কলকাতা, 8 জুলাই : ব্যালট বাক্স বদল করার অভিযোগ এনে তৃণমূলের বিরুদ্ধে টুইট বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর ৷ তাঁর দাবি, প্রশাসনের মদতেই এই কাজ বিভিন্ন বুথে করে চলেছেন তৃণমূলের কর্মীরা ৷ বিশেষ করে মালদা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে লাগাতার ব্যালট বাক্স লুঠ চলছে বলে তিনি জানান। শুধু তাই নয়, ব্যালট বাক্স বদলেও দেওয়া হয়েছে বলে দাবি এই বিজেপি নেতার ৷ ভোট পর্ব শেষ হতেই রবিবার সকালেই টুইট-ঝড় মালব্যের । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশন জোটবদ্ধ হয়েই এই অশান্তি ঘটিয়েছে । "
শনিবার পঞ্চায়েত ভোট শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় হিংসা, হানাহানি, মৃত্যু ঘটেই চলেছে । সময় যত এগোয় ততই হিংসার ছবি মারাত্মক হয়েছে । বিশেষ করে ভোট বাক্স লুঠ, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এমনই আবহে মালব্যের টুইটে গাজোলের হাজি নাকো এমডি হাই স্কুলের কথা উল্লেখ করা হয়েছে । তাঁর দাবি, বিজেপি সাংসদ খগেন মুর্মু, স্থানীয় বিজেপি বিধায়ক, জেলা পরিষদের বিজেপি প্রার্থী নিজেদের উদ্যোগে ভোট লুঠ আটকায় বলেই অভিযোগ ।
তৃণমূলের কর্মী-সমর্থকরা ভোট বাক্স বদলে দেওয়ার সময় তাদের হাতেনাতে ধরা হয় বলে দাবি বিজেপি নেতৃত্বের । মালব্য ট্যুইটারে বলেন," তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোট বাক্স বদলের সময় তাদের ধরা হয়েছে । স্থানীয় তৃণমূলের প্রশাসনের মদতেই এই কাজ তারা করে যাচ্ছিল ৷"
আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি আরও এক, কুলতলিতে খুন তৃণমূল কর্মী
মালদা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরেও একই ভাবে ভোট লুঠ হয় বলেই ট্য়ুইটারে দাবি মালব্যের । শুধু মালব্য নয়, শনিবার ভোট শুরু হওয়ার পর থেকেই জেলায় জেলায় চলা হিংসার ছবি সামনে রেখে মুখ্যমন্ত্রী, রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য মুখ্য সচিবকে নিশানা করে টুইট করতে দেখা গেছে বিভিন্ন বিজেপি নেতাদের । এ বিষয়ে এগিয়ে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী । যদিও, ভোটের দিন পেরিয়ে রবিবার সকাল থেকেই বাংলা জুড়ে ভোট পরবর্তী অশান্তির আঁচ বহাল । বেড়ে চলেছে মৃত্যু ।