলে বেড়াচ্ছিল দলীয় নেতৃত্ব ৷ কিন্তু দলনেত্রীর উপস্থিতিতে পৌর নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হলেও, সেই অবস্থান ধরে রাখা গেল না ৷ তৃণমূল নেত্রীর পরিবার থেকে এত দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সক্রিয় রাজীনতিতে যুক্ত ছিলেন ৷ এখন আবার মমতা ভ্রাতৃবধূকে কেন টিকিট দিলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে ৷ তালিকায় নেতা-মন্ত্রীর ছেলেমেয়ে এবং আত্মীয়স্বজনদের প্রাধান্য দিয়ে তৃণমূল নেতৃত্ব আসলে বিজেপিকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণের সুযোগ করে দিচ্ছে বলেও মত দলের একাংশের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.