ETV Bharat / state

Babul Supriyo Campaign At Ballygunge: বালিগঞ্জ উপনির্বাচনের প্রচারে পার্কসার্কাসে জনসংযোগ বাবুলের - বালিগঞ্জ উপনির্বাচনের প্রচারে সংখ্যালঘু এলাকায় ঘুরলেন বাবুল

রবিবার সকালে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে পার্কসার্কাস এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo Campaign At Ballygunge) ৷ প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে আড্ডা দেন, ফুটবল খেলেন তিনি ৷

Babul Supriyo Campaign At Ballygunge
বালিগঞ্জ উপনির্বাচনের প্রচারে সংখ্যালঘু এলাকায় ঘুরলেন বাবুল
author img

By

Published : Mar 20, 2022, 5:56 PM IST

কলকাতা, 20 মার্চ: সকাল থেকেই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে পার্কসার্কাসে দেখা গেল তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo Campaign At Ballygunge) । কখনও সাধারণ মানুষের সঙ্গে আড্ডা দিয়ে, ফুটবল খেলে, চায়ের কাপে চুমুক দিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী । প্রার্থী ঘোষণার পর থেকেই বালিগঞ্জে বাবুল সুপ্রিয়কে নিয়ে ক্ষোভ রয়েছে সংখ্যালঘুদের মধ্যে । আসানসোলের একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তারা প্রার্থী হিসেবে এই সেলিব্রিটিকে মেনে নিতে পারছেন না । প্রচারে তাই সংখ্যালঘু অধ্যুষিত পার্কসার্কাস এলাকায় জনসংযোগে জোর দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ।

সবেবরাত উপলক্ষ্যে শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় । সেখানে ফেজ টুপি পড়ে সংখ্যালঘু মানুষজনের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিঁধতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । প্রাতঃভ্রমণে বেরিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ ছুড়ে তিনি বলেন, " আমি ওনাকে (বাবুল সুপ্রিয়) জিজ্ঞাসা করতে চাই, সবে তো টুপিটা পড়লেন ৷ এবার লুঙ্গিটা কবে পরবেন সেটাও জানিয়ে দিন।" গতকাল, ভবানীপুরে প্রচারে গিয়ে দিলীপ ঘোষকে জোকার বলে কটাক্ষ করেছিলেন বাবুল । এদিন তার পাল্টা হিসেবে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, "কে জোকার সেতো লোক দেখছে। পার্টি বদল করার সঙ্গে সঙ্গে বেশভূষাও বদল হচ্ছে । নৈতিক দিক থেকে উনি সব জায়গায় হেরে গিয়েছেন । এখন কোনওমতে হাতে-পায়ে ধরে মন্ত্রী হওয়ার চেষ্টা করছেন । ওনার আর কিছু চাই না শুধু একটা মন্ত্রীত্ব, সিকিউরিটি আর একটা গাড়ি চাই । এটাই ওনার জীবনের লক্ষ্য ।"

আরও পড়ুন: সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে আশীর্বাদ নিতে যেতে চান বিজেপি প্রার্থী কেয়া

যদিও প্রচারে নেমে বিজেপিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রার্থী । বাবুল সুপ্রিয় বলেন, "আমি দিলীপ ঘোষের কোনও বক্তব্যের জবাব দিতে চাই না। দলত্যাগ নিয়ে নতুন করে কিছু বলার নেই । সবাই এখন জানে কী কারণে আমি দলত্যাগ করেছি । তবে দল ছেড়ে দিলেও সাংসদ পদ আঁকড়ে বসে থাকেনি । দিলীপবাবুদের দলের নেতা-নেত্রীদের মনে রাখা উচিত অনেকেই দল ছেড়ে গিয়েও সাংসদ পদ আঁকড়ে বসে রয়েছেন। তাদের মুখে অন্তত এইসব নীতি-নৈতিকতার কথা মানায় না ।" এদিন রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থীকে হাতের কাছে পেয়ে আপ্লুত সাধারণ মানুষজন।

কলকাতা, 20 মার্চ: সকাল থেকেই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে পার্কসার্কাসে দেখা গেল তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo Campaign At Ballygunge) । কখনও সাধারণ মানুষের সঙ্গে আড্ডা দিয়ে, ফুটবল খেলে, চায়ের কাপে চুমুক দিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী । প্রার্থী ঘোষণার পর থেকেই বালিগঞ্জে বাবুল সুপ্রিয়কে নিয়ে ক্ষোভ রয়েছে সংখ্যালঘুদের মধ্যে । আসানসোলের একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তারা প্রার্থী হিসেবে এই সেলিব্রিটিকে মেনে নিতে পারছেন না । প্রচারে তাই সংখ্যালঘু অধ্যুষিত পার্কসার্কাস এলাকায় জনসংযোগে জোর দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ।

সবেবরাত উপলক্ষ্যে শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় । সেখানে ফেজ টুপি পড়ে সংখ্যালঘু মানুষজনের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিঁধতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । প্রাতঃভ্রমণে বেরিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ ছুড়ে তিনি বলেন, " আমি ওনাকে (বাবুল সুপ্রিয়) জিজ্ঞাসা করতে চাই, সবে তো টুপিটা পড়লেন ৷ এবার লুঙ্গিটা কবে পরবেন সেটাও জানিয়ে দিন।" গতকাল, ভবানীপুরে প্রচারে গিয়ে দিলীপ ঘোষকে জোকার বলে কটাক্ষ করেছিলেন বাবুল । এদিন তার পাল্টা হিসেবে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, "কে জোকার সেতো লোক দেখছে। পার্টি বদল করার সঙ্গে সঙ্গে বেশভূষাও বদল হচ্ছে । নৈতিক দিক থেকে উনি সব জায়গায় হেরে গিয়েছেন । এখন কোনওমতে হাতে-পায়ে ধরে মন্ত্রী হওয়ার চেষ্টা করছেন । ওনার আর কিছু চাই না শুধু একটা মন্ত্রীত্ব, সিকিউরিটি আর একটা গাড়ি চাই । এটাই ওনার জীবনের লক্ষ্য ।"

আরও পড়ুন: সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে আশীর্বাদ নিতে যেতে চান বিজেপি প্রার্থী কেয়া

যদিও প্রচারে নেমে বিজেপিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রার্থী । বাবুল সুপ্রিয় বলেন, "আমি দিলীপ ঘোষের কোনও বক্তব্যের জবাব দিতে চাই না। দলত্যাগ নিয়ে নতুন করে কিছু বলার নেই । সবাই এখন জানে কী কারণে আমি দলত্যাগ করেছি । তবে দল ছেড়ে দিলেও সাংসদ পদ আঁকড়ে বসে থাকেনি । দিলীপবাবুদের দলের নেতা-নেত্রীদের মনে রাখা উচিত অনেকেই দল ছেড়ে গিয়েও সাংসদ পদ আঁকড়ে বসে রয়েছেন। তাদের মুখে অন্তত এইসব নীতি-নৈতিকতার কথা মানায় না ।" এদিন রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থীকে হাতের কাছে পেয়ে আপ্লুত সাধারণ মানুষজন।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.