ETV Bharat / state

দেশজুড়ে নিজেকে জুমলাবাজ প্রমাণ করেছেন, আজ রাজ্যে নিদর্শন রাখলেন; শাহকে কটাক্ষ তৃণমূলের - tmc criticises amit shah

TMC on Amit Shah: বুধবার ধর্মতলায় বিজেপির সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পালটা তাঁকে কটাক্ষ করেছে তৃণমূল ৷

ETV Bharat
তৃণমূলের সাংবাদিক সম্মেলন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 10:21 PM IST

Updated : Nov 29, 2023, 11:05 PM IST

কলকাতা, 29 নভেম্বর: "দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশজুড়ে নিজেকে জুমলাবাজ প্রমাণ করেছেন । বুধবার রাজ্যে তার নিদর্শন রেখে গিয়েছেন তিনি । অতীতে কোনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমন করেননি।" এদিন বিজেপির ধর্মতলার সভা শেষে তৃণমূলের রাজ্য দফতর থেকে সাংবাদিক সম্মেলন করে আমি শাহকে এমনই কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ।

রাজ্যের আরেক মন্ত্রী শশী পাঁজার কটাক্ষ, জনসভা নয়, এদিন পথসভা করেছেন অমিত শাহ ৷ কলকাতায় অমিত শাহের এদিনের সমাবেশ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেননি । তবে দলের তরফে বিজেপির এদিনের সভা ও প্রধান বক্তা অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন শশী পাঁজা, পার্থ ভৌমিক, কুণাল ঘোষরা । সাংবাদিক সম্মেলন থেকে গেরুয়া শিবিরকে এদিন পালটা কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল নেতৃত্ব ।

এদিন পার্থ ভৌমিক ও শশী পাঁজার দাবি, বাংলার পাওনা টাকা নিয়ে একটাও কথা বলেননি অমিত শাহ । যাদের ভোট চাইতে সভায় এলেন সেই গরিব মানুষদের অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । বিজেপি যে অভিযোগের বক্স করেছে তাতে কী জমা পড়েছে তাও খুলে দেখতে পরামর্শ দিয়েছেন তৃণমূল নেতারা ৷ তৃণমূলের অভিযোগ, একশো দিনের কাজের বকেয়া প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। জিএসটি'র টাকাও দেওয়া হচ্ছে না । বিজেপি বিধায়করাও বলছে এবার টাকা না দিলে ভোট প্রভাব পড়বে ।

এদিন অমিত শাহ দাবি করেছেন, ইউপিএ সরকার যা দিয়েছে তার থেকে অনেক বেশি টাকা রাজ্যকে মোদি সরকার দিয়েছে । এই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, তখন টাকার মূল্য কী ছিল আর এখন কী হয়েছে সেটা আগে বলুন অমিত শাহ । তৃণমূলের কটাক্ষ, "চিন ঢুকে পড়ছে তাতে কোনও মাথা ব্যাথা নেই, আর এখানে অনুপ্রবেশ নিয়ে বলতে এসেছেন শাহ । বিএসএফ সাধারণ নাগরিকদের হেনস্থা করছে সেদিকে কে দেখবে ? বাংলায় সারদা-নারদা দুর্নীতির নায়ক শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলছেন অমিত শাহ ?" এদিন তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিল । 13 জনের প্রাণ গিয়েছিল বলে ভোটার পরিচয়পত্র পেয়েছে গোটা দেশ। সেই কার্ড আপনি নিয়েও ভোট দিতে যান। সেই জায়গাকে অপমান করেছেন।

আরও পড়ুন:

  1. বিধানসভার অন্দরে বেনজির পরিস্থিতি, তৃণমূল-বিজেপি মুখোমুখি বিক্ষোভে উত্তেজনা
  2. সুকান্তর পদবি বলতে গিয়ে হোঁচট খেলেন শাহ, মাত্র 23 মিনিটেই শেষ অমিত-ভাষণ
  3. চব্বিশে এত আসনে জেতান যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি, ভোটারদের বার্তা অমিত শাহের

কলকাতা, 29 নভেম্বর: "দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশজুড়ে নিজেকে জুমলাবাজ প্রমাণ করেছেন । বুধবার রাজ্যে তার নিদর্শন রেখে গিয়েছেন তিনি । অতীতে কোনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমন করেননি।" এদিন বিজেপির ধর্মতলার সভা শেষে তৃণমূলের রাজ্য দফতর থেকে সাংবাদিক সম্মেলন করে আমি শাহকে এমনই কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ।

রাজ্যের আরেক মন্ত্রী শশী পাঁজার কটাক্ষ, জনসভা নয়, এদিন পথসভা করেছেন অমিত শাহ ৷ কলকাতায় অমিত শাহের এদিনের সমাবেশ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেননি । তবে দলের তরফে বিজেপির এদিনের সভা ও প্রধান বক্তা অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন শশী পাঁজা, পার্থ ভৌমিক, কুণাল ঘোষরা । সাংবাদিক সম্মেলন থেকে গেরুয়া শিবিরকে এদিন পালটা কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল নেতৃত্ব ।

এদিন পার্থ ভৌমিক ও শশী পাঁজার দাবি, বাংলার পাওনা টাকা নিয়ে একটাও কথা বলেননি অমিত শাহ । যাদের ভোট চাইতে সভায় এলেন সেই গরিব মানুষদের অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । বিজেপি যে অভিযোগের বক্স করেছে তাতে কী জমা পড়েছে তাও খুলে দেখতে পরামর্শ দিয়েছেন তৃণমূল নেতারা ৷ তৃণমূলের অভিযোগ, একশো দিনের কাজের বকেয়া প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। জিএসটি'র টাকাও দেওয়া হচ্ছে না । বিজেপি বিধায়করাও বলছে এবার টাকা না দিলে ভোট প্রভাব পড়বে ।

এদিন অমিত শাহ দাবি করেছেন, ইউপিএ সরকার যা দিয়েছে তার থেকে অনেক বেশি টাকা রাজ্যকে মোদি সরকার দিয়েছে । এই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, তখন টাকার মূল্য কী ছিল আর এখন কী হয়েছে সেটা আগে বলুন অমিত শাহ । তৃণমূলের কটাক্ষ, "চিন ঢুকে পড়ছে তাতে কোনও মাথা ব্যাথা নেই, আর এখানে অনুপ্রবেশ নিয়ে বলতে এসেছেন শাহ । বিএসএফ সাধারণ নাগরিকদের হেনস্থা করছে সেদিকে কে দেখবে ? বাংলায় সারদা-নারদা দুর্নীতির নায়ক শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলছেন অমিত শাহ ?" এদিন তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিল । 13 জনের প্রাণ গিয়েছিল বলে ভোটার পরিচয়পত্র পেয়েছে গোটা দেশ। সেই কার্ড আপনি নিয়েও ভোট দিতে যান। সেই জায়গাকে অপমান করেছেন।

আরও পড়ুন:

  1. বিধানসভার অন্দরে বেনজির পরিস্থিতি, তৃণমূল-বিজেপি মুখোমুখি বিক্ষোভে উত্তেজনা
  2. সুকান্তর পদবি বলতে গিয়ে হোঁচট খেলেন শাহ, মাত্র 23 মিনিটেই শেষ অমিত-ভাষণ
  3. চব্বিশে এত আসনে জেতান যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি, ভোটারদের বার্তা অমিত শাহের
Last Updated : Nov 29, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.