ETV Bharat / state

এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ - chaos

ট্যাংড়ায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ । আহত দু'পক্ষেরই বেশ কয়েকজন । এলাকা থমথমে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন পুলিশ বাহিনী ।

tangra
author img

By

Published : Jul 6, 2019, 7:46 PM IST

ট্যাংড়া, 6 জুলাই : ট্যাংড়ায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ । দফায় দফায় সংঘর্ষে আহত দু'পক্ষেরই বেশ কয়েকজন । এলাকা থমথমে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন পুলিশ বাহিনী ।

গতকাল ঘটনার সূত্রপাত । তৃণমূল ও BJP উভয়ই একে অপরের বিরুদ্ধে গন্ডগোল বাঁধানোর অভিযোগ আনে । মথুরবাবু লেনে একটি বহুতল তৈরিকে কেন্দ্র করে বেআইনি কর্মকাণ্ড হচ্ছে, এমনটাই অভিযোগ তোলে বিরোধীরা । বিরোধীদের দাবি, এই বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদ করে পৌরসভাতে অভিযোগও জানিয়েছে তারা । কিন্তু তাতে অবস্থার কোনও পরিবর্তন হয়নি ।

স্থানীয় তৃণমূল নেতা জীবন সাহার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আগে BJP কর্মী-সমর্থকরা । এই ঘটনার প্রতিবাদে সরব হন ট‍্যাংড়া এলাকার বেশ কিছু BJP কর্মী । যদিও জীবনবাবুর বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কর্মীরা । তৃণমূলের তরফে অভিযোগ, BJP নেতা জয়দেব দাস এলাকায় বহিরাগতদের ঢুকিয়ে সন্ত্রাস চালাচ্ছে । সংঘর্ষের জেরে এখনও থমথমে গোটা এলাকা । টহল দিচ্ছে পুলিশ ।

ট্যাংড়া, 6 জুলাই : ট্যাংড়ায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ । দফায় দফায় সংঘর্ষে আহত দু'পক্ষেরই বেশ কয়েকজন । এলাকা থমথমে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন পুলিশ বাহিনী ।

গতকাল ঘটনার সূত্রপাত । তৃণমূল ও BJP উভয়ই একে অপরের বিরুদ্ধে গন্ডগোল বাঁধানোর অভিযোগ আনে । মথুরবাবু লেনে একটি বহুতল তৈরিকে কেন্দ্র করে বেআইনি কর্মকাণ্ড হচ্ছে, এমনটাই অভিযোগ তোলে বিরোধীরা । বিরোধীদের দাবি, এই বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদ করে পৌরসভাতে অভিযোগও জানিয়েছে তারা । কিন্তু তাতে অবস্থার কোনও পরিবর্তন হয়নি ।

স্থানীয় তৃণমূল নেতা জীবন সাহার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আগে BJP কর্মী-সমর্থকরা । এই ঘটনার প্রতিবাদে সরব হন ট‍্যাংড়া এলাকার বেশ কিছু BJP কর্মী । যদিও জীবনবাবুর বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কর্মীরা । তৃণমূলের তরফে অভিযোগ, BJP নেতা জয়দেব দাস এলাকায় বহিরাগতদের ঢুকিয়ে সন্ত্রাস চালাচ্ছে । সংঘর্ষের জেরে এখনও থমথমে গোটা এলাকা । টহল দিচ্ছে পুলিশ ।

Intro:
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ট‍্যাংড়া

এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে জোর সংঘর্ষে উত্তপ্ত ট‍্যাংড়া এলাকা। একে অপরের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ তুলল দুপক্ষই । দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে তৃণমূল ও বিজেপির বেশকিছু কর্মী। বর্তমানে থমথমে গোটা এলাকা । মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।Body:

গতকালই হয় ঘটনার সূত্রপাত। তৃণমূল ও বিজেপি পরস্পর পরস্পরের বিরুদ্ধে গন্ডগোল বাঁধানোর অভিযোগ আনে। মথুর বাবু লেনে একটি বহুতল তৈরিকে কেন্দ্র করে বে-আইনি কর্মকাণ্ড হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলছে বিরোধীরা। এই বেআইনি কর্মকাণ্ড নিয়ে পুরসভাতেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। বিশেষ করে স্থানীয় নেতা জীবন সাহার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন ট‍্যাংড়া এলাকার বেশ কিছু বিজেপি কর্মী। জীবন বাবুর বিরুদ্ধে আনা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল কর্মীরা। এরপরই বিজেপি কর্মীদের ওপরে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। বিজেপিকে দায়ি করে পাল্টা হামলার অভিযোগ এনেছে তৃণমূলও। বিজেপি নেতা জয়দেব দাস বহিরাগত লোক ঢুকিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তোলা হল তৃণমূলের তরফ থেকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে থম থমে এলাকা। টহল দিচ্ছে পুলিশ।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.