কলকাতা, 11 জুলাই: সকাল থেকেই পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশিত হচ্ছে । ব্যালটে ভোটগণনা । তাই কিছুটা ফল প্রকাশের গতি স্লো । কিন্তু ঘটনাবহুল পঞ্চায়েতের নির্বাচনের ফল, আবারও মুখের হাসি চওড়া করছে তৃণমূলের । কারণ এখনও পর্যন্ত যে ফলাফল প্রকাশ্যে এসেছে, তাতে নিয়োগ দুর্নীতি, গরু ও কয়লা অন্যান্য কেলেঙ্কারির পরেও জনসমর্থন গিয়েছে তৃণমূল কংগ্রেসের দিকেই । কমবেশি কুড়িটি জেলাতেই আবার গ্রাম পঞ্চায়েতের ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পেয়েছে শাসকদল ।
এ দিন বিকেল পাঁচটা পর্যন্ত যতটুকু গণনা হয়েছে, তাতে 63 হাজার 229টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে প্রায় 21 হাজার আসন জিতেছে তৃণমূল কংগ্রেস । সেখানে পাঁচ হাজারের কিছু বেশি আসন জিতেছে বিজেপি । জয় ও এগিয়ে থাকা ধরলে সিপিএমের দখলে রয়েছে দুই হাজারের কাছাকাছি আসন । একইভাবে কংগ্রেসের কাছে রয়েছে 1200-র কিছু বেশি আসন ।
এখনও পর্যন্ত সামগ্রিকভাবে গোটা রাজ্যের ভোটের ফল বিশ্লেষণ করলে কুড়িটি জেলায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস । দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয় স্থানে সিপিএম ও চতুর্থ স্থানে কংগ্রেস । নির্বাচনের প্রাক্কালে যে সমীক্ষাগুলি প্রকাশ্যে এসেছিল, তাতে বেশ কয়েকটি জেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল । কিন্তু মঙ্গলবারের ফল বলছে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ছিল একতরফা । দুর্নীতি থেকে শুরু করে অন্য কোনও বিষয় - এ বারের নির্বাচনে সাধারণ ভোটদানে প্রভাব ফেলেনি । বরং রাজ্যের মানুষ অনেক বেশি করে লক্ষ্মীর ভান্ডার আর রাজ্যের জনমুখী প্রকল্পের উপর ভরসা রেখেছে ।
![Panchayat Election Results 2023](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-07-2023/_11072023190244_1107f_1689082364_311.jpg)
যেহেতু এখনও সামগ্রিকভাবে নির্বাচনের গণনা শেষ হয়নি তাই অফিসিয়াল প্রতিক্রিয়া এখনও দেয়নি তৃণমূল । টুইটে শুধু মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন রাজ্য বিধানসভায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই নির্বাচন আসলে গ্রাম বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থার পরিচয় । তাঁর দেওয়া লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একের পর এক জনমুখী প্রকল্প নাগরিক জীবনে যে প্রভাব ফেলেছে এবং মানুষ তাঁকে যে সর্বতোভাবে গ্রহণ করেছে, ভোট বাক্সে দু'হাত উজাড় করে তাই নিজেদের সমর্থন দিয়েছে বাংলার মানুষ । তিনি বাংলার মানুষকে এই সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ।
আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে সবুজ ঝড়, জনতাকে কৃতজ্ঞতা অভিষেকের; দ্বিতীয় স্থানে বিজেপি
ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে এ দিন বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল । তৃণমূল মুখপাত্র তাপস রায় বলেন, সামগ্রিকভাবে বাম-কংগ্রেস-বিজেপি জোটবদ্ধ ভাবে বাংলাকে বদনাম করতে চেয়েছিল । কিন্তু মানুষ তাদের এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি । তারা তাদের সম্মিলিত প্রতিবাদ ভোট বাক্সের মাধ্যমে দিয়েছেন । এ রাজ্যের বিরোধীদের প্রত্যাখ্যান করেছে তারা ।
তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার গ্রামীণ বাংলার মানুষের জন্য যে কাজ করেছে ইদানিংকালে কোনও মুখ্যমন্ত্রীকে এমন কাজ করতে দেখা যায়নি । ফলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন । জয় আসলে মমতার উন্নয়নের জয় । একইসঙ্গে এই জয় হল বিরোধীদের কুৎসার বিরুদ্ধে মানুষের সম্মিলিত প্রতিবাদ ।