ETV Bharat / state

WB to manufacture Vande Bharat: আরও যাত্রীবান্ধব বন্দে ভারত, ‘স্লিপার’ ট্রেন তৈরির বরাত পেল বাংলা - Titagarh Wagon Factory

Titagarh Rail Systems to manufacture Sleeper Vande Bharat: একাধিক সংস্থা দরপত্র জমা দিলেও শিকে ছিড়েছে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের কপালে । রাজ্যের সংস্থাই এবার তৈরি করবে বন্দে ভারতের ‘স্লিপার’ ভার্সন ৷ যা হলে আরও যাত্রীবান্ধব হবে মোদির স্বপ্নের প্রকল্প ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 3, 2023, 7:00 PM IST

Updated : Aug 3, 2023, 7:15 PM IST

কলকাতা, 3 অগস্ট: এবার রাজ্যেই তৈরি হচ্ছে দেশের সেমি হাই-স্পিড ট্রেন, বন্দে ভারত । উদ্বোধনের পর উচ্ছ্বাস থাকলেও ক্রমশ বিভিন্ন রুটে কমছে যাত্রী সংখ্যা । তাই এবার বন্দে ভারতকে আরও যাত্রীবান্ধব করতে চালু করা হবে স্লিপার বন্দে ভারত । আর সেই ট্রেন তৈরির বরাত পেল রাজ্যের টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড । যৌথভাবে 80টি বন্দে ভারত ট্রেন তৈরি করার বরাত পেয়েছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (ভেল) এবং টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড । ওপেন বিডিংয়ের মাধ্যমে একাধিক সংস্থা দরপত্র জমা দিলেও শিকে ছিড়েছে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের কপালে ।

বিভিন্ন মহলেই কথা উঠেছে, বন্দে ভারত সাধারণ মানুষের জন্য নয় । বিষয়টি এক কথায় মেনে নিয়েছেন বন্দে ভারতের স্রষ্টা নিজেও । সুধাংশু মানি ইটিভি ভারতকে বলেন, "এটা আমি প্রথম থেকেই বুঝেছিলাম যে 30 থেকে 35টি ট্রেনের পরিষেবা চালু করার পরে হয়তো কমতে পারে যাত্রী সংখ্যা । তাই আমার মনে হয়েছিল বন্দে ভারত সিটার ট্রেনের পাশাপাশি অন্যান্য রুটে স্লিপার ট্রেনেরও চালু হওয়ার প্রয়োজন রয়েছে । তাই সেইমতো 2018 সালে স্লিপার বন্দে ভারত ট্রেন তৈরি করার ক্ষেত্রে উদ্যোগী হয় রেলমন্ত্রক । কিছু পদক্ষেপও করা হয়েছিল, সেইমতো এগিয়ে ছিল কাজও । তবে কিছু কারণবশত মাঝপথেই সেই কাজ থমকে যায় । তবে এখন আবার এই ধরনের ট্রেন তৈরির ক্ষেত্রে উদ্যোগী হয়েছে রেলমন্ত্রক । মনে করা হচ্ছে যে এমন বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চলছে যেখানে যাত্রীদের মধ্যে এতটা ভাড়া দিয়ে বন্দে ভারত ট্রেন চড়ার উৎসাহ বেশ কিছুটা কম । আবার এটাও হতে পারে যে ওইসব রুটে সাধারণত যাত্রী সংখ্যা তেমন হয় না ।"

আরও পড়ুন: 'অপরাধের মানসিকতা নিয়ে ইন্টারলকিং ব্যবস্থায় হস্তক্ষেপ', বালাসোর বিপর্যয় নিয়ে যা বললেন বন্দে ভারতের স্রষ্টা

