ETV Bharat / state

পুজোর আগে 3টি নতুন ব্রিজ চালু শহরে - বেহালা-নিউ আলিপুর-টালিগঞ্জ এলাকা

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর টালা ব্রিজে সমস্যা ৷ রীতিমতো চিন্তায় পড়েছিল শহরবাসী ৷ তবে কিছুটা হলেও স্বস্তি মিলল ৷ আজ বাঙুর সাবওয়ে ও লেকটাউন ফুট ব্রিজের মধ্যে বেলি ব্রিজ, ইজ্জাতুল্লাহ এবং KP রায় লেনকে সংযোগকারী ক্যানেল ব্রিজ ও করুণাময়ী টালিগঞ্জের কাছ থেকে NN রোড এবং MG রোড সংযোগকারী ক্যানেল ব্রিজ চালু হল ৷

ছবি
author img

By

Published : Sep 30, 2019, 8:43 PM IST

Updated : Sep 30, 2019, 9:14 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর : মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ায় ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন দক্ষিণ কলকাতার মানুষ ৷ তার উপর গতকাল থেকে টালা ব্রিজে বন্ধ হয়েছে বাস চলাচল ৷ পুজোর সময় প্রবল যানজটের আশঙ্কা চিন্তায় ফেলেছিল শহরবাসীকে ৷ শেষমেশ খানিকটা হলেও স্বস্তি পেল কলকাতাবাসী ৷ পুজোর আগেই চালু হল তিনটি নতুন ব্রিজ ৷ আজ বাঙুর সাবওয়ে ও লেকটাউন ফুট ব্রিজের মধ্যে বেইলি ব্রিজ, ইজ্জাতুল্লাহ এবং KP রায় লেনকে সংযোগকারী ক্যানেল ব্রিজ ও করুণাময়ী টালিগঞ্জের কাছ থেকে NN রোড এবং MG রোড সংযোগকারী ক্যানেল ব্রিজ সাধারণের জন্য খুলে দেওয়া হল ৷

আজ ব্রিজগুলির উদ্বোধন করলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । বেশিরভাগ মানুষ পুজো দেখতে বেহালা-নিউ আলিপুর-টালিগঞ্জ এলাকায় যাতায়াত করে । মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পুজোতে দক্ষিণ কলকাতার মানুষকে চরম সমস্যায় ভুগতে হয়েছে ৷ গতবারই তা প্রত্যক্ষ করেছে শহরবাসী ৷ এবছর আবার টালা ব্রিজের সমস্যা ৷ পুজোর সময় সেই যানজট থেকে মানুষকে কিছুটা রেহাই দিতেই কলকাতা পৌরনিগম বিকল্প রুট হিসেবে তিনটি ব্রিজ চালু করল ।

image
চলছে ব্রিজের উদ্বোধন

এই বিষয়ে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ায় বেহালার মানুষের নাভিশ্বাস ওঠে ৷ আমি নিজেও দেখেছি, মানুষের যাতায়াত করতে এক-দেড় ঘণ্টা সময় লাগত ৷ তারপর KMDA-মিটিংয়ে আমি এই ব্রিজ চালু করার পরিকল্পনা করি ৷ কিন্তু ব্রিজ তৈরি করতে গিয়ে দেখা যায় দুটি ক্লাব ও মন্দির রয়েছে এলাকায় ৷ সেগুলি মেয়র পারিষদ তারক সিংয়ের সঙ্গে আলোচনা করে অন্যত্র সরানো হয় । দ্রুততার সঙ্গে কাজ শুরু হয় ৷ আজ তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হল ৷"

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

আজকের অনুষ্ঠান থেকে ফিরহাদ হাকিম আরও জানান, চেতলা লকগেট মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছিল । ইন্সপেকশন করে আজ রাতেই তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ।

কলকাতা, 30 সেপ্টেম্বর : মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ায় ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন দক্ষিণ কলকাতার মানুষ ৷ তার উপর গতকাল থেকে টালা ব্রিজে বন্ধ হয়েছে বাস চলাচল ৷ পুজোর সময় প্রবল যানজটের আশঙ্কা চিন্তায় ফেলেছিল শহরবাসীকে ৷ শেষমেশ খানিকটা হলেও স্বস্তি পেল কলকাতাবাসী ৷ পুজোর আগেই চালু হল তিনটি নতুন ব্রিজ ৷ আজ বাঙুর সাবওয়ে ও লেকটাউন ফুট ব্রিজের মধ্যে বেইলি ব্রিজ, ইজ্জাতুল্লাহ এবং KP রায় লেনকে সংযোগকারী ক্যানেল ব্রিজ ও করুণাময়ী টালিগঞ্জের কাছ থেকে NN রোড এবং MG রোড সংযোগকারী ক্যানেল ব্রিজ সাধারণের জন্য খুলে দেওয়া হল ৷

