কলকাতা, 30 সেপ্টেম্বর : মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ায় ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন দক্ষিণ কলকাতার মানুষ ৷ তার উপর গতকাল থেকে টালা ব্রিজে বন্ধ হয়েছে বাস চলাচল ৷ পুজোর সময় প্রবল যানজটের আশঙ্কা চিন্তায় ফেলেছিল শহরবাসীকে ৷ শেষমেশ খানিকটা হলেও স্বস্তি পেল কলকাতাবাসী ৷ পুজোর আগেই চালু হল তিনটি নতুন ব্রিজ ৷ আজ বাঙুর সাবওয়ে ও লেকটাউন ফুট ব্রিজের মধ্যে বেইলি ব্রিজ, ইজ্জাতুল্লাহ এবং KP রায় লেনকে সংযোগকারী ক্যানেল ব্রিজ ও করুণাময়ী টালিগঞ্জের কাছ থেকে NN রোড এবং MG রোড সংযোগকারী ক্যানেল ব্রিজ সাধারণের জন্য খুলে দেওয়া হল ৷
আজ ব্রিজগুলির উদ্বোধন করলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । বেশিরভাগ মানুষ পুজো দেখতে বেহালা-নিউ আলিপুর-টালিগঞ্জ এলাকায় যাতায়াত করে । মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পুজোতে দক্ষিণ কলকাতার মানুষকে চরম সমস্যায় ভুগতে হয়েছে ৷ গতবারই তা প্রত্যক্ষ করেছে শহরবাসী ৷ এবছর আবার টালা ব্রিজের সমস্যা ৷ পুজোর সময় সেই যানজট থেকে মানুষকে কিছুটা রেহাই দিতেই কলকাতা পৌরনিগম বিকল্প রুট হিসেবে তিনটি ব্রিজ চালু করল ।
এই বিষয়ে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ায় বেহালার মানুষের নাভিশ্বাস ওঠে ৷ আমি নিজেও দেখেছি, মানুষের যাতায়াত করতে এক-দেড় ঘণ্টা সময় লাগত ৷ তারপর KMDA-মিটিংয়ে আমি এই ব্রিজ চালু করার পরিকল্পনা করি ৷ কিন্তু ব্রিজ তৈরি করতে গিয়ে দেখা যায় দুটি ক্লাব ও মন্দির রয়েছে এলাকায় ৷ সেগুলি মেয়র পারিষদ তারক সিংয়ের সঙ্গে আলোচনা করে অন্যত্র সরানো হয় । দ্রুততার সঙ্গে কাজ শুরু হয় ৷ আজ তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হল ৷"
আজকের অনুষ্ঠান থেকে ফিরহাদ হাকিম আরও জানান, চেতলা লকগেট মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছিল । ইন্সপেকশন করে আজ রাতেই তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ।