সল্টলেক, 11 অগস্ট: আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মরশুমের প্রথম কলকাতা ডার্বি ৷ ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গলের এই ম্যাচকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট ৷ বিধাননগর কমিশনারেটের ডিসিডিডি বিশ্বজিৎ ঘোষ জানান, স্টেডিয়ামের ভিতরে-বাইরে এবং রাস্তায় যান নিয়ন্ত্রণের জন্য মোটি 2 হাজার 600 পুলিশ কর্মীকে মোতায়েন করা হচ্ছে ৷ তাঁদের মধ্যে 18 জন ডিসি এবং অ্যাডিশনাল ডিসি ব়্যাংকের আধিকারিক থাকবেন ৷ ডার্বি দেখতে প্রায় 63 হাজার 500 সমর্থক যুবভারতীতে উপস্থিত থাকবে বলে মনে করছে পুলিশ প্রশাসন ৷ ফলে নিরাপত্তায় কোনও খামতি রাখতে নারাজ আধিকারিকরা ৷
মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকরা 3এ, 4 ও 5 নম্বর প্রবেশদ্বার দিয়ে স্টেডিয়ামে ঢুকবেন ৷ এদের মধ্যে যারা গাড়িতে করে আসবে, তাদের গাড়ি ক্যানেল সাইড রোডে পার্কিং করতে হবে ৷ ইস্টবেঙ্গলের সমর্থকরা 1, 2 ও 3 নম্বর প্রবেশদ্বার ব্যবহার করবেন ৷ আর তাদের গাড়ি থাকবে আইএ মার্কেটের কাছে ৷ পাশাপাশি ভিআইপি ও ভিভিআইপি'দের গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে সুভাষ সরোবর ও মিশ্রা আইল্যান্ডের কাছে ৷
শনিবার বিকেল 4টে 45 মিনিটে শুরু হবে ম্যাচ ৷ বেলা 2টো 30 মিনিটে স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে ৷ পুলিশ প্রশাসনের তরফে সমর্থকদের নির্দিষ্ট সময়ের আগে স্টেডিয়ামে প্রবেশের আবেদন করা হয়েছে ৷ মোট চারটি ব্লক A, B, C, D-র প্রতিটিতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার দায়িত্বে ৷ প্রত্যেকটি গেটেও থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা ৷ সঠিকভাবে চেকিং করে সমর্থকদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে কি না, তা সুনিশ্চিত করবেন তাঁরা ৷
পাশাপাশি, স্টেডিয়ামে ব্যানার, পোস্টার, বাজি ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশের ক্ষেত্রে জারি রয়েছে নিষেধাজ্ঞা ৷ এমনকী মাঠে ছুড়ে মারা যায়, এমন পদার্থও সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে না ৷ শুধু মোবাইল ও পার্সের মতো জরুরি জিনিসপত্র নিয়ে প্রবেশ করা যাবে ৷ ছাতা নিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে ৷ জলের বোতলও সঙ্গে রাখতে পারবেন না দর্শকেরা ৷ ডিসিডিডি জানিয়েছেন, নির্দেশিকা থাকার পরেও যদি কারও কাছে বাজি পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷
আরও পড়ুন: ডুরান্ড কমিটির শর্ত শুনে ডার্বির টিকিট প্রত্যাখ্যান লাল-হলুদ কর্তাদের
মিউজিক্যাল যন্ত্রাংশ নিয়েও মাঠে ঢোকা যাবে না ৷ সল্টলেক যুবভারতী স্টেডিয়ামের মেন গেটের বাইরে সিসিটিভি লাগানো হচ্ছে ৷ সন্ধ্যাবেলা খেলা শেষ হয়ে যাওয়ার পর যাতে স্টেডিয়ামের বাইরে আলোর কোন ঘাটতি না থাকে, সেই কারণে আলাদা করে লাইটের ব্যবস্থাও করা হচ্ছে ৷ ইউনিফর্মে যেমন পুলিশ থাকছে ৷ তেমনই সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে ৷ তাঁরা দর্শকদের উপর নজরদারি চালাবে ৷ কেউ বিশৃঙ্খলা বা ঝামেলা তৈরি করার চেষ্টা করলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিধাননগর কমিশনারেটে ডিসিডিডি ৷