কলকাতা, 15 ফেব্রুয়ারি : বিধায়কের অশালীন মন্তব্যে পাশে দাঁড়াল না তৃণমূল । বরং তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় । বিধায়কের মন্তব্যের নিন্দা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও । এমনকী, পার্থ চট্টোপাধ্যায় অধিবেশন কক্ষেই স্পষ্ট জানিয়ে দেন, এই মন্তব্য সমর্থনযোগ্য নয় ।
আজ বাজেট অধিবেশন চলাকালীন বাম বিধায়ক জাহানারা খানকে ধর্ষণের হুমকি দেন মেমারির তৃণমূল বিধায়ক নার্গিস বেগম । বলেন, "আগে বলে নিই, তারপর তোর ধর্ষণটা হবে ।" এই মন্তব্য শোনার পর অধিবেশন কক্ষেই কেঁদে ফেলেন জাহানারা ।
নার্গিসের এই মন্তব্যের তীব্র নিন্দা করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । অধিবেশন কক্ষেই তিনি বলেন, "এই মন্তব্য সমর্থনযোগ্য নয় । আমাদের দল এর নিন্দা করেছে । যে বিধায়ক এই মন্তব্য করেছেন তাঁর পাশে দাঁড়াচ্ছি না ।" নার্গিসের মন্তব্যের সমালোচনার করেন তৃণমূল নেতা তাপস রায়ও । তিনি সাংবাদিকদের বলেন, "পার্লামেন্টারিয়ান প্র্যাকটিসে কিছু শব্দ ব্যবহার করা যায় । কিছু শব্দ ব্যবহার করা যায় না । বিধানসভায় 294 জন সদস্য আছি । আমাদের মনে রাখতে হবে এই সদনের একটা গরিমা রয়েছে । সেই গরিমা রক্ষা করার জন্য সংযতভাবে শব্দচয়ন করব । আমাদের যে বিধায়ক এই মন্তব্য করেছেন তিনি বিধানসভা কক্ষে দুঃখ প্রকাশ করেছেন ।"
অধিবেশনের প্রথমার্ধের পর বিজ়নেস অ্যাডভাইজ়ারি কমিটির বৈঠক বসে । সেই বৈঠকে নার্গিসের অশালীন মন্তব্য নিয়ে আলোচনা হয় । সিদ্ধান্ত নেওয়া হয়, নার্গিসকে জাহানারারা কাছে ক্ষমা চাইতে হবে । সেইমতো নার্গিসকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । তাঁর নির্দেশমতো অধিবেশনের দ্বিতীয়ার্ধের শুরুতেই সকলের সামনে হাতজোড় করে জাহানারার কাছে ক্ষমা চেয়ে নেন নার্গিস ।