ETV Bharat / state

TMC-Congress Conflict : ‘কংগ্রেসের সঙ্গে সমন্বয় রেখে চলতে আগ্রহী নই’, শীতকালীন অধিবেশনের আগে জানিয়ে দিল তৃণমূল - TMC-Congress Conflict

বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছিল সবে ৷ কিন্তু গোড়াতেই খাঁড়া হয়ে নেমে এল দুই দলের বিবাদ (TMC-Congress Conflict) ৷ সংসদে শীতকালীন অধিবেশনের (Winter Session of parliament) আগে যখন কেন্দ্রকে প্রশ্নবাণে ঘিরে ধরার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির, সেই সময়ও কংগ্রেসের প্রতি অসন্তোষ তুলে ধরল তৃণমূল ৷

TMC-Congress Conflict all set to reach winter session of Parliament
কংগ্রেসের সঙ্গে সংঘাত ক্রমশই বাড়ছে তৃণমূলের ।
author img

By

Published : Nov 27, 2021, 7:33 PM IST

কলকাতা, 27 নভেম্বর: বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছিল সবে ৷ কিন্তু গোড়াতেই খাঁড়া হয়ে নেমে এল দুই দলের বিবাদ (TMC-Congress Conflict) ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কেন্দ্রের বিরুদ্ধে সংসদেও কংগ্রেসের সঙ্গে একজোট হতে নারাজ তৃণমূল ৷ এতে বিজেপি শিবিরের পালে হাওয়া লাগলেও, কংগ্রেসের প্রতি অসন্তোষ নিয়ে আর কোনও রাখঢাকও করতে চাইছে না তারা ৷

বিজেপি-র বিরুদ্ধে কংগ্রেসের সক্রিয়তা নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন তুলে আসছেন তৃণমূল নেতৃত্ব ৷ সংসদে শীতকালীন অধিবেশনের (Winter Session of parliament) আগে যখন কেন্দ্রকে প্রশ্নবাণে ঘিরে ধরার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির, সেই সময়ও কংগ্রেসের প্রতি অসন্তোষ তুলে ধরল তৃণমূল ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে দলের এক শীর্ষস্থানীয় নেতা জানান, জনস্বার্থে বিরোধী দলগুলির সঙ্গে একজোট হয়ে সংসদে কেন্দ্রের বিরোধিতা করা হবে ৷ কিন্তু কংগ্রেসের সঙ্গে সমন্বয় বজায় রাখতে একেবারেই আগ্রহী নয় দল ৷

শুধু তাই নয়, 29 নভেম্বর বিরোধী দলগুলিকে নিয়ে যে বৈঠকের ডাক দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Leader of Opposition Mallikarjun Kharge), তাতেও তৃণমূলের যোগ দেওয়ার সম্ভাবনা কম ৷ তৃণমূলের ওই নেতার দাবি, গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতাই নেই কংগ্রেস নেতৃত্বের ৷ ওই দিন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের জাতীয় সমব্নয় কমিটির বৈঠক ডেকেছেন ৷ সংসদে দলের অবস্থান কী হবে, সেখানে দলনেত্রীই তা ঠিক করে দেবেন ৷

আরও পড়ুন: KMC Election 2021: বামেদের জোটবার্তায় সাড়া না দিয়ে কলকাতার পৌরভোটে প্রার্থী দিচ্ছে কংগ্রেস

কংগ্রেসের প্রতি বিতৃষ্ণা উগরে দিতে গিয়ে ওই তৃণমূল নেতা বলেন, ‘‘শীতকালীন অধিবেশনে কংগ্রেসের সঙ্গে কোনও সমন্বয় রাখাতেই আগ্রহী নই আমরা ৷ আগে দলের অন্দরে সমন্বয় গড়ে তুলুক কংগ্রেস ৷ নিজের ঘর ঠিক করুক আগে ৷ তার পর অন্যদের এক ছাতার তলায় নিয়ে আসার কথা ভাববে ৷ অন্য বিরোধী দলের সঙ্গে সংসদে মানুষের সমস্যা তুলে ধরব আমরা ৷ তবে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলের বৈঠকে হয়ত যোগ দেওয়া হবে না ৷’’