এই প্রেক্ষিতে কোন রুটে কত যাত্রী কমেছে বা রুটগুলিতে যাত্রী সংখ্যা কীভাবে বাড়ানো সম্ভব তা নিয়ে একটি সমীক্ষাও চালানো হচ্ছে । এছাড়াও বন্দে ভারত ট্রেনগুলোর ভাড়া কমানোর পরিকল্পনাও রয়েছে মন্ত্রকের । মনে করা হচ্ছে, স্বল্প দূরত্বের বন্দে ভারত ট্রেনগুলির যদি ভাড়া কমানো যায় তাহলে যাত্রী সংখ্যা বাড়বে অনেকটাই ।

জানা গিয়েছে, এই 80টি বন্দে ভারত ট্রেনের প্রত্যেকটি বগিই স্লিপার ক্লাসের আওতাধীন ৷ অর্থাৎ ফার্স্ট টিয়ার স্লিপার, সেকেন্ড টিয়ার স্লিপার এবং থার্ড টিয়ার স্লিপার । সম্প্রতি এই ধরনের ট্রেন তৈরি করার বরাত মিলেছে টিটাগড়-সহ আরও সংস্থার । সুধাংশু মানি জানান, 10টি রেক তৈরি করবে ভেল । এছাড়া আরও 80টি রেক টিটাগর ও ভেল যৌথভাবে তৈরি করবে । আরও 120টি রেক তৈরি করবে রাশিয়ান সংস্থা টিএমএইচ ও আরভিএনএল । 80 এবং পরের 120টি ট্রেনের প্রোটোটাইপ 2025 সালের মধ্যে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি । 2029-এর মধ্যে একেবারে তৈরি হয়ে যাবে ট্রেনগুলি । এই প্রকল্পের জন্য আনুমানিক খরচ পড়তে পারে 120 কোটি টাকা ।

তবে রাজ্যে বন্দে ভারত তৈরি করা হলেও বর্তমানের দু’টি রুট ছাড়া আপাতত আর কোনও রুটে বন্দে ভারত চালু করার পরিকল্পনা নেই ৷ সুধাংশু মানি জানিয়েছেন, পরের বন্দে ভারত চেন্নাই-থিরুনলভাল্লির মধ্যে শুরু হতে চলেছে । সবকিছু ঠিকঠাক এগোলে এই মাসের 6 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনটি উদ্বোধন করবেন ।

আরও পড়ুন: জঙ্গলমহলের ছেলের হাতে বন্দে ভারতের স্টিয়ারিং, গর্বিত গ্রামবাসীরা

কলকাতা, 3 অগস্ট: এবার রাজ্যেই তৈরি হচ্ছে দেশের সেমি হাই-স্পিড ট্রেন, বন্দে ভারত । উদ্বোধনের পর উচ্ছ্বাস থাকলেও ক্রমশ বিভিন্ন রুটে কমছে যাত্রী সংখ্যা । তাই এবার বন্দে ভারতকে আরও যাত্রীবান্ধব করতে চালু করা হবে স্লিপার বন্দে ভারত । আর সেই ট্রেন তৈরির বরাত পেল রাজ্যের টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড । যৌথভাবে 80টি বন্দে ভারত ট্রেন তৈরি করার বরাত পেয়েছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (ভেল) এবং টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড । ওপেন বিডিংয়ের মাধ্যমে একাধিক সংস্থা দরপত্র জমা দিলেও শিকে ছিড়েছে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের কপালে ।

