কলকাতা, 5 মে: 2021 বিধানসভা ভোটের ফলাফল নিয়ে পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ বনগাঁ-র পরাজিত তৃণমূল প্রার্থী সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন ৷ আজ সেই মামলা খারিজ করে আগের রায় বহাল রেখেছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ৷
আলোরানি সরকার 2021 বিধানসভা নির্বাচনে 2004 ভোটে হারেন ৷ কারচুপির অভিযোগ সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা করেন পরাজিত তৃণমূল প্রার্থী ৷ কিন্তু, সেখানে তাঁর বিরুদ্ধেই দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠে ৷ যার পরে সিঙ্গল বেঞ্চ আলোরানি সরকারের আবেদন খারিজ করে দেন ৷ পালটা নির্বাচন কমিশনকে দ্বৈত নাগরিকত্বের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চ ৷
আলোরানি সেই রায়ের বিরুদ্ধে পালটা ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন ৷ আজ ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল ৷ বিচারপতি বিবেক চৌধুরীর দেওয়া রায়ের কপি পড়ে আলোরানি সরকারের আবেদন খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ৷ জানিয়ে দেওয়া হয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকবে ৷ রাজ্য নির্বাচন কমিশনকে দ্রুত দ্বৈত নাগরিকত্বের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে ৷
আরও পড়ুন: তৃণমূল প্রার্থী আলোরানি সরকার বাংলাদেশি ! কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ আদালতের
সিঙ্গল বেঞ্চে মামলার শুনানিতে বিজেপির জয়ী প্রার্থী তথা বিধায়ক স্বপন মজুমদারের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে আলোরানি সরকারের ৷ এ নিয়ে আদালতে তথ্যপ্রমাণও পেশ করেন তিনি ৷ সেই তথ্যপ্রমাণের বিরুদ্ধে আলোরানি সরকার বা তাঁর আইনজীবী কোনও সওয়াল বা বিরোধিতা করতে পারেননি ৷ এককথায় তার বিরুদ্ধে কোনও প্রমাণ পেশ করতে পারেননি তাঁরা ৷ যা নিয়ে বিচারপচি বিবেক চৌধুরী মন্তব্য করেছিলেন, ‘‘জনপ্রতিনিধি হতে পারেন এমন একজনের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ সাংঘাতিক ৷ ভারতের সংবিধানে দ্বৈত নাগরিকত্বের কোনও স্থান নেই ৷’’ নির্বাচন কমিশনকেও তিনি সতর্ক করেছিলেন ৷