প্রকাশ্যে সমালোচনা থেকে দল পর্যন্ত ভাঙাতে শুরু করেছে তৃণমূল ৷ তা সত্ত্বেও তাদের সঙ্গে নিয়েই বিজেপি-র বিরুদ্ধে একজোট প্রতিরোধ গড়ে তুলতে আগ্রহী কংগ্রেস ৷ কিন্তু কংগ্রেসের সঙ্গে কোনও রকম সমন্বয় বজায় রাখতে নারাজ তৃণমূল ৷ তাই সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেসের সঙ্গে দল কোনও রকম সহযোগিতায় করবে না বলে এ বার জানালেন তৃণমূলের শীর্ষ স্তরের এক নেতা ৷

কৃষি আইন প্রত্যাহার, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, ইডি-সিবিআই কর্তাদের মেয়াদবৃদ্ধি, বিএসএফ-এর এক্তিয়ারবৃদ্ধি, যুক্তরাষ্ট্রী পরিকাঠামোর অবক্ষয়, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং বেসরকারিকরণ-সহ একাধিক বিষয় সংসদে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ তবে কংগ্রেসের সঙ্গে মিটমাট নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি ৷

আরও পড়ুন: Surjya Kanta on KMC Election 2021 : পৌরভোটে বিজেপি-তৃণমূল বিরোধীদের পাশে থাকার বার্তা সূর্যকান্তের

তৃণমূল এবং কংগ্রেসের বোঝাপড়ায় ছন্দপতনের সূত্রপাত ঘটে কয়েক মাস আগেই ৷ তৃতীয় বার বাংলায় ক্ষমতায় ফিরেই 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী মজবুত বিরোধী জোট গড়ে তোলার বার্তা নিয়ে দিল্লি ছুটে গিয়েছিলেন মমতা ৷ সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির সঙ্গেও সেখানে সাক্ষাৎ করেন তিনি ৷ কিন্তু কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে সে ভাবে গরজ দেখানো হয়নি বলে অভিযোগ ৷

তার জেরে লাগাতার কংগ্রেস নেতৃত্বকে নিশানা করে আসছেন মমতা-সহ দলের অন্য নেতা-নেত্রীরা ৷ বিজেপি-র বিরুদ্ধে কংগ্রেসের অবস্থান, বিরোধী শিবিরের মুখ হিসেবে রাহুলের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা ৷ তার পর গোয়া, ত্রিপুরা মেঘালয়ে কংগ্রেসের দলও ভাঙিয়ে নেয় তারা ।

যদিও সম্প্রতি মল্লিকার্জুন সাফ জানিয়ে দেন, তৃণমূল দলই ভাঙাক, আর সমালোচনাই করুক, তাদের বাদ দিয়ে বিজেপি বিরোধী জোটের আলোচনা এগনোর প্রশ্নই আসে না । যেন তেন প্রকারে বিরোধী ঐক্য ধরে রাখতেই হবে বলে জানান তিনি ।

কলকাতা, 27 নভেম্বর: বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছিল সবে ৷ কিন্তু গোড়াতেই খাঁড়া হয়ে নেমে এল দুই দলের বিবাদ (TMC-Congress Conflict) ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কেন্দ্রের বিরুদ্ধে সংসদেও কংগ্রেসের সঙ্গে একজোট হতে নারাজ তৃণমূল ৷ এতে বিজেপি শিবিরের পালে হাওয়া লাগলেও, কংগ্রেসের প্রতি অসন্তোষ নিয়ে আর কোনও রাখঢাকও করতে চাইছে না তারা ৷

বিজেপি-র বিরুদ্ধে কংগ্রেসের সক্রিয়তা নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন তুলে আসছেন তৃণমূল নেতৃত্ব ৷ সংসদে শীতকালীন অধিবেশনের (Winter Session of parliament) আগে যখন কেন্দ্রকে প্রশ্নবাণে ঘিরে ধরার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির, সেই সময়ও কংগ্রেসের প্রতি অসন্তোষ তুলে ধরল তৃণমূল ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে দলের এক শীর্ষস্থানীয় নেতা জানান, জনস্বার্থে বিরোধী দলগুলির সঙ্গে একজোট হয়ে সংসদে কেন্দ্রের বিরোধিতা করা হবে ৷ কিন্তু কংগ্রেসের সঙ্গে সমন্বয় বজায় রাখতে একেবারেই আগ্রহী নয় দল ৷

