ETV Bharat / state

আগামী 24 ঘণ্টাতেও কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি

ফের কলকাতায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি । গতকাল রাতভর বৃষ্টি হয়েছে । এরপরে আগামী 24 ঘণ্টা ধরে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ।

author img

By

Published : May 28, 2020, 10:41 AM IST

Updated : May 28, 2020, 12:27 PM IST

Rain
বৃষ্টি

কলকাতা, 28 মে : আমফানের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি কলকাতাবাসী । এরই মাঝে ফের কলকাতায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি । গতকাল রাতভর বৃষ্টি হয়েছে । এরপরে আগামী 24 ঘণ্টা ধরে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ।

গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে কলকাতায় । আজ সকাল থেকেও ফের বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় । আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টাতেও এই বৃষ্টি চলবে । গতকাল থেকে আজ সকাল পর্যন্ত কলকাতায় 44.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে ।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া । আগামী কয়েক ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে ।

উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে । যদিও দার্জিলিং, জলপাইগুড়ি ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আমফানের প্রভাব কেটে গেলেও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে । ফলে মেঘ তৈরি হচ্ছে । এই মেঘ থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । যা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত । এর ফলেও জলীয় বাষ্প তৈরি হচ্ছে । তা থেকেই বৃষ্টি হচ্ছে । আগামী পাঁচদিন রাজ্যে কালবৈশাখির ঝড় হবে । পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 28 মে : আমফানের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি কলকাতাবাসী । এরই মাঝে ফের কলকাতায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি । গতকাল রাতভর বৃষ্টি হয়েছে । এরপরে আগামী 24 ঘণ্টা ধরে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ।

গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে কলকাতায় । আজ সকাল থেকেও ফের বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় । আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টাতেও এই বৃষ্টি চলবে । গতকাল থেকে আজ সকাল পর্যন্ত কলকাতায় 44.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে ।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া । আগামী কয়েক ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে ।

উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে । যদিও দার্জিলিং, জলপাইগুড়ি ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আমফানের প্রভাব কেটে গেলেও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে । ফলে মেঘ তৈরি হচ্ছে । এই মেঘ থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । যা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত । এর ফলেও জলীয় বাষ্প তৈরি হচ্ছে । তা থেকেই বৃষ্টি হচ্ছে । আগামী পাঁচদিন রাজ্যে কালবৈশাখির ঝড় হবে । পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ।

Last Updated : May 28, 2020, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.