ETV Bharat / state

TMC Slams BJP: অখিলের মন্তব্য বিতর্কে বিজেপি'কে পালটা নৈতিকতার পাঠ তৃণমূলের - অখিল ইস্যুতে বিজেপিকে আক্রমণ তৃণমূলের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের প্রেক্ষিতে বিতর্কের ঝড় বইছে ৷ বিষয়টি নিয়ে বিজেপির আক্রমণের পালটা জবাব দিল তৃণমূল (TMC counter attacks BJP on Akhil Giri comment issue) ৷

ETV Bharat
kunal ghosh
author img

By

Published : Nov 13, 2022, 8:57 PM IST

কলকাতা, 13 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরির মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি (Akhil Giri comments on President Murmu)। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির তরফ থেকে অখিলের এই মন্তব্যের প্রতিবাদে কর্মসূচি চলছে । রাজ্যে একাধিক থানায় অখিল গিরির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি ৷ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও দিল্লির নর্থ এভিনিউ থানায় অখিল গিরির নামে অভিযোগ দায়ের করেছেন । পাশাপাশি, এই ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেছেন লকেট ৷ এর পালটা জবাব দিয়েছে তৃণমূল ৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে লকেট চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন,অখিল গিরির মন্তব্যের পর (Controversial comment of Akhil Giri) 48 ঘণ্টা কেটে গেলেও কেন এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী ? কেন অখিলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? একইসঙ্গে তাঁর আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অখিল গিরিকে দল থেকে বের করে দিন এবং তিনি নিজে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ক্ষমা চান ।

আরও পড়ুন: 'পুরনো অপরাধী', অখিলকে টুইট-তোপ অমিত মালব্যর

লকেট চট্টোপাধ্যায়ের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর এর পালটা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC counter attacks BJP on Akhil Giri comment issue) ৷ দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "দেশের মহামান্য রাষ্ট্রপতি প্রসঙ্গে অখিল গিরি যা বলেছেন তৃণমূল কংগ্রেস তা অনুমোদন করে না । দল এই মন্তব্যের নিন্দা করে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে নারী শক্তির কথা । তিনি নিজে রথ যাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন, বিজেপি আগে দ্রৌপদী মুর্মুর কথা জানালে সর্বসম্মত ভাবে তাঁকে জিতিয়ে আনার বিষয়ে তিনি চেষ্টা করতেন । কাজেই অখিল গিরির বক্তব্য তাঁর ব্যক্তিগত । ইতিমধ্যে এই নিয়ে তিনি নিজেও প্রতিক্রিয়া দিয়েছেন । আমরা কোনওভাবে তাঁকে বাঁচানোর চেষ্টা করছি না বা সমর্থনও করছি না । কিন্তু যেভাবে বিজেপি এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে তা গ্রহণযোগ্য নয় ।"

কুণাল ঘোষের (Kunal Ghosh) আরও দাবি করেন, "বিজেপির অন্তত এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করার কোনও নৈতিক অধিকার নেই । কারণ দিনের পর দিন বিরোধী দলনেতা বয়সে পিতৃসম অখিল গিরিকে কাক বলে আক্রমণ করেছেন । খোদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুন্ডা পড়ার কথা বলেছেন । প্রধানমন্ত্রী নিজে এ রাজ্যে এসে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে 'দিদি ও দিদি' বলে উপহাস করেছেন ৷ সেখানে দাঁড়িয়ে বিজেপির অন্তত তৃণমূলকে এই নিয়ে কিছু বলার নৈতিক অধিকার নেই ।"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী নিজে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, দাবি লকেটের

কুণালের কথায়, "যখন দেশের প্রধানমন্ত্রী ইভটিজারের মতো দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন তখন কোথায় ছিল আপনাদের ভাষা । তখন কেন তাঁদের থামানো হয়নি, তখন কেন নিন্দা করেননি আপনারা । তৃণমূল কংগ্রেস তো অখিল গিরির বক্তব্যের নিন্দা করছে । এটাই বিজেপির সঙ্গে তৃণমূলের তফাৎ ।" নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও বেগম, কখনও নানা ধর্মীয় ইঙ্গিত করে আক্রমণ করা হয়েছে । বারমুডা পরানো হবে বলা হয়েছে ৷ আমরা কি এর বিরুদ্ধে এফআইআর করতে পারতাম না ? এসব করার বদলে বিজেপি নিজেকে সামলাক । আমরা তো বারবার বলছি, আদিবাসী সমাজের ওপরে আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে । বয়স্ক মানুষ প্ররোচনায় পা দিয়ে ভুল কথা বলেছেন, অন্যায় কথা বলেছেন । দল যা বলার তা স্পষ্টভাবেই জানিয়েছে ।"