শুধু তাই নয়, 29 নভেম্বর বিরোধী দলগুলিকে নিয়ে যে বৈঠকের ডাক দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Leader of Opposition Mallikarjun Kharge), তাতেও তৃণমূলের যোগ দেওয়ার সম্ভাবনা কম ৷ তৃণমূলের ওই নেতার দাবি, গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতাই নেই কংগ্রেস নেতৃত্বের ৷ ওই দিন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের জাতীয় সমব্নয় কমিটির বৈঠক ডেকেছেন ৷ সংসদে দলের অবস্থান কী হবে, সেখানে দলনেত্রীই তা ঠিক করে দেবেন ৷

আরও পড়ুন: KMC Election 2021: বামেদের জোটবার্তায় সাড়া না দিয়ে কলকাতার পৌরভোটে প্রার্থী দিচ্ছে কংগ্রেস

কংগ্রেসের প্রতি বিতৃষ্ণা উগরে দিতে গিয়ে ওই তৃণমূল নেতা বলেন, ‘‘শীতকালীন অধিবেশনে কংগ্রেসের সঙ্গে কোনও সমন্বয় রাখাতেই আগ্রহী নই আমরা ৷ আগে দলের অন্দরে সমন্বয় গড়ে তুলুক কংগ্রেস ৷ নিজের ঘর ঠিক করুক আগে ৷ তার পর অন্যদের এক ছাতার তলায় নিয়ে আসার কথা ভাববে ৷ অন্য বিরোধী দলের সঙ্গে সংসদে মানুষের সমস্যা তুলে ধরব আমরা ৷ তবে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলের বৈঠকে হয়ত যোগ দেওয়া হবে না ৷’’

প্রকাশ্যে সমালোচনা থেকে দল পর্যন্ত ভাঙাতে শুরু করেছে তৃণমূল ৷ তা সত্ত্বেও তাদের সঙ্গে নিয়েই বিজেপি-র বিরুদ্ধে একজোট প্রতিরোধ গড়ে তুলতে আগ্রহী কংগ্রেস ৷ কিন্তু কংগ্রেসের সঙ্গে কোনও রকম সমন্বয় বজায় রাখতে নারাজ তৃণমূল ৷ তাই সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেসের সঙ্গে দল কোনও রকম সহযোগিতায় করবে না বলে এ বার জানালেন তৃণমূলের শীর্ষ স্তরের এক নেতা ৷

কৃষি আইন প্রত্যাহার, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, ইডি-সিবিআই কর্তাদের মেয়াদবৃদ্ধি, বিএসএফ-এর এক্তিয়ারবৃদ্ধি, যুক্তরাষ্ট্রী পরিকাঠামোর অবক্ষয়, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং বেসরকারিকরণ-সহ একাধিক বিষয় সংসদে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ তবে কংগ্রেসের সঙ্গে মিটমাট নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি ৷

আরও পড়ুন: Surjya Kanta on KMC Election 2021 : পৌরভোটে বিজেপি-তৃণমূল বিরোধীদের পাশে থাকার বার্তা সূর্যকান্তের

তৃণমূল এবং কংগ্রেসের বোঝাপড়ায় ছন্দপতনের সূত্রপাত ঘটে কয়েক মাস আগেই ৷ তৃতীয় বার বাংলায় ক্ষমতায় ফিরেই 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী মজবুত বিরোধী জোট গড়ে তোলার বার্তা নিয়ে দিল্লি ছুটে গিয়েছিলেন মমতা ৷ সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির সঙ্গেও সেখানে সাক্ষাৎ করেন তিনি ৷ কিন্তু কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে সে ভাবে গরজ দেখানো হয়নি বলে অভিযোগ ৷

তার জেরে লাগাতার কংগ্রেস নেতৃত্বকে নিশানা করে আসছেন মমতা-সহ দলের অন্য নেতা-নেত্রীরা ৷ বিজেপি-র বিরুদ্ধে কংগ্রেসের অবস্থান, বিরোধী শিবিরের মুখ হিসেবে রাহুলের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা ৷ তার পর গোয়া, ত্রিপুরা মেঘালয়ে কংগ্রেসের দলও ভাঙিয়ে নেয় তারা ।

যদিও সম্প্রতি মল্লিকার্জুন সাফ জানিয়ে দেন, তৃণমূল দলই ভাঙাক, আর সমালোচনাই করুক, তাদের বাদ দিয়ে বিজেপি বিরোধী জোটের আলোচনা এগনোর প্রশ্নই আসে না । যেন তেন প্রকারে বিরোধী ঐক্য ধরে রাখতেই হবে বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.