রায়গঞ্জ, 24 ফেব্রুয়ারি : মোবাইল ফোনের মাধ্যমে সোশাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের চেষ্টা । তিন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ । আজ অঙ্ক পরীক্ষা চলাকালীন উত্তর দিনাজপুরের করণদিঘি হাইস্কুল ও তিতপুকুর হাইস্কুলের তিন ছাত্র ধরা পড়ে । অভিযোগ ওঠে, তারা পরীক্ষাকেন্দ্রে বসেই মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠাচ্ছিল । তারপরই তাদের পরীক্ষা বাতিল করে মধ্যশিক্ষা পর্ষদ ।
এই বিষয়ে পর্ষদ নিযুক্ত মাধ্যমিক পরীক্ষার জেলা আহ্বায়ক ব্যোমকেশ বর্মণ বলেন, অভিযুক্ত ওই তিন পরীক্ষার্থীর আজকের ও বাকি দিনগুলির পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে । তাদের বিরুদ্ধে পর্ষদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার এবিষয়ে বলেন, অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে ।
আজ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল । অভিযোগ, পরীক্ষা শুরুর ঘণ্টা দেড়েক পর করণদিঘি হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রের একটি ক্লাসরুমে নজরদারিতে থাকা এক শিক্ষক ওই পরীক্ষার্থীকে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলতে দেখেন । সঙ্গে সঙ্গে তিনি ওই ছাত্রের মোবাইলটি আটক করে পর্ষদের প্রতিনিধিদের জানান । তাঁরা এসে ওই পরীক্ষার্থীর মোবাইল বাজেয়াপ্ত করে তার পরীক্ষা বাতিল করেন । অন্যদিকে, পরীক্ষা শুরুর প্রায় দু'ঘণ্টা পর তিতপুকুর হাইস্কুলের দুই পরীক্ষার্থী একইসঙ্গে শৌচাগারে যাওয়ায় নজরদারির দায়িত্বে থাকা শিক্ষকদের সন্দেহ হয় । এরপর তাঁরা বুঝতে পারেন, ওই দুই পরীক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে শৌচাগারে গেছে । সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি ওই পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পর্ষদের প্রতিনিধিদের জানান । তাঁরা শৌচাগারে গিয়ে ওই দুই পরীক্ষার্থীকে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলতে দেখেন বলে জানা গেছে । সঙ্গে সঙ্গে তাঁরা ওই দুই পরীক্ষার্থীর মোবাইল বাজেয়াপ্ত করে তাদের পরীক্ষা বাতিল করে দেন । ।