ETV Bharat / state

নাড্ডার কনভয়ে হামলা : 3 আইপিএসকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

author img

By

Published : Dec 12, 2020, 4:02 PM IST

Updated : Dec 12, 2020, 8:55 PM IST

পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে যোগ দিতে নির্দেশ

3 আইপিএসকে ডেকে পাঠাল কেন্দ্রীয় ডেপুটেশন
3 আইপিএসকে ডেকে পাঠাল কেন্দ্রীয় ডেপুটেশন

কলকাতা, 12 ডিসেম্বর : জে পি নাড্ডার কনভয়ে হামলা ইশুতে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত। বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তায় গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে চেয়ে পাঠাল কেন্দ্র। আজই আই জি(দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র, ডায়মন্ড হারবাররের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে ও ডিআইজি(প্রেসিডেন্সি রেঞ্জ) প্রবীণ কুমার ত্রিপাঠীকে ডেপুটেশনে চেয়ে পাঠায় কেন্দ্র। এই তিন আইপিএস ওইদিন নাড্ডার কনভয়ে নিরাপত্তার দায়িত্বে ছিলেন । যদিও কেন্দ্রের এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার ৷

ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ গন্তব্যে পৌঁছানোর আগে রাস্তাতেই বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়ে নাড্ডার কনভয় ৷ তবে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায় শিরাকোল মোড়ে ৷ সেখানে তাঁর কনভয়ে হামলা চালানো হয় ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে ৷ লাঠি নিয়েও গাড়িতে আঘাত করা হয় ৷ তবে, নাড্ডা বা তাঁর গাড়ির কোনও ক্ষতি না হলেও, ইটের আঘাতে কাচ ভাঙে কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির ৷ এই ঘটনায় গতকালই রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

গোটা ঘটনায় রাজ্যপালের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ পাশাপাশি রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথাও সেই রিপোর্টে উল্লেখ করতে বলা হয় ৷ সেইমতো রিপোর্ট পাঠিয়ে দেন রাজ্যপাল । তারপরই মুখ্যসচিব ও ডিজিপিকে দিল্লিতে তলব করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে । যদিও স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তাঁরা দিল্লি যাচ্ছেন না । তার পরেই এই তিন আইপিএসকে ডেপুটেশনে চায় কেন্দ্র ৷

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি

এদিকে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে পাঠানো চিঠিতে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, ওই তিন অফিসার 10 ডিসেম্বর ঘটনাস্থানের কাছেই মোতায়েন ছিলেন। আপনার উদ্দেশ্য পরিষ্কার, ওই তিন পুলিশ অফিসারের উপর আপনি চাপ সৃষ্টি করতে চাইছেন।

এদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ডেপুটেশনে পাঠানোর জন্য কেন্দ্র সুপারিশ করতে পারে, কিন্তু কাকে পাঠানো হবে কি হবে না , তা রাজ্যের বিষয় ৷

কলকাতা, 12 ডিসেম্বর : জে পি নাড্ডার কনভয়ে হামলা ইশুতে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত। বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তায় গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে চেয়ে পাঠাল কেন্দ্র। আজই আই জি(দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র, ডায়মন্ড হারবাররের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে ও ডিআইজি(প্রেসিডেন্সি রেঞ্জ) প্রবীণ কুমার ত্রিপাঠীকে ডেপুটেশনে চেয়ে পাঠায় কেন্দ্র। এই তিন আইপিএস ওইদিন নাড্ডার কনভয়ে নিরাপত্তার দায়িত্বে ছিলেন । যদিও কেন্দ্রের এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার ৷

ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ গন্তব্যে পৌঁছানোর আগে রাস্তাতেই বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়ে নাড্ডার কনভয় ৷ তবে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায় শিরাকোল মোড়ে ৷ সেখানে তাঁর কনভয়ে হামলা চালানো হয় ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে ৷ লাঠি নিয়েও গাড়িতে আঘাত করা হয় ৷ তবে, নাড্ডা বা তাঁর গাড়ির কোনও ক্ষতি না হলেও, ইটের আঘাতে কাচ ভাঙে কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির ৷ এই ঘটনায় গতকালই রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

গোটা ঘটনায় রাজ্যপালের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ পাশাপাশি রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথাও সেই রিপোর্টে উল্লেখ করতে বলা হয় ৷ সেইমতো রিপোর্ট পাঠিয়ে দেন রাজ্যপাল । তারপরই মুখ্যসচিব ও ডিজিপিকে দিল্লিতে তলব করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে । যদিও স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তাঁরা দিল্লি যাচ্ছেন না । তার পরেই এই তিন আইপিএসকে ডেপুটেশনে চায় কেন্দ্র ৷

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি

এদিকে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে পাঠানো চিঠিতে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, ওই তিন অফিসার 10 ডিসেম্বর ঘটনাস্থানের কাছেই মোতায়েন ছিলেন। আপনার উদ্দেশ্য পরিষ্কার, ওই তিন পুলিশ অফিসারের উপর আপনি চাপ সৃষ্টি করতে চাইছেন।

এদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ডেপুটেশনে পাঠানোর জন্য কেন্দ্র সুপারিশ করতে পারে, কিন্তু কাকে পাঠানো হবে কি হবে না , তা রাজ্যের বিষয় ৷

Last Updated : Dec 12, 2020, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.