ETV Bharat / state

আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যজুড়ে

author img

By

Published : May 6, 2020, 10:51 AM IST

আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি চলবে । সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে তার সঙ্গেই উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘে তৈরি হচ্ছে । তার ফলে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ।

Thunderstorms and rain across the state for the next few days
আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যজুড়ে

কলকাতা, 6 মে : আজ ভোর 3টে 55 মিনিটে কালবৈশাখী ঝড় বয়ে গেছে কলকাতায় । ঝড় হওয়ার সময় হাওয়ার গতিবেগ ছিল 71 কিলোমিটার প্রতি ঘণ্টা । এই ঝড় কলকাতায় স্থায়ী হয়েছিল তিন মিনিট, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি চলবে । আগামী 48 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । কাল থেকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে । উত্তরবঙ্গের কোন কোন জেলায় শিলাবৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে । ঝড়ের সময় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া চলবে ।

আজ সকাল থেকেই কলকাতা আকাশ মেঘলা রয়েছে । ভোর তিনটে 55 নাগাদ কালবৈশাখী ঝড় বয়ে গেছে কলকাতার উপর দিয়ে । আগামী 24 ঘণ্টা কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 42.6 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে কোন ঘূর্ণাবর্ত নেই । তবে রাজ্যে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখী ঝড় চলবে আগামী কয়েকদিন । সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে তার সঙ্গেই উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘে তৈরি হচ্ছে । তার ফলে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ।

আন্দামান সাগরে ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অবস্থান করছিল সেই নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে । আগামী তিন চারদিন ও নিম্নচাপ একই জায়গায় থাকবে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এ নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী ও গভীর নিম্নচাপে পরিণত হবে । তবে এই নিম্নচাপের জেরে আমাদের রাজ্যে সরাসরি প্রভাব পড়বে না । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপ অভিমুখ পরিবর্তন করার এখন কোন সম্ভাবনা নেই । তবে নিম্নচাপের উপর নজর রাখা হচ্ছে প্রতি মুহূর্তে ।

কলকাতা, 6 মে : আজ ভোর 3টে 55 মিনিটে কালবৈশাখী ঝড় বয়ে গেছে কলকাতায় । ঝড় হওয়ার সময় হাওয়ার গতিবেগ ছিল 71 কিলোমিটার প্রতি ঘণ্টা । এই ঝড় কলকাতায় স্থায়ী হয়েছিল তিন মিনিট, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি চলবে । আগামী 48 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । কাল থেকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে । উত্তরবঙ্গের কোন কোন জেলায় শিলাবৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে । ঝড়ের সময় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া চলবে ।

আজ সকাল থেকেই কলকাতা আকাশ মেঘলা রয়েছে । ভোর তিনটে 55 নাগাদ কালবৈশাখী ঝড় বয়ে গেছে কলকাতার উপর দিয়ে । আগামী 24 ঘণ্টা কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 42.6 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে কোন ঘূর্ণাবর্ত নেই । তবে রাজ্যে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখী ঝড় চলবে আগামী কয়েকদিন । সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে তার সঙ্গেই উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘে তৈরি হচ্ছে । তার ফলে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ।

আন্দামান সাগরে ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অবস্থান করছিল সেই নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে । আগামী তিন চারদিন ও নিম্নচাপ একই জায়গায় থাকবে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এ নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী ও গভীর নিম্নচাপে পরিণত হবে । তবে এই নিম্নচাপের জেরে আমাদের রাজ্যে সরাসরি প্রভাব পড়বে না । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপ অভিমুখ পরিবর্তন করার এখন কোন সম্ভাবনা নেই । তবে নিম্নচাপের উপর নজর রাখা হচ্ছে প্রতি মুহূর্তে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.