আজ ব্রিজগুলির উদ্বোধন করলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । বেশিরভাগ মানুষ পুজো দেখতে বেহালা-নিউ আলিপুর-টালিগঞ্জ এলাকায় যাতায়াত করে । মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পুজোতে দক্ষিণ কলকাতার মানুষকে চরম সমস্যায় ভুগতে হয়েছে ৷ গতবারই তা প্রত্যক্ষ করেছে শহরবাসী ৷ এবছর আবার টালা ব্রিজের সমস্যা ৷ পুজোর সময় সেই যানজট থেকে মানুষকে কিছুটা রেহাই দিতেই কলকাতা পৌরনিগম বিকল্প রুট হিসেবে তিনটি ব্রিজ চালু করল ।

image
চলছে ব্রিজের উদ্বোধন

এই বিষয়ে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ায় বেহালার মানুষের নাভিশ্বাস ওঠে ৷ আমি নিজেও দেখেছি, মানুষের যাতায়াত করতে এক-দেড় ঘণ্টা সময় লাগত ৷ তারপর KMDA-মিটিংয়ে আমি এই ব্রিজ চালু করার পরিকল্পনা করি ৷ কিন্তু ব্রিজ তৈরি করতে গিয়ে দেখা যায় দুটি ক্লাব ও মন্দির রয়েছে এলাকায় ৷ সেগুলি মেয়র পারিষদ তারক সিংয়ের সঙ্গে আলোচনা করে অন্যত্র সরানো হয় । দ্রুততার সঙ্গে কাজ শুরু হয় ৷ আজ তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হল ৷"

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

আজকের অনুষ্ঠান থেকে ফিরহাদ হাকিম আরও জানান, চেতলা লকগেট মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছিল । ইন্সপেকশন করে আজ রাতেই তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ।

Intro:পুজোর আগেই কলকাতা শহরের তিনটি নতুন ব্রিজের উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম। মাজেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার ফলে দক্ষিণ কলকাতায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পুজোর সময় দক্ষিণ কলকাতায় সেই যানজট ব্যাপক আকার ধারণ করে। পুজোর সময় বহু মানুষ ঠাকুর দেখতে বেহালা নিউ আলিপুর টালিগঞ্জ এলাকায় যাতায়াত করে। পুজোর সময় সেই যানজট থেকে মানুষকে কিছুটা রেহাই দিতেই কলকাতা পুরনিগম বিকল্প তিনটি ব্রিজ তৈরি করেছে। যাতে পুজোর দিনগুলোতে মানুষের কিছুটা হলেও রেহাই মেলে এই যানজটের ব্যাপক সমস্যা থেকে।Body:যে তিনটি ব্রিজের আজ উদ্বোধন হয় সেগুলি হল ১)বাঙুর সাবওয়ে ও লেকটাউন ফুট ব্রিজের মধ্যে বেলি ব্রিজ, ২) ইজ্জাতুল্লাহ এবং কেপি রায়লেন কে সংযোগকারী ক্যানেল ব্রিজ ও ৩) করুণাময়ী টালিগঞ্জের কাছ থেকে এন এন রোড এবং এম জি রোড সংযোগকারী ক্যানেল ব্রিজ।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পরে ব্যাপক যানজট তৈরি হচ্ছিল বেহালা যেতে গেলেই। এই ব্রিজ গুলি খুলে দেওয়ার ফলে সাধারণ মানুষের কিছুটা রেহাই মিলবে।মেয়র জানান এরপর একেএম দিয়েন মিটিংয়ে ঠিক করেন দুটি নতুন ব্রিজ তৈরি করার । দুটি ক্লাব ও মন্দির ছিল সেগুলি মেয়র পারিষদ তারক সিংয়ের সঙ্গে আলোচনা করে অন্যত্র পুনর্বাসন দিয়ে অন্যত্র সরানো হয়। এর পরেই এই ব্রিজ দুটির কাজ শুরু করা হয়েছে। এবং খুব দ্রুত কাজ শেষ করে আজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হলConclusion:সেই সঙ্গেই আজকের অনুষ্ঠান থেকে মেয়র জানিয়েছেন চেতলা লকগেট মেরামতি কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল। আজ রাতেই ইন্সপেকশন করে খুলে দেয়া হবে সাধারণ মানুষের জন্য।
Last Updated : Sep 30, 2019, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.