ETV Bharat / state

কেন ভরাডুরি ? কারণ অনুসন্ধানে কাল কালীঘাটে জরুরি বৈঠক মমতার - tmc

সূত্রের খবর, আগামীকালের বৈঠকে বিভিন্ন জেলার সভাপতি, পর্যবেক্ষকদের কাছ থেকে রিপোর্ট চাইবেন মমতা । সেই রিপোর্টের ভিত্তিতে আগামীদিনে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে । পাশাপাশি, ওই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও ঘোষণা করতে পারেন মমতা । রদবদল হতে পারে দায়িত্বেরও ।

মমতা বন্দ্যোপাধ্য়ায়
author img

By

Published : May 24, 2019, 8:55 PM IST

কলকাতা, 24 মে : ক্ষতি যা হওয়ার হয়ে গেছে । গেরুয়া ঝড়ে নড়ে গেছে মমতার যাবতীয় প্রতিরোধ । 2 থেকে রকেট গতিতে 18-তে উঠে এসেছে BJP । অন্য দিকে, 34 থেকে 22-এ নেমে এসেছে তৃণমূলের আসন সংখ্যা । কিন্তু, কেন এমন হল পরিস্থিতি ? এই বিষয়গুলি নিয়েই পর্যালোচনায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো । আগামীকাল কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় । শীর্ষ নেতাদের পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষকদেরও ।

এবারের লোকসভা ভোটে প্রথম থেকেই মোদি বিরোধী সুরকে সপ্তমে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রে সরকার গঠনে তৃণমূল নির্ধারকের ভূমিকা নেবে বলেও দাবি করেছিলেন তিনি । একই সঙ্গে মমতার দাবি ছিল, 42-এ 42 । কিন্তু, গতকাল ভোটের ফল প্রকাশের পর মমতার স্বপ্নের ফানুস কার্যত চুপসে গেছে । শুধু লোকসভা ভোটই নয়, বিধানসভা হিসেবেও হাল বেশ খারাপ । লোকসভা ভোটের ফলের নিরিখে ১৩৬টি বিধানসভায় হার । বিধানসভার উপনির্বাচনেও আটটির মধ্যে তিনটিতে জয় । BJP-র জয় চারটিতে, একটিতে কংগ্রেস । কিন্তু, কেন হল এমন পরিস্থিতি ? তৃণমূল সূত্রে খবর, এবারের ফল নিয়ে পোস্টমর্টেম করতেই আগামীকালের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী ।

সূত্রের খবর, আগামীকালের বৈঠকে বিভিন্ন জেলার সভাপতি, পর্যবেক্ষকদের কাছ থেকে রিপোর্ট চাইবেন মমতা । সেই রিপোর্টের ভিত্তিতে আগামীদিনে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে । পাশাপাশি, ওই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও ঘোষণা করতে পারেন মমতা । রদবদল হতে পারে দায়িত্বেরও ।

আজই দল বিরোধী মন্তব্যের জন্য সাসপেন্ড করা হয়েছে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুকে । BJP-র তরফে দাবি করা হচ্ছিল তৃণমূলের বহু নেতা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে । এমন কী, শীঘ্রই 50 জন তৃণমূল নেতা BJP-তে যোগ দেবেন । বেশ কয়েকজন বিধায়কও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও মুকুল রায়-দিলীপ ঘোষরা দাবি করছিলেন বার বার । গত কাল ভোটের ফল প্রকাশের পর ফের সামনে আসতে শুরু করেছে দলবিরোধী কার্যকলাপের তত্ত্ব । এই পরিস্থিতিতে কী হবে আগামীদিনের ব্লু-প্রিন্ট ? কেমন ভাবে রোখা সম্ভব গেরুয়া ঝড় ? এ সব বিষয় উঠতে পারে বৈঠকে ।

কলকাতা, 24 মে : ক্ষতি যা হওয়ার হয়ে গেছে । গেরুয়া ঝড়ে নড়ে গেছে মমতার যাবতীয় প্রতিরোধ । 2 থেকে রকেট গতিতে 18-তে উঠে এসেছে BJP । অন্য দিকে, 34 থেকে 22-এ নেমে এসেছে তৃণমূলের আসন সংখ্যা । কিন্তু, কেন এমন হল পরিস্থিতি ? এই বিষয়গুলি নিয়েই পর্যালোচনায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো । আগামীকাল কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় । শীর্ষ নেতাদের পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষকদেরও ।