বিভিন্ন মহলেই কথা উঠেছে, বন্দে ভারত সাধারণ মানুষের জন্য নয় । বিষয়টি এক কথায় মেনে নিয়েছেন বন্দে ভারতের স্রষ্টা নিজেও । সুধাংশু মানি ইটিভি ভারতকে বলেন, "এটা আমি প্রথম থেকেই বুঝেছিলাম যে 30 থেকে 35টি ট্রেনের পরিষেবা চালু করার পরে হয়তো কমতে পারে যাত্রী সংখ্যা । তাই আমার মনে হয়েছিল বন্দে ভারত সিটার ট্রেনের পাশাপাশি অন্যান্য রুটে স্লিপার ট্রেনেরও চালু হওয়ার প্রয়োজন রয়েছে । তাই সেইমতো 2018 সালে স্লিপার বন্দে ভারত ট্রেন তৈরি করার ক্ষেত্রে উদ্যোগী হয় রেলমন্ত্রক । কিছু পদক্ষেপও করা হয়েছিল, সেইমতো এগিয়ে ছিল কাজও । তবে কিছু কারণবশত মাঝপথেই সেই কাজ থমকে যায় । তবে এখন আবার এই ধরনের ট্রেন তৈরির ক্ষেত্রে উদ্যোগী হয়েছে রেলমন্ত্রক । মনে করা হচ্ছে যে এমন বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চলছে যেখানে যাত্রীদের মধ্যে এতটা ভাড়া দিয়ে বন্দে ভারত ট্রেন চড়ার উৎসাহ বেশ কিছুটা কম । আবার এটাও হতে পারে যে ওইসব রুটে সাধারণত যাত্রী সংখ্যা তেমন হয় না ।"

আরও পড়ুন: 'অপরাধের মানসিকতা নিয়ে ইন্টারলকিং ব্যবস্থায় হস্তক্ষেপ', বালাসোর বিপর্যয় নিয়ে যা বললেন বন্দে ভারতের স্রষ্টা

এই প্রেক্ষিতে কোন রুটে কত যাত্রী কমেছে বা রুটগুলিতে যাত্রী সংখ্যা কীভাবে বাড়ানো সম্ভব তা নিয়ে একটি সমীক্ষাও চালানো হচ্ছে । এছাড়াও বন্দে ভারত ট্রেনগুলোর ভাড়া কমানোর পরিকল্পনাও রয়েছে মন্ত্রকের । মনে করা হচ্ছে, স্বল্প দূরত্বের বন্দে ভারত ট্রেনগুলির যদি ভাড়া কমানো যায় তাহলে যাত্রী সংখ্যা বাড়বে অনেকটাই ।

জানা গিয়েছে, এই 80টি বন্দে ভারত ট্রেনের প্রত্যেকটি বগিই স্লিপার ক্লাসের আওতাধীন ৷ অর্থাৎ ফার্স্ট টিয়ার স্লিপার, সেকেন্ড টিয়ার স্লিপার এবং থার্ড টিয়ার স্লিপার । সম্প্রতি এই ধরনের ট্রেন তৈরি করার বরাত মিলেছে টিটাগড়-সহ আরও সংস্থার । সুধাংশু মানি জানান, 10টি রেক তৈরি করবে ভেল । এছাড়া আরও 80টি রেক টিটাগর ও ভেল যৌথভাবে তৈরি করবে । আরও 120টি রেক তৈরি করবে রাশিয়ান সংস্থা টিএমএইচ ও আরভিএনএল । 80 এবং পরের 120টি ট্রেনের প্রোটোটাইপ 2025 সালের মধ্যে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি । 2029-এর মধ্যে একেবারে তৈরি হয়ে যাবে ট্রেনগুলি । এই প্রকল্পের জন্য আনুমানিক খরচ পড়তে পারে 120 কোটি টাকা ।

তবে রাজ্যে বন্দে ভারত তৈরি করা হলেও বর্তমানের দু’টি রুট ছাড়া আপাতত আর কোনও রুটে বন্দে ভারত চালু করার পরিকল্পনা নেই ৷ সুধাংশু মানি জানিয়েছেন, পরের বন্দে ভারত চেন্নাই-থিরুনলভাল্লির মধ্যে শুরু হতে চলেছে । সবকিছু ঠিকঠাক এগোলে এই মাসের 6 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনটি উদ্বোধন করবেন ।

আরও পড়ুন: জঙ্গলমহলের ছেলের হাতে বন্দে ভারতের স্টিয়ারিং, গর্বিত গ্রামবাসীরা

Last Updated : Aug 3, 2023, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.