কলকাতা, 13 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরির মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি (Akhil Giri comments on President Murmu)। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির তরফ থেকে অখিলের এই মন্তব্যের প্রতিবাদে কর্মসূচি চলছে । রাজ্যে একাধিক থানায় অখিল গিরির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি ৷ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও দিল্লির নর্থ এভিনিউ থানায় অখিল গিরির নামে অভিযোগ দায়ের করেছেন । পাশাপাশি, এই ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেছেন লকেট ৷ এর পালটা জবাব দিয়েছে তৃণমূল ৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে লকেট চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন,অখিল গিরির মন্তব্যের পর (Controversial comment of Akhil Giri) 48 ঘণ্টা কেটে গেলেও কেন এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী ? কেন অখিলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? একইসঙ্গে তাঁর আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অখিল গিরিকে দল থেকে বের করে দিন এবং তিনি নিজে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ক্ষমা চান ।

আরও পড়ুন: 'পুরনো অপরাধী', অখিলকে টুইট-তোপ অমিত মালব্যর

লকেট চট্টোপাধ্যায়ের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর এর পালটা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC counter attacks BJP on Akhil Giri comment issue) ৷ দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "দেশের মহামান্য রাষ্ট্রপতি প্রসঙ্গে অখিল গিরি যা বলেছেন তৃণমূল কংগ্রেস তা অনুমোদন করে না । দল এই মন্তব্যের নিন্দা করে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে নারী শক্তির কথা । তিনি নিজে রথ যাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন, বিজেপি আগে দ্রৌপদী মুর্মুর কথা জানালে সর্বসম্মত ভাবে তাঁকে জিতিয়ে আনার বিষয়ে তিনি চেষ্টা করতেন । কাজেই অখিল গিরির বক্তব্য তাঁর ব্যক্তিগত । ইতিমধ্যে এই নিয়ে তিনি নিজেও প্রতিক্রিয়া দিয়েছেন । আমরা কোনওভাবে তাঁকে বাঁচানোর চেষ্টা করছি না বা সমর্থনও করছি না । কিন্তু যেভাবে বিজেপি এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে তা গ্রহণযোগ্য নয় ।"

কুণাল ঘোষের (Kunal Ghosh) আরও দাবি করেন, "বিজেপির অন্তত এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করার কোনও নৈতিক অধিকার নেই । কারণ দিনের পর দিন বিরোধী দলনেতা বয়সে পিতৃসম অখিল গিরিকে কাক বলে আক্রমণ করেছেন । খোদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুন্ডা পড়ার কথা বলেছেন । প্রধানমন্ত্রী নিজে এ রাজ্যে এসে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে 'দিদি ও দিদি' বলে উপহাস করেছেন ৷ সেখানে দাঁড়িয়ে বিজেপির অন্তত তৃণমূলকে এই নিয়ে কিছু বলার নৈতিক অধিকার নেই ।"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী নিজে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, দাবি লকেটের

কুণালের কথায়, "যখন দেশের প্রধানমন্ত্রী ইভটিজারের মতো দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন তখন কোথায় ছিল আপনাদের ভাষা । তখন কেন তাঁদের থামানো হয়নি, তখন কেন নিন্দা করেননি আপনারা । তৃণমূল কংগ্রেস তো অখিল গিরির বক্তব্যের নিন্দা করছে । এটাই বিজেপির সঙ্গে তৃণমূলের তফাৎ ।" নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও বেগম, কখনও নানা ধর্মীয় ইঙ্গিত করে আক্রমণ করা হয়েছে । বারমুডা পরানো হবে বলা হয়েছে ৷ আমরা কি এর বিরুদ্ধে এফআইআর করতে পারতাম না ? এসব করার বদলে বিজেপি নিজেকে সামলাক । আমরা তো বারবার বলছি, আদিবাসী সমাজের ওপরে আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে । বয়স্ক মানুষ প্ররোচনায় পা দিয়ে ভুল কথা বলেছেন, অন্যায় কথা বলেছেন । দল যা বলার তা স্পষ্টভাবেই জানিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.