এবারের লোকসভা ভোটে প্রথম থেকেই মোদি বিরোধী সুরকে সপ্তমে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রে সরকার গঠনে তৃণমূল নির্ধারকের ভূমিকা নেবে বলেও দাবি করেছিলেন তিনি । একই সঙ্গে মমতার দাবি ছিল, 42-এ 42 । কিন্তু, গতকাল ভোটের ফল প্রকাশের পর মমতার স্বপ্নের ফানুস কার্যত চুপসে গেছে । শুধু লোকসভা ভোটই নয়, বিধানসভা হিসেবেও হাল বেশ খারাপ । লোকসভা ভোটের ফলের নিরিখে ১৩৬টি বিধানসভায় হার । বিধানসভার উপনির্বাচনেও আটটির মধ্যে তিনটিতে জয় । BJP-র জয় চারটিতে, একটিতে কংগ্রেস । কিন্তু, কেন হল এমন পরিস্থিতি ? তৃণমূল সূত্রে খবর, এবারের ফল নিয়ে পোস্টমর্টেম করতেই আগামীকালের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী ।

সূত্রের খবর, আগামীকালের বৈঠকে বিভিন্ন জেলার সভাপতি, পর্যবেক্ষকদের কাছ থেকে রিপোর্ট চাইবেন মমতা । সেই রিপোর্টের ভিত্তিতে আগামীদিনে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে । পাশাপাশি, ওই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও ঘোষণা করতে পারেন মমতা । রদবদল হতে পারে দায়িত্বেরও ।

আজই দল বিরোধী মন্তব্যের জন্য সাসপেন্ড করা হয়েছে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুকে । BJP-র তরফে দাবি করা হচ্ছিল তৃণমূলের বহু নেতা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে । এমন কী, শীঘ্রই 50 জন তৃণমূল নেতা BJP-তে যোগ দেবেন । বেশ কয়েকজন বিধায়কও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও মুকুল রায়-দিলীপ ঘোষরা দাবি করছিলেন বার বার । গত কাল ভোটের ফল প্রকাশের পর ফের সামনে আসতে শুরু করেছে দলবিরোধী কার্যকলাপের তত্ত্ব । এই পরিস্থিতিতে কী হবে আগামীদিনের ব্লু-প্রিন্ট ? কেমন ভাবে রোখা সম্ভব গেরুয়া ঝড় ? এ সব বিষয় উঠতে পারে বৈঠকে ।

Intro:কলকাতা, ২৪ মে : দলের চরম বিপর্যয়ের কারণ বিশ্লেষণের জন্য আগামীকাল নিজের কালীঘাটের বাড়িতে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ নেতাদের পাশাপাশি, জেলা সভাপতি এবং জেলা পর্যবেক্ষকদেরও বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। হাজির থাকার কথা বলেছেন দলের পরাজিত প্রার্থী এবং দলের জয়ী প্রার্থীদেরও। বিশেষ এই বৈঠক থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিতে পারেন তিনি। দলের অন্দরে রদবদল ঘটানোর সম্ভাবনা রয়েছে বলেই খবর।Body:৪২ এ ৪২- এর ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাত্র ২২ আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হল তাঁকে। ঘাড়ে গরম নিশ্বাস ফেলে রাজ‍্যে চরমভাবে উত্থান হল বিজেপির। যা নিয়ে ফলাফলের পরে রীতিমতো অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক শিবির। বিশেষ করে জেলার ফল হয়েছে খুবই করুন। প্রসঙ্গত, নির্বাচনকে সামনে রেখে প্রায় ১৫০ ওপর সভা ও মিছিল করেছেন তৃণমূল নেত্রী। এর বেশিরভাগটাই তিনি করেছেন জেলাতে। জেলার ফল নিয়েই প্রত্যাশিত ছিলেন তিনি। ফলাফলের পর দেখা গেল জেলাতেই ভরাডুবি হয়েছে তৃণমূলের। এমতাবস্থায় জেলা সভাপতি ও পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করে মমতা হারের সার্বিক রিপোর্ট নেবেন বলেই খবর। গুরুত্বপূর্ণ এই বৈঠক থেকে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি নতুন করে সাজিয়ে তুলতে দলের অন্দরে রদবদল ঘটাতে পারেন তিনি। সবকিছু মিলিয়ে আগামীকালের মমতার ডাকা কালীঘাটের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.